শিরোনাম
◈ ২০ শতাংশ পাল্টা শুল্কের চাপ সামলাবে কে: যুক্তরাষ্ট্রের নতুন বাণিজ্যনীতিতে বাংলাদেশের চ্যালেঞ্জ ও সম্ভাবনা ◈ ডলারের বিশ্বায়ন: যেভাবে একটি মুদ্রা বিশ্ব অর্থনীতিকে শাসন করছে ◈ ট্রাম্পের কঠোর অভিবাসন নীতি: চার্টার্ড ফ্লাইটে যুক্তরাষ্ট্র থেকে ফেরত আসছেন আরও ৩০ বাংলাদেশি ◈ যশোরের মনিরামপুরে ডাকাতির প্রস্তুতিকালে যুবদলের চার কর্মী গ্রেফতার ◈ মিয়ানমারের রাজনীতিতে নতুন মোড়, জান্তার ক্ষমতা হস্তান্তর! ◈ ইসরায়েলি নাগরিক সাফাদির সাথে সাক্ষাৎ: স্বীকার করে চাঞ্চল্যকর তথ্য দিলেন নুর (ভিডিও) ◈ জিম্বাবুয়েকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনা‌লে বাংলা‌দেশ ◈ মির্জা আব্বাসের প্রশ্ন: অন্তর্বর্তীকালীন সরকার কি ‘জাতীয় নাগরিক পার্টির’ (এনসিপি) সরকার? ◈ ফার্মেসির পরামর্শে শিশুর ডায়রিয়ায় অ্যান্টিবায়োটিক, গবেষণায় বিপদের ইঙ্গিত ◈ মার্কিন শুল্ক কমলো, যেসব চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

প্রকাশিত : ০৫ মে, ২০২৫, ১২:৫৫ রাত
আপডেট : ৩০ জুলাই, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিথ্যা সংবাদ প্রচার করলে যে গুনাহ!

সত্যে মুক্তি। মিথ্যা আনে বিপদ। মিথ্যাকে বলা হয় সব পাপের মূল। যুগে যুগে আল্লাহ তাআলা সত্যবাদীদের করেছেন পুরস্কৃত। আর মিথ্যাবাদীদের ধ্বংস করেছেন। পবিত্র কোরআনে এসেছে, ‘অতঃপর আমরা সবাই (আল্লাহর কাছে) এ মর্মে প্রার্থনা করি যে—মিথ্যুকদের ওপর আল্লাহর লানত পতিত হোক।’ (সুরা আলে ইমরান: ৬১)। অন্য আয়াতে এসেছে, ‘(অনুমানভিত্তিক) মিথ্যাচারীরা ধ্বংস হোক’ (সুরা জারিয়াত: ১০)

নবী করিম (সা.) বলেন, ‘...কোনো ব্যক্তি সব সময় মিথ্যা কথা এবং মিথ্যার অনুসন্ধানী হলে—সে শেষ পর্যন্ত আল্লাহর কাছে মিথ্যাবাদীরূপে পরিগণিত হয়।’ (সহিহ্ মুসলিম: ২৬০৭)

সময়ের ব্যবধানে প্রযুক্তি এখন হাতের মুঠোয়। সবার হাতেই বিশ্বের খবরাখবর। প্রযুক্তির এই সহজতায় যেকোনো সংবাদ পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে দেওয়া যায় মুহূর্তেই। সত্য সংবাদ মানুষের সামনে উপস্থাপন করা একধরনের সেবা। এর মাধ্যমে মানুষ সচেতন হতে পারে, নিজের জ্ঞান সমৃদ্ধ করতে পারে, ভেবেচিন্তে চলতে পারে। তবে এ প্রযুক্তি ব্যবহার করে মিথ্যা সংবাদ প্রচার করাও সহজ।

এ ক্ষেত্রে সাবধানতার বিষয় হলো—মিথ্যা বলা, মিথ্যা সংবাদ প্রচার করা কঠিন গুনাহের কাজ। তাই যেকোনো তথ্য পেলেই তা ভালোভাবে যাচাই না করে বিশ্বাস করা উচিত নয়। মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়াও উচিত নয়। গণমাধ্যমসহ সবাইকে এ বিষয়ে সচেতনতার পরিচয় দেওয়াই কাম্য।

আল্লাহ তাআলা বলেন, ‘হে মোমিনগণ, কোনো পাপাচারী যদি তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে—তাহলে তার সত্যতা যাচাই করে লও। তা না হলে তোমরা অজ্ঞতাবশত কোনো সম্প্রদায়ের ক্ষতি করে বসবে। অতঃপর তোমরা যা করেছ সে জন্য তোমাদের অনুতপ্ত হতে হবে।’ (সুরা হুজুরাত: ৬)

এ ছাড়া নবী করিম (সা.) বলেন, ‘কোনো লোকের মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে, সে যা শোনে (যাচাই না করে) তা-ই বলে বেড়ায়।’ (সহিহ্ মুসলিম: ৫)

তাই যেকোনো কথা বা সংবাদ প্রচার করার আগে যাচাই-বাছাই করা একান্ত জরুরি। সূত্র: আজকের পত্রিকা

  • সর্বশেষ
  • জনপ্রিয়