শিরোনাম
◈ ২০ শতাংশ পাল্টা শুল্কের চাপ সামলাবে কে: যুক্তরাষ্ট্রের নতুন বাণিজ্যনীতিতে বাংলাদেশের চ্যালেঞ্জ ও সম্ভাবনা ◈ ডলারের বিশ্বায়ন: যেভাবে একটি মুদ্রা বিশ্ব অর্থনীতিকে শাসন করছে ◈ ট্রাম্পের কঠোর অভিবাসন নীতি: চার্টার্ড ফ্লাইটে যুক্তরাষ্ট্র থেকে ফেরত আসছেন আরও ৩০ বাংলাদেশি ◈ যশোরের মনিরামপুরে ডাকাতির প্রস্তুতিকালে যুবদলের চার কর্মী গ্রেফতার ◈ মিয়ানমারের রাজনীতিতে নতুন মোড়, জান্তার ক্ষমতা হস্তান্তর! ◈ ইসরায়েলি নাগরিক সাফাদির সাথে সাক্ষাৎ: স্বীকার করে চাঞ্চল্যকর তথ্য দিলেন নুর (ভিডিও) ◈ জিম্বাবুয়েকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনা‌লে বাংলা‌দেশ ◈ মির্জা আব্বাসের প্রশ্ন: অন্তর্বর্তীকালীন সরকার কি ‘জাতীয় নাগরিক পার্টির’ (এনসিপি) সরকার? ◈ ফার্মেসির পরামর্শে শিশুর ডায়রিয়ায় অ্যান্টিবায়োটিক, গবেষণায় বিপদের ইঙ্গিত ◈ মার্কিন শুল্ক কমলো, যেসব চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

প্রকাশিত : ০২ মে, ২০২৫, ০২:৫৭ দুপুর
আপডেট : ১৭ জুলাই, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অনুমোদনহীন হজ পালনে বিরত থাকার আহ্বান ধর্ম মন্ত্রণালয়ের

চলতি হজ মৌসুমে পারমিট ছাড়া হজ পালনে বিরত থাকতে বাংলাদেশি নাগরিকদের প্রতি অনুরোধ জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। হজ ব্যবস্থাপনায় শৃঙ্খলা বজায় রাখা, হজযাত্রীদের কল্যাণ এবং সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অটুট রাখার স্বার্থে এই আহ্বান জানানো হয়েছে।

শুক্রবার (২ মে) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীক স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে জানানো হয়েছে, হজের অনুমতি না থাকলে কেউ যেন ভিজিট ভিসায় মক্কা বা পবিত্র স্থানগুলোতে না যান। একইসঙ্গে ভিজিট ভিসাধারীদের হজ পালনে পৃষ্ঠপোষকতা করা, তাদের পরিবহন, আবাসন বা হজ এলাকায় প্রবেশে সহায়তা করা থেকেও বিরত থাকতে বলা হয়েছে।

এ বছর হজ ব্যবস্থায় ভিড় নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিশ্চিত করতে নতুন নিয়ম জারি করেছে সৌদি সরকার। এসব নিয়ম অনুযায়ী, শুধুমাত্র বৈধ হজ পারমিট, মক্কায় নিবন্ধিত বসবাসের বৈধ কাগজপত্র (ইকামা) এবং নির্ধারিত কর্তৃপক্ষের অনুমতি থাকলেই কেউ মক্কায় প্রবেশ করতে পারবেন।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পারমিট ছাড়া হজ পালনের চেষ্টা করলে ২০ হাজার সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হবে। কেউ যদি এতে সহায়তা করে, তবে সেই জরিমানার পরিমাণ এক লাখ রিয়াল পর্যন্ত হতে পারে। এমনকি আদালতের আদেশে সহায়তাকারীর যানবাহনও বাজেয়াপ্ত করা হতে পারে।

আর কোনো বিদেশি নাগরিক যদি বৈধ অনুমতি ছাড়াই হজ পালন করেন বা নির্ধারিত সময়ের বেশি সৌদি আরবে অবস্থান করেন, তাকে দেশে ফেরত পাঠানো হবে এবং পরবর্তী ১০ বছর সৌদি আরবে প্রবেশ নিষিদ্ধ থাকবে। এই বিধান আগামী ১০ জুন পর্যন্ত, অর্থাৎ জিলকদ মাসের ১ তারিখ থেকে জিলহজ মাসের ১৪ তারিখ পর্যন্ত কার্যকর থাকবে।

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, সৌদি সরকারের নির্দেশনা মেনে চলা হজ ব্যবস্থাপনার একটি অপরিহার্য অংশ। তিনি বলেন, প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্স বাংলাদেশের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং হজ বিষয়ে অননুমোদিত কার্যকলাপ সৌদি-বাংলাদেশ সম্পর্কেও বিরূপ প্রভাব ফেলতে পারে।

ধর্ম সচিব একেএম আফতাব হোসেন প্রামানিক বলেন, হজ একটি দ্বি-রাষ্ট্রীয় ও সমন্বিত টিমওয়ার্কের ফল। এতে সৌদি আরব মুখ্য ভূমিকা পালন করে থাকে। তাই হজের সফল বাস্তবায়নে তাদের আইন-কানুন মেনে চলা জরুরি। তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশি নাগরিকরা এসব নিয়ম যথাযথভাবে অনুসরণ করবে এবং ২০২৫ সালে সফল হজ ব্যবস্থাপনার মাধ্যমে বাংলাদেশের সম্মান আরও বৃদ্ধি পাবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়