শিরোনাম
◈ ডিসেম্বরে জাতীয় নির্বাচন? সেনাপ্রধানের বার্তা ও রাজনৈতিক দলগুলোর চাপ বাড়ছে ◈ নতুন যুগে সাইবার আইন: বিতর্কিত ৯ ধারা বাদ দিয়ে ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫’ জারি ◈ স্বপ্ন দেখে স্বপ্নভঙ্গের কষ্টই হয়তো এ দেশের ভাগ্য: আসিফ মাহমুদ ◈ বিদ্যুৎ বিল বকেয়া: বাংলাদেশকে চাপ দিচ্ছে আদানি পাওয়ার ◈ জাতীয় ঐক্য রক্ষা নিয়ে মিজানুর রহমান আজহারির পোস্ট ◈ ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন, লাশ নিয়ে পালাতে গিয়ে স্ত্রীসহ আটক (ভিডিও) ◈ অধ্যাপক ইউনূস ‘পদত্যাগের বিষয়ে ভাবছেন’: নাহিদ ইসলাম ◈ মুজিবের ছবি ছাড়াই নতুন নোট ছাড়ছে বাংলাদেশ ব্যাংক  ◈ বাংলাদেশের দুটি 'চিকেন নেক' কেটে দেব: আসাম রাজ্যের মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি ◈ হাজার হাজার ‘বাংলাদেশিকে’ ফেরত পাঠাতে চায় ভারত

প্রকাশিত : ২৩ মে, ২০২৫, ০১:০১ রাত
আপডেট : ২৩ মে, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : মনজুর এ আজিজ

এনবিআর বিলুপ্তির সম্ভাবনা নেই : অর্থ মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক : ‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫’ বাস্তবায়নের বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আন্দোলনরত কর্মকর্তাদের সঙ্গে অর্থ উপদেষ্টার কার্যালয়ে একাধিকবার আলোচনা হলেও শেষ মুহূর্তে সমঝোতা প্রত্যাখ্যান করে কর্মসূচি চালিয়ে যাওয়ার যৌক্তিকতা নেই বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। 

বৃহস্পতিবার (২২মে) অর্থ মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০ মে এক উচ্চ পর্যায়ের বৈঠকে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের প্রতিনিধি, রাজস্ব নীতি সংস্কার সংক্রান্ত পরামর্শক কমিটির সদস্য এবং বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টাদের উপস্থিতিতে এক ঘণ্টারও বেশি সময় ধরে আলোচনা হয়। আলোচনায় অংশগ্রহণকারীদের মতামত শোনার পর অর্থ উপদেষ্টা ঘোষণা করেন, সংশ্লিষ্ট সব অংশীজনের সঙ্গে আলোচনা করে অধ্যাদেশে প্রয়োজনীয় সংশোধন এনে তা বাস্তবায়ন করা হবে। তবে এই ঘোষণার পরও এনবিআর সংস্কার ঐক্য পরিষদের পক্ষ থেকে পুনরায় অসহযোগ কর্মসূচি চালিয়ে যাওয়াকে অযৌক্তিক বলে অভিহিত করেছে মন্ত্রণালয়। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অধ্যাদেশ বাস্তবায়নের আগে দুটি নতুন বিভাগ গঠন, পদ সৃজন, সচিব কমিটির অনুমোদন, ‘অ্যালোকেশন অব বিজনেস’ পুনর্বিন্যাস এবং সংশ্লিষ্ট আইনে সংশোধনী আনাসহ একাধিক সময়সাপেক্ষ কাজ সম্পন্ন করতে হবে।

অতএব জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্ত হওয়ার কোনো প্রশ্নই ওঠে না বরং এনবিআরের কার্যক্রম আগের মতোই চলবে এবং কাস্টমস ও কর ক্যাডারের কর্মকর্তা-কর্মচারীরা বিদ্যমান কাঠামোতে দায়িত্ব পালন করবেন।

সরকারের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে, বিসিএস (কর) ও বিসিএস (শুল্ক ও আবগারি) ক্যাডারের স্বার্থ অক্ষুন্ন রেখে প্রশাসনিক কাঠামোর পৃথকীকরণ করা হবে। সেই সঙ্গে পদ-পদবি কমানোর কোনো পরিকল্পনা নেই বরং পদসংখ্যা ও পদোন্নতির সুযোগ বৃদ্ধি পাবে।

অর্থবছরের শেষ সময়ে জাতীয় বাজেট প্রস্তুতি ও রাজস্ব আহরণ কার্যক্রম সচল রাখতে এনবিআরের সব স্তরের কর্মকর্তা-কর্মচারীদের যথাসময়ে দফতরে উপস্থিত থেকে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছে অর্থ মন্ত্রণালয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়