লিয়াকত হোসেন জনী, মধুপুর, টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের মধুপুরে বিএনপির নেতার কারখানায় ডাকাতির ঘটনায় ৯ জনকে আটক করা হয়েছে। বুধবার (১৪ মে) দুপুরে টাঙ্গাইল জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান। গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন—মামুন মেকার, মাসুদ, সুরুজ আলী, নাঈম, রাসেল, কাজল ড্রাইভার, রাশেদুল, নান্নু ও বেল্লাল হোসেন।
পুলিশ সুপার জানান, গত ৩ মে মধুপুর উপজেলার মহিষমারা এলাকায় অবস্থিত ‘আনাম গ্রীন ফুয়েল এনার্জি রিসোর্স’ নামক ফ্যাক্টরিতে ডাকাতির ঘটনা ঘটে। ওই দিন রাত ১০টার দিকে বিএনপির কেন্দ্রীয় নেতা ফকির মাহবুব আনাম স্বপনের পক্ষে কারখানার নিরাপত্তা ইনচার্জ তাজুল ইসলাম মধুপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতে মধুপুর থানা পুলিশ ডাকাতদের গ্রেফতারে অভিযান শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় গত মঙ্গলবার (১৩ মে) আশুলিয়ার বলিভদ্র এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি পিকআপ ভ্যান, একটি ২৫০ কেভি ট্রান্সফরমার , ৮০ কেজি তামার তার, ১৬ ফিট মেইন তামার তার, ২০ ফিট জেনারেটরের তামার তার, ১২ ভোল্টের ব্যাটারি এবং ১৪৮ কেজি সিসা উদ্ধার করা হয়।
টাঙ্গাইলের পুলিশ সুপার জানান, এ ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।