শিরোনাম
◈ অন্তর্বর্তী সরকারের আহ্বানে সাড়া? বিএনপি–জামায়াতের মধ্যে আলোচনা উদ্যোগ ◈ আজ ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ◈ ভয়ানক অভিযোগ জাহানারার, তোলপাড় ক্রিকেটাঙ্গন (ভিডিও) ◈ জুলাই সনদ বাস্তবায়ন ও সময়মতো জাতীয় নির্বাচন নিশ্চিতের আহ্বান বিএনপির স্থায়ী কমিটির ◈ কমিশনের মোট ব্যয় হয়েছে ১ কোটি ৭১ লাখ টাকা, আপ্যায়ন বাবদ ব্যয়  ৪৫ লাখ টাকা ◈ ভার‌তের কা‌ছে পাত্তাই পে‌লো না অস্ট্রেলিয়া, ম‌্যাচ হার‌লো ৪২ রা‌নে ◈ শুল্ক চুক্তির অধীনে মা‌র্কিন উ‌ড়োজাহাজ নির্মাতা বোয়িংয়ের কাছ থেকে ২৫টি বিমান কিনছে বাংলাদেশ ◈ টিটিপাড়ায় ৬ লেনের আন্ডারপাস, গাড়ি চলাচল শুরু শিগগিরই (ভিডিও) ◈ বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ নিয়ে বাংলাদেশ ব্যাংকের বিশেষ বার্তা ◈ ভালোবাসার টানে মালিকের সঙ্গে ইতালি যাওয়া হলো না সেই বিড়াল ক্যান্ডির!

প্রকাশিত : ০৬ নভেম্বর, ২০২৫, ১১:১৫ দুপুর
আপডেট : ০৭ নভেম্বর, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নখের গোড়ার সাদা অর্ধচাঁদ আপনার স্বাস্থ্যের সংকেত দিতে পারে

অধিকাংশ মানুষের নখের গোড়ায় সাদা অর্ধ চাঁদ আকৃতি দেখা যায়। আপনারও কি এমন চিহ্ন রয়েছে? একে চিকিৎসাবিজ্ঞানে বলা হয় লুনুলা। অনেকের বড় আঙুলে এটি স্পষ্ট দেখা যায়, আবার কারো ক্ষেত্রে একেবারেই দেখা যায় না।

অনেকেই ভাবেন অর্ধ চাঁদের উপস্থিতি বা অনুপস্থিতি কি হার্ট বা কিডনির রোগের লক্ষণ হতে পারে? এই ধারণা কি আসলেই সত্যি? চলুন, জেনে নেওয়া যাক বিস্তারিত—

চিকিৎসকরা বলছেন, নখের নিচে থাকা এই সাদা অংশটি আসলে নখের ‘ম্যাট্রিকস’ বা উৎপত্তিস্থল।

এখান থেকেই নতুন নখ গজায়। লুনুলা সাধারণত সাদা দেখায়, কারণ এর নিচে রক্তনালিগুলোর ওপরের স্তর কিছুটা ঘন থাকে। কিন্তু এর রং, আকার বা দৃশ্যমানতার পরিবর্তন অনেক সময় শরীরের ভেতরের কিছু অসামঞ্জস্যের সংকেত দিতে পারে।

লুনুলা না থাকলে কী হয়

যদি নখের বেসে এই সাদা অর্ধ চাঁদ একেবারেই না দেখা যায়, তাহলে তা শরীরে আয়রনের ঘাটতি, রক্তাল্পতা বা কিডনির সমস্যা নির্দেশ করতে পারে। কখনো আবার প্রোটিন ও ভিটামিন ঘাটতির কারণেও এটি দেখা না যেতে পারে।

রং পরিবর্তিত হলে কী হয়

বিশেষজ্ঞদের মতে, লুনুলার রং পরিবর্তন হলে তা গুরুত্ব সহকারে দেখা দরকার। যেমন—

• লালচে লুনুলা : কখনো কখনো হৃদরোগ বা উচ্চ রক্তচাপের সঙ্গে সম্পর্কিত।
• নীলচে লুনুলা : শরীরে অক্সিজেনের ঘাটতি, এমনকি ডায়াবেটিসের ইঙ্গিতও হতে পারে।
• বাদামি বা ধূসর লুনুলা : কিডনির দীর্ঘমেয়াদি রোগ বা শরীরে বিষাক্ত পদার্থ জমার কারণে এমন হতে পারে।

নখের দাগ দেহের অভ্যন্তরের পুষ্টির ঘাটতি বা অন্য কোনো স্বাস্থ্য সমস্যার ইঙ্গিতও দিতে পারে। অনেকেই এসব দাগ বা রেখাকে অবহেলা করেন। ভাবেন, এ তো এমনিতেই চলে যাবে। কিন্তু এই ছোট্ট পরিবর্তনটিই হতে পারে বড় কোনো সমস্যার পূর্বাভাস।

‘হাফ-অ্যান্ড-হাফ নখ’ কী

নখের নিচের অর্ধেকটা সাদা আর ওপরের অর্ধেকটা বাদামি বা লালচে হয়। এটি সাধারণত কিডনি রোগে আক্রান্তদের মধ্যে দেখা যায়।

তবে চিকিৎসকদের পরামর্শ, শুধু লুনুলার রং বা আকার দেখে কোনো রোগ নির্ণয় করা যায় না। এটি কেবল শরীরের ভেতরের পরিবর্তনের একটি ‘সংকেত’ মাত্র। যদি অন্য উপসর্গ, যেমন অতিরিক্ত ক্লান্তি, চোখ-হাত-গোড়ালি ফোলা, বুক ধড়ফড় বা রক্তচাপের অস্বাভাবিকতা দেখা দেয়, তবে অবশ্যই চিকিৎসকের সঙ্গে পরামর্শ করা উচিত।

বিশেষজ্ঞদের মতে, সাধারণ জীবনযাপন, সুষম খাদ্যাভ্যাস, পর্যাপ্ত ঘুম আর মানসিক চাপ নিয়ন্ত্রণ রাখলে নখসহ পুরো শরীরই সুস্থ থাকবে।

সূত্র : আজকাল

  • সর্বশেষ
  • জনপ্রিয়