শিরোনাম
◈ ৩২ বছর পর হতে যাচ্ছে জাকসু নির্বাচন, তারিখ ঘোষণা ◈ মানবিক করিডর আসলে কী, বিশ্বের কোথায় কতটা কার্যকর? ◈ ভারত-পাকিস্তান যুদ্ধ কি আসন্ন, হুঙ্কার-পাল্টা হুঙ্কার ◈ ব্রাজিলের কোচ হওয়ার স্বপ্ন সফল হ‌লো না আনচেলত্তির, রিয়াল মা‌দ্রিদেই থাক‌তে হ‌চ্ছে ◈ বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীন ◈ উপদেষ্টা আসিফের পদত্যাগ দাবিতে বিক্ষোভ, ব্যানার কেড়ে নেয়ায় ওসির গায়ে হাত তুলতে তেড়ে আসেন বিক্ষোভকারীরা (ভিডিও) ◈ আজ মহান মে দিবস ◈ নতুন আইন হচ্ছে র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে ◈ চলতি মাসে ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬০ কোটি ৭৬ লাখ ডলার ◈ মন্ত্রিপরিষদকে নির্বাচন কমিশনের ১২ প্রস্তাব

প্রকাশিত : ২৬ মার্চ, ২০২৫, ০২:৪৯ দুপুর
আপডেট : ২৯ এপ্রিল, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করায় ভিসা বাতিল বাংলাদেশি নাগরিকের

ভারতের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্যের অভিযোগে পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশে ফেরত পাঠানো হলো এক ব্যক্তিকে। জানা গেছে, মঙ্গলবার পশ্চিমবঙ্গের চ্যাংড়াবান্ধা স্থলবন্দর দিয়ে বাংলাদেশে এক নাগরিক ভারতে আসেন। তার ছেলে ভারতে পড়াশোনা করেন। ছেলের পরীক্ষা শেষ। সেই কারণে তাকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে যাওয়ার তিনি জন্য এসেছিলেন। কিন্তু এ দেশে এসে এখানকার সম্বন্ধেই আপত্তিকর মন্তব্য করেন বলে অভিযোগ।

জানা গেছে, ভারতের নামে গালাগালি করেছিলেন মোহাম্মদ আজাদুর রহমান নামের ওই ব্যক্তি। এই অভিযোগে ওই বাংলাদেশিকে কোনও গাড়ির ড্রাইভার, টোটো কেউ তোলেননি। এরপর সেই ব্যক্তি পায়ে হেঁটে চলতে শুরু করে। তারপর এলাকাবাসী তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন।

পরে মেখলিগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে তাকে ইমিগ্রেশন চেকপোস্টে এনে ভিসা বাতিল করে বাংলাদেশে ফেরত পাঠানো হয়। শুধু তাই নয়, স্থানীয় যুবকরা সেই ব্যক্তিকে ভুল স্বীকার করতে বলেন। উপায় না দেখে ওই ব্যক্তি ভুল স্বীকার করে নেন। এরপর বাংলাদেশে চলে যান।

মুন্না দাস নামে স্থানীয় একজন বলেন, উনি গাড়ি ঠিক করার জন্য এসেছিলেন। শিলিগুড়ি যাবেন বলছিলেন। কিন্তু গাড়ি পাচ্ছিলেন না। তারপর একটি গাড়ি পেয়ে তার চালকের সঙ্গে তর্কাতর্কি শুরু হয়। তখন আমাদের দেশকে গালিগালাজ করেন। উৎস: বাংলাট্রিবিউন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়