শিরোনাম
◈ রণক্ষেত্র কাকরাইল, জবি শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ (ভিডিও) ◈ নির্বাচনী প্রচারণার সময় ফেসবুক লাইভে গুলিবর্ষণে নিহত মেয়র প্রার্থী (ভিডিও) ◈ কেমিক্যালমুক্ত আম চেনার উপায়! ◈ যুক্তরাষ্ট্রের আইনজীবী কেনেডির কাছে ‘আয়না ঘর’ এ বন্দি জীবনের কথা জানালেন মীর আহমাদ বিন কাশেম ◈ জাল দলিলে জীবিত মাকে ‘মৃত’ দেখিয়ে জমি দখলের চেষ্টা, কারাগারে কৃষকলীগ নেতা ◈ চট্টগ্রাম রেঞ্জ ও সিএমপি-তে চালু হচ্ছে অনলাইন জিডি ◈ শেখ হাসিনার বিষয়ে নাক গলাতে চান না রাহুল গান্ধী! (ভিডিও) ◈ ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগরভবনের সামনে বিক্ষোভ ◈ শ্রমবাজার নিয়ে আলোচনা করতে মালয়েশিয়ায় আসিফ নজরুল (ভিডিও) ◈ চট্টগ্রাম বন্দর ‘অর্থনীতির হৃদপিণ্ড’, নেপালের ভুটানের নেই, আমাদের হৃদপিণ্ড দিয়ে তাদেরও চলতে হবে: প্রধান উপদেষ্টা

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০২৫, ০৭:২৯ বিকাল
আপডেট : ২০ এপ্রিল, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নতুন আসক্তিহীন ব্যথানাশক ওষুধের অনুমোদন দিলো যুক্তরাষ্ট্র 

যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) সম্প্রতি একটি নতুন ব্যথানাশক ওষুধের অনুমোদন দিয়েছে, যা অপিওয়েড মুক্ত এবং আসক্তির ঝুঁকিবিহীন। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ‘জর্নাভেক্স’ নামে বাজারে আসা সুজেট্রিজিন নামক এই ওষুধটি ব্যথার সংকেত মস্তিষ্কে পৌঁছানোর আগেই কাজ শুরু করবে। 

এই ওষুধটি তৈরি করেছে ভার্টেক্স ফার্মাসিউটিক্যালস, যারা দাবি করছে এটি মাঝারি থেকে তীব্র ব্যথা উপশমে কার্যকর এবং প্রচলিত অপিওয়েড জাতীয় ওষুধের মতো আসক্তি তৈরি করবে না। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ব্যথানাশক ওষুধের অপব্যবহার ও আসক্তি সমস্যার মুখোমুখি। ২০১৭ সালে তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটিকে ‘জাতীয় সংকট’ হিসেবে চিহ্নিত করে জনস্বাস্থ্য সংক্রান্ত জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন।

সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) তথ্য অনুযায়ী, ২০২২ সালে ৮২ হাজারের বেশি মানুষ অপিওয়েড জাতীয় ওষুধের অতিরিক্ত মাত্রা গ্রহণের কারণে মারা গেছে।

প্রচলিত অপিওয়েড জাতীয় ব্যথানাশক ওষুধ ব্যথা উপশমের পাশাপাশি মস্তিষ্কে ডোপামিন নিঃসরণ ঘটিয়ে ইউফোরিয়ার অনুভূতি তৈরি করে, যা আসক্তির দিকে নিয়ে যেতে পারে। গবেষণায় দেখা গেছে, অপিওয়েড চিকিৎসা গ্রহণকারী প্রতি ১০ জনের মধ্যে ১ জন দীর্ঘমেয়াদে এ ধরনের ওষুধের প্রতি আসক্ত হয়ে পড়েন।

তবে নতুন ওষুধ ‘জর্নাভেক্স’ আলাদা প্রক্রিয়ায় কাজ করে। এটি ব্যথার সংকেত মস্তিষ্কে পৌঁছানোর আগেই প্রতিরোধ করে, ফলে অপিওয়েডের মতো আসক্তির ঝুঁকি থাকে না। ভার্টেক্স ফার্মাসিউটিক্যালস বলছে, এটি গত ২০ বছরে অনুমোদন পাওয়া প্রথম নতুন ব্যথানাশক ওষুধ। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী রেশমা কেওয়ালরামানি এটিকে ‘গুরুত্বপূর্ণ মাইলফলক’ হিসেবে উল্লেখ করেছেন।

যুক্তরাষ্ট্রে প্রতি বছর প্রায় ৮ কোটি মানুষ মাঝারি থেকে তীব্র ব্যথার ওষুধ গ্রহণ করে, তাদের জন্য এটি নতুন বিকল্প হতে পারে। ভার্টেক্স জানিয়েছে, এই ওষুধের প্রতি ক্যাপসুলের মূল্য হবে ১৫.৫০ ডলার (প্রায় ১,৯০০ টাকা)। তবে এটি শিশুদের জন্য নিরাপদ ও কার্যকর কিনা, তা নিয়ে এখনো গবেষণা চলছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়