মার্কিন গোয়েন্দা সংস্থার ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকার প্রথম দশে নাম ছিল সিন্ডি রদ্রিগেজ সিং-এর। বছর দুয়েক আগে নিজের ছ’বছরের সন্তানকে খুনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সেই থেকে ভারতে আত্মগোপন করেছিলেন সিন্ডি। মার্কিন মুলুকের টেক্সাসের সেই অভিযুক্তকে বৃহস্পতিবার গ্রেফতার করলো এফবিআই।
২০২৩ সালের ২০ মার্চ নিজের ছেলেকে খুনের ঘটনায় নাম জড়ায় সিন্ডির। এর পরেই স্বামী ও বাকি সন্তানদের নিয়ে আমেরিকা ছেড়ে পালিয়ে যান তিনি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সিন্ডির ছ’বছরের ছেলে নোয়েলের স্বাস্থ্য ও মানসিক বিকাশগত নানা সমস্যা ছিল। ফুসফুস ও হাড়সংক্রান্ত একাধিক রোগেও ভুগছিল শিশুটি। ২০২২ সালের অক্টোবর থেকে ছ’বছরের শিশুটিকে আর দেখা যায়নি। খবর পেয়েই তৎপর হয় টেক্সাস পুলিশ। দৈনিক পত্রিকা সাবস্ক্রিপশনভিটামিন ও সাপ্লিমেন্ট কিনুন
সিন্ডি জানান, তার ছেলে নিজের জৈবিক পিতার সঙ্গে মেক্সিকোতে রয়েছে। এর ঠিক দু’দিনের মাথায়, ২০২৩ সালের ২২শে মার্চ স্বামী এবং ছয় সন্তানের সঙ্গে ভারতে যাওয়ার একটি আন্তর্জাতিক বিমানে উঠতে দেখা গিয়েছিল সিন্ডিকে। সেই থেকে আর খোঁজ মেলেনি তার। ১০ বছরের কম বয়সি কাউকে খুনের অপরাধে টেক্সাস স্টেট পরোয়ানা এবং গ্রেফতারি এড়াতে পালিয়ে বেড়ানোর অভিযোগে ফেডারেল পরোয়ানা জারি করা হয়েছিল সিন্ডির বিরুদ্ধে। ২০২৪ সালের অক্টোবর মাসে তার বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করে ইন্টারপোল। তাছাড়া, ভারত সরকারের কাছে সিন্ডিকে প্রত্যর্পণের আবেদনও জানানো হয়। এ বার ধরা পড়লেন সেই যুবতী।
সংবাদমাধ্যম ফক্স নিউজ সূত্রে জানা গিয়েছে, আমেরিকায় উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে সিন্ডিকে। শীঘ্রই তাকে টেক্সাসে ফেরত পাঠিয়ে বিচারপ্রক্রিয়ার আওতায় আনা হবে।
গোটা ঘটনায় ইন্টারপোল এবং ভারতকে ধন্যবাদ জানিয়েছেন এফবিআই-এর ডিরেক্টর কাশ প্যাটেল। নিজের এক্স হ্যান্ডলে এফবিআই প্রধান লেখেন, ‘‘আমাদের সহযোগিতা করার জন্য টেক্সাসের পুলিশকর্তাদের, মার্কিন বিচারবিভাগ এবং ভারতকে ধন্যবাদ। এফবিআই ডালাস এবং এফবিআই নিউ ইয়র্কও অসাধারণ কাজ করেছে!’’ সূত্র : ফক্স নিউজ