শিরোনাম
◈ আমিরাতে ভিসা সংকটে বাংলাদেশি কর্মীরা: অনিশ্চয়তায় কর্মসংস্থান ও রেমিট্যান্স প্রবাহ ◈ কিশোরগঞ্জে যুবদলের দুই পক্ষের সংঘর্ষে  যুবক নিহত আহত ৩০ ◈ সাড়ে ১৩ লাখ রোহিঙ্গার বোঝা—সমাধান খুঁজতে কক্সবাজারে সম্মেলন ◈ ২০১৮ সালের নির্বাচনের বদনাম ঘোচাতে চায় পুলিশ: ডিএমপি কমিশনার ◈ নেপালে মার্কিন কর্মকর্তার সঙ্গে বৈঠকের প্রচার, তাসনিম জারার ব্যাখ্যা ◈ জীবনের শেষ চিঠিতে যা লিখে গেছেন বিভুরঞ্জন ◈ দুবাইয়ে কোটিপতিদের স্রোত: কারণ কী?” ◈ বেনাপোল বন্দরে প্রথম চালানে ৩১৫ টন চাল আমদানি  ◈ মেঘনায় উদ্ধার হওয়া লাশটি সাংবাদিক বিভুরঞ্জনের, নিশ্চিত করলেন স্বজনেরা ◈ জুলাই সনদ নিয়ে মতামত দিয়েছে ২৩টি দল

প্রকাশিত : ২৩ আগস্ট, ২০২৫, ০২:২৯ রাত
আপডেট : ২৩ আগস্ট, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জন্মনিয়ন্ত্রণ পিলের দাম দিতে গিয়ে যেভাবে ফাঁস হলো স্বামীর পরকীয়া

জন্মনিয়ন্ত্রণ পিল কিনতে গিয়ে চীনের গুয়াংডন প্রদেশে এক ব্যক্তির গোপন পরকীয়া ফাঁস হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে ইয়াংজিয়াং শহরে। স্থানীয় সংবাদমাধ্যম ও সাউথ চায়না মর্নিং পোস্ট জানায়, ওই ব্যক্তি একটি ফার্মেসি থেকে জন্মনিয়ন্ত্রণ পিল কিনতে যান। খবর এনডিটিভি

১৫.৮ ইউয়ান মোবাইল পেমেন্ট করতে গিয়ে সমস্যায় পড়েন তিনি। পরে ফার্মেসির কর্মীরা তার মেম্বারশিপ কার্ডে থাকা নম্বরে ফোন দেন। দুর্ভাগ্যবশত, সেই ফোন যায় তার স্ত্রীর মোবাইলে। স্ত্রী ফোন ধরে জানতে চান কী কেনা হচ্ছে। উত্তরে ফার্মেসির কর্মীরা জানান, জন্মনিয়ন্ত্রণ পিল। এতে সঙ্গে সঙ্গেই স্বামীর পরকীয়ার তথ্য জেনে ফেলেন স্ত্রী।

ঘটনায় বিব্রত ওই ব্যক্তি অভিযোগ করেন, ফার্মেসির ভুলেই তার ব্যক্তিগত গোপনীয়তা ভঙ্গ হয়েছে। তিনি ওষুধ কেনার রসিদসহ একটি পুলিশ রিপোর্ট জমা দিয়েছেন।

তবে আইন বিশেষজ্ঞ ফু জিয়ান বলেন, পারিবারিক ভাঙনের মূল কারণ ওই ব্যক্তির অবিশ্বস্ততাই। যদি সত্যিই ফার্মেসি তার গোপনীয়তা লঙ্ঘন করে থাকে, তবে প্রমাণ হাজির করতে হবে। তবে এটি প্রমাণ করা কঠিন হবে, কারণ ফার্মেসির ফোনকল বৈধ ছিল এবং ইচ্ছাকৃতভাবে তথ্য ফাঁসের উদ্দেশ্য ছিল না।

এর আগে, চীনেরই আরেকটি ঘটনায় এক নারী তার স্বামীর ভাড়া করা অ্যাপার্টমেন্টে গোপন ক্যামেরা বসিয়ে তার পরকীয়া ধরেন। পরে ভিডিও অনলাইনে ছড়িয়ে দেওয়ায় আদালত ওই নারীকে ভিডিও মুছে ফেলার নির্দেশ দেয়। তবে অন্য স্ত্রীকে ক্ষতিপূরণ বা ক্ষমা প্রার্থনার আবেদন খারিজ করে দেয়। ঘটনাটি এখন সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়