শিরোনাম
◈ বিতর্কিত নির্বাচন হলে দেশ অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগোবে : সালাহউদ্দিন আহমদ ◈ ডায়াবেটিস রোগীদের জন্য সুখবর: নিয়ন্ত্রিত পরিমাণে আম খাওয়ায় উপকার দেখাল ভারতীয় গবেষণা ◈ ধর্মীয় ভাবগাম্ভীর্যে দেশজুড়ে জন্মাষ্টমী পালন, সম্প্রীতি রক্ষায় সজাগ থাকার আহ্বান প্রধান উপদেষ্টার ◈ কোচিং সেন্টারে মিলল বিপুল অস্ত্র-বিস্ফোরক, ঘিরে রেখেছে সেনাবাহিনী ◈ কোনো চাঁদাবাজকে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের যন্ত্রপাতির মেয়াদ শেষ, চালুতে অনিশ্চয়তা ও অতিরিক্ত ব্যয়ের আশঙ্কা ◈ বছর পেরিয়ে গেলেও প্রকাশ করা হয়নি উপদেষ্টাদের আয় ও সম্পদের হিসাব ◈ কবিরহাটে শেখ মুজিবের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিলে অংশ নেওয়ায় ইমাম-মুয়াজ্জিনসহ ৩ জন আটক ◈ ভারতে চ‌্যা‌ম্পিয়ন্স লিগ খেলতে আস‌ছেন ক্রিশ্চিয়া‌নো রোনাল‌দো ◈ ছাত্রশিবির, গোপন রাজনীতি ও ডাকসু নির্বাচন নিয়ে উত্তপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয়

প্রকাশিত : ১৬ আগস্ট, ২০২৫, ১২:৩১ রাত
আপডেট : ১৬ আগস্ট, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পরোয়ানা থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্রের মাটিতে পুতিনকে কেন গ্রেপ্তার করা হবে না?: বিবিসির প্রতিবেদন

আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) কর্তৃক জারিকৃত গ্রেপ্তারি পরোয়ানা থাকা সত্ত্বেও, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করছেন। বিশ্লেষকদের মতে, আইসিসির এখতিয়ারের বাইরে থাকা একটি স্থান হিসেবেই আলাস্কাকে বেছে নেওয়া হয়েছে।

২০২৩ সালের মার্চে ইউক্রেনে যুদ্ধাপরাধের অভিযোগে আইসিসি পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই পরোয়ানাকে 'ন্যায়সংগত' বলে আখ্যায়িত করলেও, যুক্তরাষ্ট্র আইসিসির সদস্য রাষ্ট্র নয়।

২০০০ সালে তৎকালীন প্রেসিডেন্ট বিল ক্লিনটন রোম সংবিধিতে স্বাক্ষর করেছিলেন, যার মাধ্যমে আইসিসি প্রতিষ্ঠিত হয়। কিন্তু মার্কিন সিনেট কখনো এই চুক্তিকে আইনিভাবে বাধ্যতামূলক করার জন্য অনুমোদন দেয়নি। এর দুই বছর পর, তৎকালীন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ আনুষ্ঠানিকভাবে আইসিসির সঙ্গে যুক্তরাষ্ট্রের সব ধরনের সম্পৃক্ততা বাতিল করেন। তিনি যুক্তি দিয়েছিলেন যে এই প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে।

ফলে, আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা আমেরিকার মাটিতে কার্যকর নয়। উপরন্তু, ট্রাম্প প্রশাসন প্রকাশ্যে আইসিসির প্রতি বৈরিতা পোষণ করে আসছে। আফগানিস্তানে যুদ্ধের সময় মার্কিন সেনাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগের তদন্ত করায় ট্রাম্প প্রশাসন নেদারল্যান্ডসের হেগ শহরে অবস্থিত এই আদালতের বেশ কয়েকজন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল।

উল্লেখ্য, আইসিসির স্বাক্ষরকারী দেশ মঙ্গোলিয়ায় ২০২৩ সালের আগস্টে পুতিন সফর করেছিলেন। সে সময় তাকে গ্রেপ্তারের অনুরোধ করা হলেও দেশটি তা প্রত্যাখ্যান করে এবং এর জন্য কোনো পরিণতির শিকার হয়নি।

চূড়ান্তভাবে, আন্তর্জাতিক আইন তখনই কার্যকর হয়, যখন দেশগুলোর সরকার এবং তাদের নেতারা তা কার্যকর করতে চান। এই ক্ষেত্রে, ডোনাল্ড ট্রাম্প পুতিনের সঙ্গে বৈঠক করতে আগ্রহী, এবং তার পছন্দসই স্থানে এই বৈঠক করার ক্ষেত্রে তাকে আটকানোর মতো কিছু নেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়