শিরোনাম
◈ নতুন যুগে সাইবার আইন: বিতর্কিত ৯ ধারা বাদ দিয়ে ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫’ জারি ◈ স্বপ্ন দেখে স্বপ্নভঙ্গের কষ্টই হয়তো এ দেশের ভাগ্য: আসিফ মাহমুদ ◈ বিদ্যুৎ বিল বকেয়া: বাংলাদেশকে চাপ দিচ্ছে আদানি পাওয়ার ◈ জাতীয় ঐক্য রক্ষা নিয়ে মিজানুর রহমান আজহারির পোস্ট ◈ ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন, লাশ নিয়ে পালাতে গিয়ে স্ত্রীসহ আটক (ভিডিও) ◈ অধ্যাপক ইউনূস ‘পদত্যাগের বিষয়ে ভাবছেন’: নাহিদ ইসলাম ◈ মুজিবের ছবি ছাড়াই নতুন নোট ছাড়ছে বাংলাদেশ ব্যাংক  ◈ বাংলাদেশের দুটি 'চিকেন নেক' কেটে দেব: আসাম রাজ্যের মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি ◈ হাজার হাজার ‘বাংলাদেশিকে’ ফেরত পাঠাতে চায় ভারত ◈ পররাষ্ট্র সচিব জসীমের বিদায়, রুটিন দায়িত্বে রুহুল আলম

প্রকাশিত : ২২ মে, ২০২৫, ১১:৫৬ রাত
আপডেট : ২৩ মে, ২০২৫, ০২:২৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পররাষ্ট্র সচিব জসীমের বিদায়, রুটিন দায়িত্বে রুহুল আলম

মো. জসীম উদ্দিন ও রুহুল আলম সিদ্দিকী।

অবশেষে পদ (দায়িত্ব) থেকে সরে দাঁড়ালেন বহুল আলোচিত পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন। তার অস্বাভাবিক বিদায়ের পর পররাষ্ট্র সচিবের রুটিন দায়িত্ব সমালাবেন মন্ত্রণালয়ে সচিব রুহুল আলম সিদ্দিকী। বৃহস্পতিবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগ সচিব পদে পরিবর্তনের অফিস আদেশ জারি করে। মহাপরিচালক (প্রশাসন) মো. আবুল হাসান মৃধা স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়, ‘এই মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে, জনাব মো. জসীম উদ্দিন, পররাষ্ট্র সচিব-এর দায়িত্ব ত্যাগের প্রেক্ষিতে জনাব মো. রুহুল আলম সিদ্দিকী, সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়, পুনরাদেশ না দেয়া পর্যন্ত পররাষ্ট্র সচিবের দৈনন্দিন কার্যাদি সম্পাদন করবেন। ২৩শে মে ২০২৫ থেকে এই আদেশ কার্যকর হবে।’

একদিন আগে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছিলেন, সচিব জসীম উদ্দিন আর ওই পদে থাকছেন না। তার দায়িত্ব পরিবর্তনের সিদ্ধান্ত অনুমোদন হয়েছে। দু’একদিনের মধ্যে তিনি নিজে থেকে পররাষ্ট্র সচিবের পদ ছেড়ে দিবেন। তবে কোন প্রক্রিয়ায় তিনি পদত্যাগ করবেন, সে বিষয়ে স্পষ্ট করে বুধবারও কিছু বলেননি উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। রাতে একাধিক কূটনৈতিক সূত্র মানবজমিনকে এটা নিশ্চিত করেছে যে, জসীম উদ্দিন পররাষ্ট্র সচিবের পদত্যাগের পাশাপাশি ৪৫ দিনের ছুটি নিয়েছেন। তার আগাম ওই ছুটি আগেই মঞ্জুর হয়েছে। 

সূত্র মতে, ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসাদ আলম সিয়ামকে পরবর্তী পররাষ্ট্র সচিব পদে নিয়োগ দেয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। তার নিয়োগের আদেশ জারি না হলেও অনতিবিলম্বে তাকে ঢাকায় ফেরার নির্দেশ দেয়া হয়েছে। ১৫ ব্যাচের কর্মকর্তা আসাদ আলম সিয়াম মেধা তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন।

তার ব্যাচের প্রথম রিয়াজ হামিদুল্লাহ দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে সদ্য নিয়োগ পেয়েছেন। পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিনের উত্তরসূরি হতে যাওয়া সিয়ামের নিয়োগ চূড়ান্ত হলেও তাকে প্রথমে ভারপ্রাপ্ত সচিব করা হবে। আগামী ২০শে জুন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল সিদ্দিকী অবসর-পূর্ব ছুটিতে যাবেন। সেক্ষেত্রে ১ মাসের কম সময় তিনি ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পাবেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়