পার্সটুডে: মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ সম্প্রতি এক প্রতিবেদনে জানিয়েছে যে, তেল আবিবের তেহরানের সঙ্গে ১২ দিনের যুদ্ধ ইসরাইলের অর্থনীতিকে মারাত্মকভাবে প্রভাবিত করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সঙ্গে যুদ্ধ এবং গাজায় চলমান সামরিক অভিযানের কারণে ইসরাইলের অর্থনীতি মন্দা ও বড় ধরণের পতনের মুখে পড়েছে।
পার্সটুডে জানিয়েছে, ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, বার্ষিক ভিত্তিতে ইসরায়েলের জিডিপি ৩.৫% হ্রাস পেয়েছে। এই যুদ্ধে সবচেয়ে বড় ধাক্কা লেগেছে ব্যক্তিগত খরচে, যা ৪.১ শতাংশ কমে গেছে। একই সঙ্গে, মোট স্থায়ী মূলধন গঠনও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এতে ১২.৩ শতাংশ পতন ঘটেছে।
ব্লুমবার্গ আরও জানায়, ইরানি হামলার ফলে ইসরাইলের ব্যবসায়িক খাতও ভয়াবহ ধাক্কা খেয়েছে এবং সংশ্লিষ্ট জিডিপি ৬.২ শতাংশ কমে গেছে।
প্রতিবেদনের শেষে ব্লুমবার্গ লিখেছে, ইসরাইলি অর্থনীতি বর্তমানে আগের যেকোনো সময়ের তুলনায় বেশি চাপের মুখে রয়েছে। নিজেদের যুদ্ধবাজ নীতির কারণে দেশটির সামষ্টিক অর্থনৈতিক সূচকগুলো ধারাবাহিকভাবে নিম্নমুখী, আর এর ফলে ইসরাইলের অর্থনৈতিক ভবিষ্যৎ ক্রমশই অন্ধকারাচ্ছন্ন হয়ে উঠছে।