শিরোনাম
◈ আইএমএফ-বাংলাদেশ ব্যাংকের বৈঠক: বিনিময় হার নিয়ে কোনো সমঝোতা ছাড়াই শেষ ◈ গ্যাসসংকট: কমছে শিল্প উৎপাদন, প্রভাব পড়ছে সামগ্রিক অর্থনীতিতে ◈ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তৌহিদ হোসেনের ফোনালাপ, কী কথা হলো? ◈ ইউরোপীয় ইউনিয়নে অর্থের বিনিময়ে নাগরিকত্বের সুযোগ শেষ ◈ দেশের পথে খালেদা জিয়া ◈ টানা দুই দফা কমার পর আবারও বাড়লো স্বর্ণের দাম, ভরি কত? ◈ আদানি পাওয়ারের কাছে বাংলাদেশের বকেয়া প্রায় ৯০ কোটি ডলার! ◈ তথ্য-উপাত্ত সঠিক না থাকায় ফ্যাসাদ তৈরি হচ্ছে : বাণিজ্য উপদেষ্টা ◈ চিকিৎসা ব্যবস্থার বিকেন্দ্রীকরণ ছাড়া সমস্যা নিরসন হবে না: প্রধান উপদেষ্টা ◈ বাতাসের মান যাচাইয়ে রাজধানীর ২৫ যায়গায় বসবে আধুনিক যন্ত্র: ডিএনসিসি  

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২৪, ০৪:১৪ দুপুর
আপডেট : ২৯ মার্চ, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমরা কারও কল রেকর্ড করি না : জিয়াউল আহসান প্রিজন ভ্যান থেকে বললেন (ভিডিও)

আজ, ২০ নভেম্বর (বুধবার), আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে শুনানি চলছে। ট্রাইব্যুনালে উপস্থিত করা হয় সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, এনটিএমসি’র সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের, যারা জুলাই-আগস্টের গণহত্যার ঘটনায় অভিযুক্ত।

এদিকে, আদালতে নিজের বক্তব্যে, জিয়াউল আহসান জানান, “আমরা কারও কল রেকর্ড করি না।” তার দাবি, এই ধরনের অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে। তিনি আরও বলেন, “আমি যেখানে চাকরি করি, সেটা হচ্ছে টেকনিকেল জিনিস। সেটা কেউ বুঝে না বলেই উল্টাপাল্টা কথা বলেন। আমরা কারেও কল রেকর্ড করি না।"

জিয়াউল আহসানের বিরুদ্ধে গুম, নির্যাতন এবং হত্যার অভিযোগের তদন্ত এখনও চলছে, এবং এসব অপরাধের জন্য তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি করা হয়েছে। তদন্তকারী সংস্থা জানিয়েছে, তার কর্মকাণ্ডের কারণে বহু নিরীহ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

আজ সকালে, ট্রাইব্যুনালে আসার জন্য তাদেরকে প্রিজন ভ্যানে করে আনা হয়। গণহত্যা সংক্রান্ত মামলায় তাদের উপস্থিতি নিশ্চিত করতে আদালত এই পদক্ষেপ গ্রহণ করে।

বিচারক গঠিত বেঞ্চে, আজকের শুনানিতে বক্তব্য রাখেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি জানান, "স্বৈরশাসক আওয়ামী লীগের আমলে, বিরোধীদলীয় নেতা ও জনগণের যাদের বিরুদ্ধে কথা বলার সাহস ছিল, তাদের গুম করে নির্যাতন ও হত্যার মূল ব্যক্তি ছিলেন মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান।" 

সেনাবাহিনীর চাকরি থেকে অব্যাহতি পাওয়া মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানকে গত ১৫ নভেম্বর (বৃহস্পতিবার) রাতে রাজধানী ঢাকার খিলক্ষেত এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তাকে ধানমন্ডিতে একটি তদন্ত সংস্থার কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয় এবং পরে ১৭ নভেম্বর (রোববার) আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়