শিরোনাম
◈ ২০ শতাংশ পাল্টা শুল্কের চাপ সামলাবে কে: যুক্তরাষ্ট্রের নতুন বাণিজ্যনীতিতে বাংলাদেশের চ্যালেঞ্জ ও সম্ভাবনা ◈ ডলারের বিশ্বায়ন: যেভাবে একটি মুদ্রা বিশ্ব অর্থনীতিকে শাসন করছে ◈ ট্রাম্পের কঠোর অভিবাসন নীতি: চার্টার্ড ফ্লাইটে যুক্তরাষ্ট্র থেকে ফেরত আসছেন আরও ৩০ বাংলাদেশি ◈ যশোরের মনিরামপুরে ডাকাতির প্রস্তুতিকালে যুবদলের চার কর্মী গ্রেফতার ◈ মিয়ানমারের রাজনীতিতে নতুন মোড়, জান্তার ক্ষমতা হস্তান্তর! ◈ ইসরায়েলি নাগরিক সাফাদির সাথে সাক্ষাৎ: স্বীকার করে চাঞ্চল্যকর তথ্য দিলেন নুর (ভিডিও) ◈ জিম্বাবুয়েকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনা‌লে বাংলা‌দেশ ◈ মির্জা আব্বাসের প্রশ্ন: অন্তর্বর্তীকালীন সরকার কি ‘জাতীয় নাগরিক পার্টির’ (এনসিপি) সরকার? ◈ ফার্মেসির পরামর্শে শিশুর ডায়রিয়ায় অ্যান্টিবায়োটিক, গবেষণায় বিপদের ইঙ্গিত ◈ মার্কিন শুল্ক কমলো, যেসব চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

প্রকাশিত : ০৫ জুন, ২০২৫, ০১:২৯ দুপুর
আপডেট : ৩০ জুলাই, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আরাফার দিনের ফজিলত ও করণীয়

জিলহজ মাসের ৯ তারিখ ইয়াওমে আরাফা বা আরাফার দিন। হাদিসের ভাষ্যমতে এই দিনটি আল্লাহর নিকট শ্রেষ্ঠ দিন। হজরত জাবের (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) ইরশাদ করেন, সর্বোত্তম দিন হলো আরাফার দিন। (সহিহ ইবনে হিব্বান)

সহিহ ইবনে হিব্বানের অন্য একটি (হাসান লিগাইরিহি) বর্ণনায় আছে, মহান আল্লাহ আরাফার দিন দুনিয়ার আসমানে অবতরণ করেন, অতঃপর জমিনে বসবাসরীদের নিয়ে আসমানবাসীদের সঙ্গে গর্ব করেন। তিনি বলেন, আমার বান্দাদের দেখ, তারা হজের জন্য এলোমেলো চুল ও ধূলিময় অবস্থায় দূর-দিগন্ত থেকে এসেছে। তারা আমার রহমত আশা করে, অথচ আমার আজাব দেখেনি। সুতরাং এমন কোনো দিন দেখা যায় না যাতে আরাফার দিনের তুলনায় জাহান্নাম থেকে অধিক মুক্তি পায়। (সহিহ ইবনে হিব্বান)

পবিত্র আরাফার দিন প্রতিটি মুসলমানের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। নিম্নে তার কিছু ফজিলত তুলে ধরা হলো;

হজের প্রধান রুকন : হজ এমন একটি ইবাদত, যা মহান আল্লাহর কাছে কবুল হলে মানুষ নবজাতক শিশুর মতো নিষ্পাপ হয়ে যায়। এর প্রতিদান জান্নাত। সে হজ বলা হয়, মূলত আরাফার দিন আরাফার ময়দানে অবস্থানকে। এটা হজের মৌলিক রোকন। আবদুর রহমান ইবন ইয়ামুর (রা.) বলেন, আমি রাসুলুল্লাহ (সা.)-এর কাছে উপস্থিত ছিলাম। এমন সময় তাঁর কাছে কয়েকজন লোক এসে তাঁকে হজ সম্বন্ধে জিজ্ঞাসা করলে রাসুলুল্লাহ (সা.) বলেন, আরাফাই হজ হলো (অর্থাৎ আরাফার ময়দানে অবস্থান করার নামই হজ)। অতএব যে ব্যক্তি আরাফার পরবর্তী রাত পেয়েছে মুযদালিফার রাতের (দিনের) ফজর উদয়ের পূর্বে, তার হজ পূর্ণ হয়েছে। (নাসায়ি, হাদিস : ৩০১৬)

