শিরোনাম
◈ আইএমএফ-বাংলাদেশ ব্যাংকের বৈঠক: বিনিময় হার নিয়ে কোনো সমঝোতা ছাড়াই শেষ ◈ গ্যাসসংকট: কমছে শিল্প উৎপাদন, প্রভাব পড়ছে সামগ্রিক অর্থনীতিতে ◈ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তৌহিদ হোসেনের ফোনালাপ, কী কথা হলো? ◈ ইউরোপীয় ইউনিয়নে অর্থের বিনিময়ে নাগরিকত্বের সুযোগ শেষ ◈ দেশের পথে খালেদা জিয়া ◈ টানা দুই দফা কমার পর আবারও বাড়লো স্বর্ণের দাম, ভরি কত? ◈ আদানি পাওয়ারের কাছে বাংলাদেশের বকেয়া প্রায় ৯০ কোটি ডলার! ◈ তথ্য-উপাত্ত সঠিক না থাকায় ফ্যাসাদ তৈরি হচ্ছে : বাণিজ্য উপদেষ্টা ◈ চিকিৎসা ব্যবস্থার বিকেন্দ্রীকরণ ছাড়া সমস্যা নিরসন হবে না: প্রধান উপদেষ্টা ◈ বাতাসের মান যাচাইয়ে রাজধানীর ২৫ যায়গায় বসবে আধুনিক যন্ত্র: ডিএনসিসি  

প্রকাশিত : ২২ জুলাই, ২০২৪, ০৪:২৪ দুপুর
আপডেট : ২১ এপ্রিল, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোটা সংস্কার আন্দোলনকারীদের ৮ দাবি, যা বললেন আইনমন্ত্রী ( ভিডিও )

সরকারের সঙ্গে আলোচনার দ্বার খুলতে আইনমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও তথ্য প্রতিমন্ত্রীর কাছে ৮ দফা দাবি পেশ করেছেন কোটা সংস্কার আন্দোলনের তিন সমন্বয়কারী।

রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় শুক্রবার (১৯ জুলাই) মধ্যরাতে আলোচনা শেষে গণমাধ্যমে কথা বলেন তারা। শিক্ষার্থীদের দাবির বিষয়ে দ্রুত যৌক্তিক সমাধানের আশাবাদ জানান আইনমন্ত্রী আনিসুল হক। সূত্র : সময়টিভি

 শিক্ষার্থীরা বলছেন, তাদের ৮ দফা দাবি মেনে নেয়া হলেই কেবল তাদের যে এক দফা দাবি, সেটি নিয়ে সরকারের সঙ্গে আলোচনার টেবিলে তারা বসতে রাজি আছেন।

আন্দোলনের সমন্বয়কারীরা সাংবাদিকদের বলেন, সারা দেশের প্রতি আমাদের যে বার্তা রয়েছে, তা স্পষ্ট করা উচিত। আমরা শুধু আমাদের দাবিগুলো পৌঁছে দেয়ার জন্য এখানে এসেছি। অর্থাৎ, আলোচনার জন্য বন্ধ হয়ে যাওয়া দ্বারটি উন্মোচন করার জন্য কী কী পদক্ষেপ বাস্তবায়ন করতে হবে, সেটি স্পষ্ট করার জন্য এখানে এসে দাবি পেশ করেছি।
 
তারা বলেন, তদন্ত সাপেক্ষে আইনশৃঙ্খলা বাহিনীসহ দায়ী ব্যক্তিরা যারা আমাদের ভাইদের হত্যা করেছে, তাদের বিরুদ্ধে মামলা দায়ের করতে হবে। তাদেরকে গ্রেফতার ও দ্রুত সময়ে বিচার করতে হবে। ছাত্রলীগকে উসকে দেয়ার জন্য এবং আইনশৃঙ্খলা বাহিনীকে হামলার নির্দেশনার জন্য তদন্ত সাপেক্ষে সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিকে বিচারের আওতায় আনতে হবে। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দায়েরকৃত সব মামলা প্রত্যাহার করতে হবে। আন্দোলনের সঙ্গে জড়িত শিক্ষার্থীদের সব ধরনের রাজনৈতিক, আইনি বা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে একাডেমিক হয়রানি না করার নিশ্চয়তা দিতে হবে।
 
আইনমন্ত্রী বলেন, আন্দোলনকারীরা কোটার যে পরিমাণের কথা বলেছেন, সেটা আমরা দেখেছি। সেই বিষয়ে যৌক্তিক সমাধানে যাওয়া সম্ভব বলে আমরা মনে করি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়