শিরোনাম
◈ আগামী বাজেটে সর্বজনীন পেনশন স্কিমে আকর্ষণীয় পরিবর্তনের পরিকল্পনা ◈ সরকারকে ইঙ্গিত করে পাকিস্তান প্রেম ছাড়তে বললেন শাহজাহান (ভিডিওসহ) ◈ ম‌্যারা‌ডোনার মৃত্যুরহস্য, চিকিৎসকের বিরুদ্ধে আদালতে অভিযোগ কন্যার ◈ হার্ভার্ডকে আবার ‘শাস্তি’! ২০০ কোটির পর এবার ৪৫ কোটি ডলার আর্থিক অনুদান বন্ধ করলো ট্রাম্প প্রশাসন ◈ রণক্ষেত্র কাকরাইল, জবি শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ (ভিডিও) ◈ নির্বাচনী প্রচারণার সময় ফেসবুক লাইভে গুলিবর্ষণে নিহত মেয়র প্রার্থী (ভিডিও) ◈ কেমিক্যালমুক্ত আম চেনার উপায়! ◈ যুক্তরাষ্ট্রের আইনজীবী কেনেডির কাছে ‘আয়না ঘর’ এ বন্দি জীবনের কথা জানালেন মীর আহমাদ বিন কাশেম ◈ জাল দলিলে জীবিত মাকে ‘মৃত’ দেখিয়ে জমি দখলের চেষ্টা, কারাগারে কৃষকলীগ নেতা ◈ চট্টগ্রাম রেঞ্জ ও সিএমপি-তে চালু হচ্ছে অনলাইন জিডি

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০২৫, ০৯:৩৮ সকাল
আপডেট : ২৯ এপ্রিল, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইসরাইল ভেতর থেকে মরে গেছে: ইহুদিবাদী বিশেষজ্ঞ

পার্সটুডে-সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ পশ্চিম এশিয়া বিষয়ক এক ইহুদিবাদী বিশেষজ্ঞ প্রতিরোধের বিরুদ্ধে ইসরাইলের পরাজয়ের কারণ বিশ্লেষণ করেছেন।

ইহুদিবাদী বিশেষজ্ঞ উরি গোল্ডবার্গ টুইট বার্তায় লিখেছেন: হামাসকে নির্মূল না করা পর্যন্ত নেতানিয়াহু বন্দী বিনিময়ের দ্বিতীয় পর্যায়ে প্রতিশ্রুতিবদ্ধ হতে পারবেন না। পার্সটুডে জানিয়েছে, গোল্ডবার্গ আরও বলেছেন: জীবনের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হতে না পারা মৃত্যুকে সম্পূর্ণরূপে আলিঙ্গন করার শামিল। নেতানিয়াহু বেশিরভাগ ইসরাইলিদের মতোই অসাবধান, কোনোকিছুকেই [যথেষ্ট] গুরুত্বের সাথে নিচ্ছেন না। ইসরাইল ভেতর থেকে মরে গেছে। এজন্যই আমরা হেরে গেছি।

Netanyahu "cannot commit" to phase 2 of the hostage deal unless "Hamas is eliminated". The inability to commit to life demonstrates an absolute embrace of death. Netanyahu, like most other Israelis, simply doesn't care. Israel is dead inside. That is why we have lost.

ইহুদিবাদী ইসরাইল, আমেরিকার সহায়তায় গত ৭ অক্টোবর ২০২৩ থেকে ১৯ জানুয়ারী ২০২৫ পর্যন্ত গাজা উপত্যকার বাসিন্দাদের বিরুদ্ধে এক ধ্বংসাত্মক যুদ্ধ শুরু করে, যার ফলে গাজা ব্যাপকভাবে ধ্বংস হয় এবং সেখানে মারাত্মক দুর্ভিক্ষ দেখা দেয়।

এতোসব অপরাধ সত্ত্বেও, ইহুদিবাদী ইসরাইল স্বীকার করেছে যে গাজার বাসিন্দাদের বিরুদ্ধে ৪৭০ দিন যুদ্ধ করার পরও তারা এই যুদ্ধে তাদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। তাদের লক্ষ্য ছিল প্রতিরোধ আন্দোলন হামাসকে ধ্বংস করা এবং গাজা উপত্যকা থেকে ইহুদিবাদী বন্দীদের ফিরিয়ে আনা। অবশেষে ১৯ জানুয়ারী ২০২৫ তারিখে হামাস এবং ইহুদিবাদী সরকারের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয় এবং তা কার্যকরও হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়