শিরোনাম

প্রকাশিত : ২২ আগস্ট, ২০২৫, ১১:৫৪ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরকারিভাবে জর্ডানে কাজের সুযোগ, থাকছে নানা সুবিধা!

সরকারিভাবে জর্ডানের ইউনাইটেড ক্রিয়েশন গার্মেন্টস-এর অধীনে চার পদে কর্মী নিয়োগ দেওয়া হবে। সম্প্রতি বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেসে লিমিটেড (বোয়েসেল) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে।

বোয়েসেলের তথ্যমতে, জর্ডানের ইউনাইটেড ক্রিয়েশন গার্মেন্টসে প্রোডাকশন সুপারভাইজার পদে ৫ জন নারী/পুরুষ নিয়োগ দেওয়া হবে। এ পদের জন্য প্রার্থীদের কমপক্ষে এসএসসি পাস যোগ্যতা থাকতে হবে, বেতন ৩৮০ জেডি (জর্ডানিয়ান দিনার, ১ জেডি বাংলাদেশি মুদ্রায় আজকের দরে প্রায় ১৭৩ টাকা)।

একই কম্পানিতে কোয়ালিটি সুপারভাইজার পদে ৬ জন নারী/পুরুষ নিয়োগ হবে, যোগ্যতা কমপক্ষে এসএসসি পাস। বেতন ৩৫০ জেডি। এ ছাড়াও অ্যাসিস্টেন্ট হিউম্যান রিসোর্সেস পদে ৩ জন নারী/পুরুষ নিয়োগ হবে, যোগ্যতা কমপক্ষে এসএসসি পাস। বেতন ৮৫০ জেডি।

আর স্টোর সুপারভাইজার পদে ৫ জন নারী/পুরুষ নিয়োগ হবে, বেতন ৩৫০ জেডি। প্রার্থীদের সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং ২০-৩৫ বছরের মধ্যে হতে হবে। 

চাকরির শর্তাবলি :

(১) দৈনিক ৮ ঘণ্টা ডিউটি, সপ্তাহে ৬ দিন এবং ওভারটাইম (স্বেচ্ছাধীন);

(২) চাকরির চুক্তি ৩ বছর (নবায়নযোগ্য);

(৩) নিয়োগকর্তা কর্তৃক থাকা, খাওয়া ও প্রাথমিক চিকিৎসা এবং যাতায়াত ব্যবস্থা করা হবে;

(৪) চাকরিতে যোগদানের বিমান ভাড়া এবং তিন বছর চাকরি শেষে দেশে ফেরত আসার বিমান ভাড়া নিয়োগকর্তা বহন করবেন;

(৫) যাদের বিরুদ্ধে দেশে বা জর্ডানে কোনো মামলা আছে, তারা নিয়োগের অনুপযুক্ত বলে গণ্য হবেন;

(৬) অন্যান্য শর্ত জর্ডানের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে।

বোয়েসেল-এর সার্ভিস চার্জ ও অন্যান্য খরচ:

নির্বাচিত কর্মীদের বোয়েসেল-এর সার্ভিস চার্জ, বর্হিগমন ট্যাক্স, ১৫% ভ্যাট, বোয়েসেল-এর রেজিস্ট্রেশন ফি, স্মার্টকার্ড ফি, ওয়েজ আর্নার্স কল্যাণ ফি এবং মেডিক্যাল টেস্ট ফি বাবদ সমুদয় খরচ জর্ডানের নিয়োগকারী প্রতিষ্ঠান বহন করবে।

তবে পিডিও প্রশিক্ষণ ফি ৩০৫ টাকা ও ফিঙ্গার প্রিন্ট ফি ২০০ টাকা নির্বাচিত কর্মীদের বহন করতে হবে।
সাক্ষাৎকারের সময় যা অবশ্যই সঙ্গে আনতে হবে :

(১) ৪ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি (ব্যাক গ্রাউন্ড সাদা);

 (২) মূল পাসপোর্ট, একাধিক পাসপোর্ট থাকলে অবশ্যই পাসপোর্ট সঙ্গে নিয়ে আসতে হবে ও মূল পাসপোর্টের ছবিযুক্ত অংশের ৫ (পাঁচ) সেট রঙিন ফটোকপি; 

(৩) শিক্ষাগত/অভিজ্ঞতার সনদ (যদি থাকে);

(৪) বর্তমানে কর্মরত অফিসের পরিচয়পত্র/হাজিরা কার্ড (যদি থাকে);

(৫) ভোটার আইডির কপিসহ উল্লিখিত কাগজপত্র সঙ্গে নিয়ে আগ্রহী প্রার্থীদের আগামী ২৫ আগস্ট সোমবার সকাল ১০ টার মধ্যে সাক্ষাৎকার/টেস্ট প্রদানের জন্য বোয়েসেল (৭ম ফ্লোর), প্রবাসী কল্যাণ ভবন, ৭১-৭২, ইস্কাটন গার্ডেন, রমনা, ঢাকা উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়