শিরোনাম
◈ ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা ◈ প্রবাসীরা পোস্টাল ব্যালটে কীভাবে ভোট দেবেন, জানালেন ইসি ◈ তারুণ্যের শক্তি আমাদের জাতির চালিকাশক্তি : প্রধান উপদেষ্টা ◈ দেশে নিবন্ধিত কোচিং সেন্টার ৬,৫৮৭, অনিয়ন্ত্রিত আরো বহু; নীতিমালা শূন্যতায় বাড়ছে বাণিজ্যিকীকরণ ◈ অনলাইন জুয়ার অর্থ লেনদেনে দুই অভিনেত্রী গোয়েন্দা নজরে ◈ রাবি হল সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ৩৯ প্রার্থী ◈ জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে যেভাবে ধরা পড়ল ৫০ প্রতারক! (ভিডিও) ◈ জামায়াত, ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিসসহ কয়েকটি দল যুগপৎ আন্দোলনে নাম‌ছে, কিন্তু কেন ◈ ভ্যালেন্সিয়ার জা‌লে বার্সেলোনার ৬ গোল ◈ পিআর আদায়ে আন্দোলনে রাজনৈতিক দলগুলোতে মতভেদ

প্রকাশিত : ২২ জুন, ২০২৫, ১১:২৩ রাত
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম নির্বাচন: সভাপতি মাসউদুল, সাধারণ সম্পাদক বাদল নির্বাচিত

মনিরুল ইসলাম: বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ)-এর ২০২৫-২৬ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন ইউনাইটেড নিউজ অব বাংলাদেশের (ইউএনবি) মাসউদুল হক এবং সাধারণ সম্পাদক হয়েছেন কালের কণ্ঠের মোহাম্মদ উবায়দুল্লাহ বাদল।

আজ রোববার (২২ জুন) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সভাপতি পদে মাসউদুল হক ৭৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রতিদিনের বাংলাদেশের ফসিহ উদ্দীন মাহতাব পেয়েছেন ৭০ ভোট।

সাধারণ সম্পাদক পদে বিজয়ী মোহাম্মদ উবায়দুল্লাহ বাদল পেয়েছেন ৫৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মেহদী আজাদ মাসুম পেয়েছেন ৪৯ ভোট এবং মোহাম্মদ আকতার হোসেন পেয়েছেন ৪১ ভোট।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা
কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পদে ঝর্ণা রায়, দপ্তর সম্পাদক পদে বাংলা নিউজের গৌতম চন্দ্র ঘোষ, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে আলোকিত বাংলাদেশের ফারুক আলম এবং প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক পদে ইনকিলাবের হাবিবুর রহমান (পঞ্চায়েত হাবিব) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

অন্যান্য বিজয়ীরা
সহসভাপতি: মাইনুল হোসেন পিন্নু (গ্রিন টিভি)

সাংগঠনিক সম্পাদক: মাহমুদ আকাশ (জনকণ্ঠ)

অর্থ সম্পাদক: এম এইচ রবিন

কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিতরা:

মো. রবিউল ইসলাম (৭৮ ভোট)

তোফাজ্জল হোসেন (৭৪ ভোট)

আসাদ আল মাহমুদ (৭০ ভোট)

মুহম্মদ আব্দুল মতিন ওরফে মতিন আব্দুল্লাহ (৬৯ ভোট)

আয়নাল হোসেন (৬২ ভোট)

মো. রাকিব হাসান (৫৫ ভোট)

শফিকুল ইসলাম (৫৩ ভোট)

মো. রেজাউর রহিম (৪২ ভোট)

বিএসআরএফ-এর মোট ১৫৬ জন ভোটারের মধ্যে ১৫১ জন ভোট দিয়েছেন। চারটি ব্যালট ত্রুটিপূর্ণ হওয়ায় সেগুলো বাতিল করা হয়।

নির্বাচন পরিচালনা
নির্বাচনের প্রধান কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ। অন্যান্য কমিশনার ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক দেশ রূপান্তরের সম্পাদক কামাল উদ্দিন সবুজ এবং প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক আমার দেশের নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়