শিরোনাম
◈ মবের তাণ্ডব, ডাইনী সন্দেহে একই পরিবারের পাঁচজনকে পু.ড়িয়ে হত্যা ◈ মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত, আহত দুই ◈ এক ইলিশ বিক্রি হলো ১২,৪৮০ টাকায়! ◈ নতুন বন্দোবস্তে সবকিছু কি ওলটপালট হয়ে গেল? ◈ আগামীকাল শহীদ মিনারে ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা ◈ ঢাকায় ছাত্রদল ও এনসিপির মহাসমাবেশ কাল: শাহবাগ ও শহীদ মিনারে পাল্টাপাল্টি জমায়েত, উত্তেজনা রাজনৈতিক অঙ্গনে ◈ গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট ◈ যে কারণে নিজেদের সব কূটনীতিককে আরব আমিরাত ছাড়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ! ◈ তিন দি‌নের সফ‌রে ভারতে আস‌ছেন মে‌সি, খেল‌তে পা‌রেন কোহলি-ধোনির সঙ্গে ক্রিকেট ◈ এশিয়া কাপের ভবিষ্যৎ আবার অনিশ্চিত! পি‌সি‌বি‌কে ৩৭০ কো‌টি টাকার ভয় দেখা‌চ্ছে সম্প্রচারকারী সংস্থা

প্রকাশিত : ০৫ মে, ২০২৫, ০৭:২৪ বিকাল
আপডেট : ২৩ জুন, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশ থেকে বৈধভাবে আরও জনশক্তি নিতে আগ্রহী ইতালি

বৈধভাবে বাংলাদেশ থেকে আরও জনশক্তি নিতে আগ্রহী ইতালি। সোমবার (৫ মে) সচিবালয়ে বাংলাদেশ সফররত ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে এ আগ্রহের কথা জানান।

বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের এ কথা জানান।

ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী সঙ্গে আলোচনার বিষয়ে তিনি বলেন, আপনারা জানেন ইতালিতে বাংলাদেশের বহু লোক কাজ করেন। আমাদের নিজেদের মধ্যে সহযোগিতা আরও কীভাবে বাড়ানো যায়- সেই বিষয়ে আজ আলাপ হয়েছে। ওখানে আমাদের যারা কাজ করছেন, তারা যেন ভিসা নিয়ে প্রোপার চ্যানেলে ওখানে যান, তারা সেই বিষয়ে বলেছেন।

উপদেষ্টা বলেন, অনেকে আছেন সৌদি আরব কিংবা লিবিয়া বা অন্য কোনো দেশের ভিসা নিয়ে গেলেন, ওখান থেকে ইতালির ভিসা না নিয়ে আবার সেখানে (ইতালি) গেলেন। তারা বলেছেন, এটা যেন না করেন, বাংলাদেশ থেকে যেন প্রোপারলি ভিসা নিয়ে (ইতালি) যান।

‘ওনারা বাংলাদেশ থেকে আরও বেশি লোক নিতে আগ্রহী। কিন্তু বলেছেন, প্রোপারলি (যথাযথভাবে) যেন বাংলাদেশ থেকে ভিসা নিয়ে যান।’

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, তারা বলেছেন বাংলাদেশি লোকরা ভালো কাজ করেন। তারা কঠোর পরিশ্রমী। তারা ইতালির অর্থনীতিতে একটা বড় ধরনের অবদান রেখে যাচ্ছেন।

ইতালিতে কী পরিমাণ বাংলাদেশি শ্রমিক আছে জানতে চাইলে উপদেষ্টা বলেন, প্রকৃত সংখ্যাটা তো আমি বলতে পারবো না। শুনেছি সেখানে লাখ খানেক বাংলাদেশি শ্রমিক কাজ করছেন। ওনারা নতুন করে লোক নেবে, তবে প্রোপার চ্যানেলে যেতে হবে।

ইতালিতে অবৈধ বাংলাদেশি রয়েছে কি না- জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এ ব্যাপারে ওনারা খুব একটা প্রশ্ন ওঠাননি। এখন আপনারা বলতে পারবেন অবৈধ আছে কি না। ওই দেশের ভিসা না নিয়ে সেখানে গেলে তো সে অবৈধ হয়ে যায়। তারপরও আমরা তাদের অনুরোধ করেছি, এভাবে যারা গেছে তাদেরও যেন বৈধতা দিয়ে দেয়।

ইতালির সঙ্গে কোনো সমঝোতা সই হবে কি না- জানতে চাইলে উপদেষ্টা বলেন, তাদের সঙ্গে একটা সমঝোতা চুক্তি আমাদের আছে, ওটা আরও জোরদার করা হতে পারে, সেটা এখনো হয়নি।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আমরা তাদের একটা অনুরোধ করেছি- পুলিশ, কোস্টগার্ড ও বিজিবি সঙ্গে সহযোগিতা বৃদ্ধি করার জন্য, তারা এ বিষয়ে একমত হয়েছেন। এ বিষয়ে তারা সহযোগিতা বৃদ্ধি করবেন। সহযোগিতার মূল বিষয়টি হলো সক্ষমতা বৃদ্ধি ও প্রশিক্ষণ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়