শিরোনাম
◈ ব্যাটিং-‌বো‌লিং‌য়ে ব্যর্থ সাকিব আল হাসান, হারলো তার দল অ্যান্টিগা ◈ ফলের স্বাদ কেমন- আমার ছেলেটা জানে না, গাজার দুর্ভিক্ষ বর্ণনা করেছেন এক মা ◈ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের ময়নাতদন্ত সম্পন্ন, মেলেনি আঘাতের চিহ্ন ◈ সাবেক সমন্বয়ক চাকরি হারালেন ছাত্রীদের ‘কুপ্রস্তাব’ দেওয়ার অভিযোগে ◈ কোনো ষড়যন্ত্র নির্বাচন বানচাল করতে পারবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ টানা ৫ দিন যেসব জেলায় বৃষ্টির আভাস ◈ ড. ইউনূসের কারণে বিশেষ সুবিধা পেয়েছে বাংলাদেশ : প্রেস সচিব ◈ ব্যালট বাক্স দখলের স্বপ্নভঙ্গ হবে, অনিয়মে কেন্দ্রের ভোট বাতিল: প্রধান নির্বাচন কমিশনার ◈ হজ ও ওমরাহ পালন: তালিকা যাচাই ছাড়া কোনো এজেন্সিকে অর্থ না দেওয়ার অনুরোধ ◈ ধেয়ে আসছে অতি ভারী বৃষ্টিবলয়, তলিয়ে যেতে পারে ১০ জেলা (ভিডিও)

প্রকাশিত : ২৩ আগস্ট, ২০২৫, ১১:১২ দুপুর
আপডেট : ২৩ আগস্ট, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিউ ইয়র্কে পর্যটনবাহী বাস খাদে পড়ে নিহত ৫

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এক পর্যটকবাহী বাস উল্টে পাঁচ যাত্রী নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, তারা নায়াগ্রা জলপ্রপাত থেকে নিউ ইয়র্ক সিটিতে ফেরার সময় ওই দুর্ঘটনা ঘটে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে বলা হয়েছে, ওই বাসের বেশিরভাগ পর্যটকই ছিলেন ভারত, চীন ও ফিলিপাইনের নাগরিক।

নিউ ইয়র্ক গভর্নর ক্যাথি হোচুল বলেছেন, স্থানীয় কর্মকর্তারা উদ্ধার কাজ অব্যাহত রেখেছেন। ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স ও হেলিকপ্টার পাঠানো হয়েছে। বাসে থাকা যাত্রীদের বয়স ১-৭৪ বছর। বাসটি দুর্ঘটনার কবলে পড়ার সঙ্গে সঙ্গে কিছু যাত্রী ছিটকে পড়েন। বাকিরা কয়েক ঘণ্টা ধরে ভেতরে আটকা ছিলেন। পুলিশ জানিয়েছে, ধারণা করা হচ্ছে বেশিরভাগ যাত্রীরই সিট বেল্ট পরা ছিলো না।

নিউ ইয়র্ক স্টেট পুলিশের ট্রুপ কমান্ডার অ্যান্ড্রে রে বলেছেন, ঘটনা কারণ তদন্ত করা হচ্ছে। এ পর্যন্ত কোনো অভিযোগ গঠন করা হয়নি। নায়াগ্রা জলপ্রপাত থেকে ৪০ মাইল দূরে ওই দুর্ঘটনা ঘটেছে। যা কিনা যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্তের কাছে একটি পর্যটন কেন্দ্র। পুলিশ জানিয়েছে, বাসটি পূর্বদিকে যাচ্ছিলো এবং নিয়ন্ত্রণ হারিয়ে একটি খাদে পড়ে যায়। বাসে বেশ কয়েকজন শিশু ছিলো। ২৪ জন প্রাপ্ত বয়স্ক রোগীকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, আশা করা হচ্ছে তারা দ্রুত সুস্থ হয়ে উঠবেন।

এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, সড়কের চারপাশে কাঁচ ও মানুষের জিনিসপত্র পড়ে ছিলো। জানালাগুলো ভাঙা ছিলো। কানেক্ট লাইফ নামের রক্ত সরবরাহকারী সংস্থা সবার প্রতি রক্ত দানের আহ্বান জানিয়েছেন । সংস্থাটির মুখপাত্র সারাহ দিনা বলেছেন, আমাদের কমিউনিটি একটি সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। আরও বলেছেন, আপনার একটি উদ্যোগ মানুষের প্রাণ বাঁচাতে পারে। এদিকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে এমন শিশু ও তাদের পরিবারতে একত্রীকরণে একটি পারিবারিক পুনর্মিলন কেন্দ্র খুলেছে রেড ক্রিসেন্ট স্যোসাইটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়