শিরোনাম
◈ ২০ শতাংশ পাল্টা শুল্কের চাপ সামলাবে কে: যুক্তরাষ্ট্রের নতুন বাণিজ্যনীতিতে বাংলাদেশের চ্যালেঞ্জ ও সম্ভাবনা ◈ ডলারের বিশ্বায়ন: যেভাবে একটি মুদ্রা বিশ্ব অর্থনীতিকে শাসন করছে ◈ ট্রাম্পের কঠোর অভিবাসন নীতি: চার্টার্ড ফ্লাইটে যুক্তরাষ্ট্র থেকে ফেরত আসছেন আরও ৩০ বাংলাদেশি ◈ যশোরের মনিরামপুরে ডাকাতির প্রস্তুতিকালে যুবদলের চার কর্মী গ্রেফতার ◈ মিয়ানমারের রাজনীতিতে নতুন মোড়, জান্তার ক্ষমতা হস্তান্তর! ◈ ইসরায়েলি নাগরিক সাফাদির সাথে সাক্ষাৎ: স্বীকার করে চাঞ্চল্যকর তথ্য দিলেন নুর (ভিডিও) ◈ জিম্বাবুয়েকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনা‌লে বাংলা‌দেশ ◈ মির্জা আব্বাসের প্রশ্ন: অন্তর্বর্তীকালীন সরকার কি ‘জাতীয় নাগরিক পার্টির’ (এনসিপি) সরকার? ◈ ফার্মেসির পরামর্শে শিশুর ডায়রিয়ায় অ্যান্টিবায়োটিক, গবেষণায় বিপদের ইঙ্গিত ◈ মার্কিন শুল্ক কমলো, যেসব চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

প্রকাশিত : ১৬ মে, ২০২৫, ১২:৫৪ দুপুর
আপডেট : ২৫ জুলাই, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আল্লাহ মানুষের যেসব গুণ পছন্দ করেন

কিছু গুণ বা গুণের অধিকারী মানুষকে মহান আল্লাহ ভালোবাসেন। আবার এমন কিছু দোষ আছে, যেসবের অধিকারী মানুষকে আল্লাহ ভালোবাসেন না। উভয় শ্রেণির মানুষের বিষয়ে পবিত্র কোরআনে বর্ণনা আছে।

মহান আল্লাহ মানুষের যেসব গুণাবলী পছন্দ করেন তা হলো—

১.  নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন।

(সুরা : বাকারাহ, আয়াত : ১৯৫)
২.  নিশ্চয়ই আল্লাহ তাওবাকারীদের ভালোবাসেন এবং যারা পবিত্রতা অর্জন করে তাদেরও ভালোবাসেন।    (সুরা : বাকারাহ, আয়াত : ২২২)

৩.  আল্লাহ মুত্তাকিদের ভালোবাসেন। (সুরা : আলে ইমরান, আয়াত : ৭৬)

৪.  আল্লাহ মহৎ কর্মীদের ভালোবাসেন।  (সুরা : আলে ইমরান, আয়াত : ১৩৪)

৫.  আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন।

 (সুরা : আলে ইমরান, আয়াত : ১৪৬)
৬.  আল্লাহ উত্তম আচরণকারীদের ভালোবাসেন।  (সুরা : আলে ইমরান, আয়াত : ১৪৮)

৭.  আল্লাহ তাঁর ওপর ভরসাকারীদের ভালোবাসেন।(সুরা : আলে ইমরান, আয়াত : ১৫৯)

৮.  আল্লাহ সদাচরণকারীদের ভালোবাসেন। (সুরা : মায়িদা, আয়াত : ১৩)

৯.  আল্লাহ ন্যায়পরায়ণদের ভালোবাসেন।

(সুরা : মায়িদা, আয়াত : ৪২)
১০. আল্লাহ সহানুভূতিশীলদের ভালোবাসেন। (সুরা : মায়িদা, আয়াত : ৯৩)

১১. আল্লাহ খোদাভীরুদের ভালোবাসেন।   (সুরা : তাওবা, আয়াত : ৪)

১২. আল্লাহ পরহেজগারদের ভালোবাসেন। (সুরা : তাওবা, আয়াত : ৭)

১৩. আল্লাহ পরিশুদ্ধকারীদের ভালোবাসেন। (সুরা : তাওবা, আয়াত : ১০৮)

১৪. আল্লাহ ইনসাফকারীদের ভালোবাসেন।

(সুরা : হুজুরাত, আয়াত : ৯)
১৫. আল্লাহ ন্যায়নিষ্ঠদের ভালোবাসেন।(সুরা : মুমতাহিনা, আয়াত : ৮)

১৬. আল্লাহ তাদের ভালোবাসেন, যারা তাঁর রাস্তায় সিসাঢালা প্রাচীরের মতো সারিবদ্ধ হয়ে লড়াই করে।(সুরা : সফ, আয়াত : ৪)

যেসব দোষ আল্লাহ অপছন্দ করেন

১.  আল্লাহ সীমা লঙ্ঘনকারীদের অপছন্দ করেন। (সুরা : বাকারাহ, আয়াত : ১৯০)

২.  আল্লাহ বিশৃঙ্খলাকারীদের অপছন্দ করেন। (সুরা : বাকারাহ, আয়াত : ২০৫)

৩.  আল্লাহ প্রত্যেক অকৃতজ্ঞ পাপীকে অপছন্দ করেন। (সুরা : বাকারাহ, আয়াত : ২৭৬)

৪.  আল্লাহ কাফিরদের অপছন্দ করেন।(সুরা : আলে ইমরান, আয়াত : ৩২)

৫.  আল্লাহ জালিমদের অপছন্দ করেন।(সুরা : আলে ইমরান, আয়াত : ৫৭)

৬.  আল্লাহ অবিচারকারীদের অপছন্দ করেন। (সুরা : আলে ইমরান, আয়াত : ১৪০)

৭.  আল্লাহ প্রত্যেক অহংকারী আর দাম্ভিককে অপছন্দ করেন।(সুরা : নিসা, আয়াত : ৩৬)

৮.  আল্লাহ প্রত্যেক খেয়ানতকারী পাপীকেও অপছন্দ করেন।(সুরা : নিসা, আয়াত : ১০৭)

৯.  আল্লাহ ফাসাদ সৃষ্টিকারীদের অপছন্দ করেন। (সুরা : মায়িদা, আয়াত : ৬৪)

১০. আল্লাহ অতিরঞ্জনকারীদের অপছন্দ করেন। (সুরা : মায়িদা, আয়াত : ৮৭)

১১. আল্লাহ আত্মসাৎকারীদের অপছন্দ করেন। (সুরা : মায়িদা, আয়াত : ৫৮)

১২. আল্লাহ প্রত্যেক বিশ্বাসঘাতক ও অকৃতজ্ঞকে অপছন্দ করেন।(সুুরা : হজ, আয়াত : ৩৪)

১৩. আল্লাহ আত্মসন্তুষ্ট লোকদের অপছন্দ করেন। (সুরা : কাসাস, আয়াত : ৭৬)

১৪. আল্লাহ বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের অপছন্দ করেন। (সুরা : কাসাস, আয়াত : ৭৭)

১৫. আল্লাহ অহংকারী ও দাম্ভিকদের অপছন্দ করেন। (সুরা : লুকমান, আয়াত : ১৮)

১৬. আল্লাহ উদ্ধত অহংকারী ব্যক্তিদের অপছন্দ করেন। (সুরা : হাদিদ, আয়াত : ২৩)

  • সর্বশেষ
  • জনপ্রিয়