শিরোনাম
◈ আইএমএফ-বাংলাদেশ ব্যাংকের বৈঠক: বিনিময় হার নিয়ে কোনো সমঝোতা ছাড়াই শেষ ◈ গ্যাসসংকট: কমছে শিল্প উৎপাদন, প্রভাব পড়ছে সামগ্রিক অর্থনীতিতে ◈ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তৌহিদ হোসেনের ফোনালাপ, কী কথা হলো? ◈ ইউরোপীয় ইউনিয়নে অর্থের বিনিময়ে নাগরিকত্বের সুযোগ শেষ ◈ দেশের পথে খালেদা জিয়া ◈ টানা দুই দফা কমার পর আবারও বাড়লো স্বর্ণের দাম, ভরি কত? ◈ আদানি পাওয়ারের কাছে বাংলাদেশের বকেয়া প্রায় ৯০ কোটি ডলার! ◈ তথ্য-উপাত্ত সঠিক না থাকায় ফ্যাসাদ তৈরি হচ্ছে : বাণিজ্য উপদেষ্টা ◈ চিকিৎসা ব্যবস্থার বিকেন্দ্রীকরণ ছাড়া সমস্যা নিরসন হবে না: প্রধান উপদেষ্টা ◈ বাতাসের মান যাচাইয়ে রাজধানীর ২৫ যায়গায় বসবে আধুনিক যন্ত্র: ডিএনসিসি  

প্রকাশিত : ২২ জুলাই, ২০২৪, ১১:২৭ রাত
আপডেট : ২০ এপ্রিল, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছুটি মঙ্গলবারের পরও বাড়বে কি না, যা বললেন জনপ্রশাসনমন্ত্রী

মন্ত্রী বলেন, পরিবেশ-পরিস্থিতি স্থিতিশীল করে, তারপর সবকিছু করতে হবে। যে কারণে মঙ্গলবারও সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। নির্বাহী আদেশে সরকারি ছুটি আরও বাড়বে কি না, তা পরিস্থিতির ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন।  সূত্র : সময়টিভি

সোমবার (২২ জুলাই) সন্ধ্যায় রাজধানীর বেইলি রোডে সরকারি বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন তথ্য জানান।

তিনি বলেন, ‘সবার সঙ্গে আলোচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিদ্ধান্ত নিচ্ছেন। পরিস্থিতি এরইমধ্যে আমরা নিয়ন্ত্রণে নিয়ে এসেছি। তাদের (দুষ্কৃতকারীরা) যে অসৎ উদ্দেশ্য, তা ভন্ডুল হয়েছে। কিন্তু যে জায়গাগুলো ক্ষত হয়েছে, সেই জায়গাগুলো, কিছু কিছু জায়গায় অভিযান চলছে, সে জন্য আমরা চাচ্ছি, পরিস্থিতি স্বাভাবিক করেই সিদ্ধান্ত নিতে।’
 
সরকারি ছুটি আরও বাড়ানো হবে কি না, এমন প্রশ্নে তিনি বলেন, ‘অফিস চলবে, আবার যদি কারফিউ থাকে, তাহলে কর্মকর্তা-কর্মচারীদের কাজ করতে অসুবিধা হবে। কারণ, এত পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে গেলে তাদের কাজে ব্যাঘাত ঘটবে। তাদের সহযোগিতা করতেই আমরা সরকারি ছুটির সিদ্ধান্ত নিয়েছি।’
 
‘পরিস্থিতি বলবে, আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে। আমরা চাই, দ্রুত সময়ের মধ্যে সবকিছু স্বাভাবিক করে দিতে। কারণ, প্রতিদিন ব্যাপকভাবে ব্যবসা-বাণিজ্যের ক্ষতি হচ্ছে,’ যোগ করেন মন্ত্রী।
 
তিনি বলেন, ‘আমরা চাই, দ্রুত বিষয়গুলো স্বাভাবিক করে দিতে। সমস্যা রেখে যদি আমরা সবকিছু খুলে দিই, তাহলে যারা নৈরাজ্য ও সহিংসতা করেছে, তারা সুযোগ নিতে পারে। সেই বিবেচনায় আগামীকাল (মঙ্গলবার) আবার আলোচনা-পর্যালোচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিদ্ধান্ত নেবেন।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়