শিরোনাম
◈ ৩২ বছর পর হতে যাচ্ছে জাকসু নির্বাচন, তারিখ ঘোষণা ◈ মানবিক করিডর আসলে কী, বিশ্বের কোথায় কতটা কার্যকর? ◈ ভারত-পাকিস্তান যুদ্ধ কি আসন্ন, হুঙ্কার-পাল্টা হুঙ্কার ◈ ব্রাজিলের কোচ হওয়ার স্বপ্ন সফল হ‌লো না আনচেলত্তির, রিয়াল মা‌দ্রিদেই থাক‌তে হ‌চ্ছে ◈ বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীন ◈ উপদেষ্টা আসিফের পদত্যাগ দাবিতে বিক্ষোভ, ব্যানার কেড়ে নেয়ায় ওসির গায়ে হাত তুলতে তেড়ে আসেন বিক্ষোভকারীরা (ভিডিও) ◈ আজ মহান মে দিবস ◈ নতুন আইন হচ্ছে র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে ◈ চলতি মাসে ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬০ কোটি ৭৬ লাখ ডলার ◈ মন্ত্রিপরিষদকে নির্বাচন কমিশনের ১২ প্রস্তাব

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২৫, ০৪:০৭ দুপুর
আপডেট : ৩০ এপ্রিল, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কাশ্মীরে বন্দুক হামলা: মুখ খুলল পাকিস্তান

ভারত অধিকৃত কাশ্মীরের পহেলগামে ভয়াবহ বন্দুক হামলা ও পর্যটক হতাহতের ঘটনায় উদ্বেগ জানিয়েছে পাকিস্তান। বুধবার (২৩ এপ্রিল) পাকিস্তানের পররাষ্ট্র দফতরের এক বিবৃতিতে এই উদ্বেগ জানানো হয়। খবর ডন।

মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল কাশ্মীরের অনন্তনাগ জেলার অন্যতম দর্শনীয় পর্যটনকেন্দ্র পহেলগামে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটে। হামলায় ২৬ জন পর্যটক নিহত হয়। 

 নিহতদের মধ্যে নৌবাহিনীর একজন কর্মকর্তা ও একজন বিদেশি রয়েছেন। আরও বেশ কয়েকজন আহত হন। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে খবরে বলা হয়েছে। পাকিস্তানভিত্তিক জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বা (এলইটি) সংশ্লিষ্ট গোষ্ঠী রেজিস্ট্যান্স ফ্রন্ট (টিআরএফ) এই হামলার দায় স্বীকার করেছে। 

এই হামলার বিষয়ে গণমাধ্যমের এক প্রশ্নের জবাবে পাকিস্তানের পররাষ্ট্র দফতরের মুখপাত্র শাফকাত খান এক বিবৃতিতে বলেন, ‘আমরা অবৈধভাবে দখল করা জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় হামলায় পর্যটকদের প্রাণহানি নিয়ে উদ্বিগ্ন।’
 
তিনি আরও বলেন, ‘আমরা নিহত ব্যক্তিদের স্বজনদের প্রতি সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।’ পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী খুররম দস্তগীর খানও হামলায় প্রাণহানি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এক এক্স পোস্টে তিনি বলেন, ‘নিহত ব্যক্তি ও তাদের পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করি।’
 
ইকোনমিক টাইমসের প্রতিবেদন মতে, পাক প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফও হামলা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেছেন, ‘এ ঘটনার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। আমরা সর্বত্র ও সব ধরনের সন্ত্রাসকে প্রত্যাখ্যান করি।’ 
 
পাক প্রতিরক্ষামন্ত্রী আরও উল্লেখ করেছেন, এই সহিংসতা পাকিস্তানের বেলুচিস্তানে ভারতের হস্তক্ষেপ ও নিজেদের রাজ্যগুলোতে ক্রমবর্ধমান অশান্তির ফলে সৃষ্ট ব্যাপক বিদ্রোহের অংশ।  
 
এদিকে হামলার ঘটনার পর বুধবার (২৩ এপ্রিল) সৌদি আরব থেকে ফেরার পথে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বহনকারী বিমান পাকিস্তানের আকাশপথ এড়িয়ে গেছে। বিপরীতে বিমানটি আরব সাগরের ওপর দিয়ে উড়ে গুজরাট থেকে ভারতের আকাশে প্রবেশ করে। যদিও সৌদিতে যাওয়ার সময় তিনি প্রতিবেশী দেশটির আকাশপথ ব্যবহার করেছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়