জাহান্নাম থেকে মুক্তির দিন : মুমিনের জন্য এই দিনটি শ্রেষ্ঠ দিন। কারণ এই দিন বহু সংখ্যক মানুষকে মহান আল্লাহ ক্ষমা করে দেন। হাদিস শরীফে ইরশাদ হয়েছে, সাঈদ ইবনুল মুসাইয়্যাব (রহ.) বলেন, আয়েশা (রা.) বলেছেন, রাসুলুল্লাহ (সা.) বলেন, 'আরাফাহ দিবসের তুলনায় এমন কোনো দিন নেই- যেদিন আল্লাহ তাআলা সর্বাধিক লোককে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করেন। আল্লাহ তাআলা নিকটবর্তী হন, অতঃপর বান্দাদের সম্পর্কে ফেরেশতাদের সামনে গৌরবে করেন এবং বলেন, তারা কী উদ্দেশে সমবেত হয়েছে (বা তারা কী চায়)? (মুসলিম, হাদিস : ৩১৭৯)

এই দিনে ইসলাম পূর্ণতা পেয়েছে : পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, 'আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পূর্ণ করলাম এবং তোমাদের উপর আমার নিয়ামত সম্পূর্ণ করলাম এবং তোমাদের জন্য দ্বীন হিসেবে পছন্দ করলাম ইসলামকে। (সুরা মায়েদা, আয়াত : ৩)

হাদিসের ভাষ্যমতে, এই আয়াতটি অবতীর্ণ হয়েছে আরাফার দিনে। (তিরমিজি, হাদিস : ৩০৪৪)

এই দিনের রোজায় গুনাহ মাফ হয় : আরাফার দিন বছরের শ্রেষ্ঠ দিনগুলোর একটি। এই দিনের রোজাও বিশেষ ফজিলত বহন করেন। হাদিসের ভাষ্যমতে এই দিনের রোজার মাধ্যমে আগে পরের দুই বছরের গুনাহ মাফ হয়ে যায়। প্রিয় নবীজি (সা.) ইরশাদ হয়েছে, 'আর আরাফার দিবসের রোজা সম্পর্কে আমি আল্লাহর কাছে আশাবাদী যে, তাতে পূর্ববর্তী বছর ও পরবর্তী বছরের গুনাহের ক্ষতিপূরণ হয়ে যাবে।' (মুসলিম, হাদিস : ২৬৩৬)

দোয়া কবুলের দিন : আরাফার দিন দোয়া কবুলের দিন। তাই নবীজি (সা.) এই দিনকে দোয়ার উত্তম দিন বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেছেন, আরাফার দিনের দোয়াই উত্তম দোয়া। (তিরমিজি, হাদিস : ৩৫৮৫)

অতএব প্রতিটি মুসলমানের উচিত, এই দিনে মহান আল্লাহকে খুশি করার (সাধ্যমতো) সব পন্থা অবলম্বন করা। রোজা রাখা। বেশি বেশি দোয়া-জিকির ও তাওবা ইসে্তগফার করা। তাকবিরে তাশরিকের আমল করা।  

 মোবারক এই দিনে যেন গুনাহ সংঘটিত না হয়ে যায়, সে ব্যাপারে সজাগ থাকার চেষ্টা করা। মহান আল্লাহ আমাদের সবাকে আমল করার তাওফিক দান করুন। আমিন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়