শিরোনাম
◈ জমজমের পর আরেক বরকতময় পানি—কাবার ছাদ থেকে ঝরে পড়া রহমতের নালা ◈ “ডলার বাজারে স্বস্তি: সংকটের অবসান নাকি সাময়িক বিরতি?” ◈ অবশেষে আ.লীগ নেত্রী স্বপ্না আক্তার আটক ◈ বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য: দিল্লিতে যে বাড়িতে বসবাস করছেন শেখ হাসিনা ◈ তিন পোশাক কারখানা মালিকের বিরুদ্ধে রেড নোটিস জারি করতে ইন্টারপোলকে চিঠি ◈ ভিসা নিয়ে যে বার্তা দিল ভারতীয় হাইকমিশন ◈ গাজীপুরের সেই পুলিশ কমিশনারকে প্রত্যাহার ◈ “ডাকসু নির্বাচন নিয়ে হঠাৎ নাটকীয়তা, উত্তেজনায় ফেটে পড়ল ঢাবি ক্যাম্পাস” ◈ জিয়া পরিবার নিয়ে কুটুক্তি: বিতর্কিত সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি ◈ ৩৮ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে এনবিআরের সহকারী কমিশনার মিতু বরখাস্ত

প্রকাশিত : ৩০ আগস্ট, ২০২৫, ০৩:২৩ দুপুর
আপডেট : ০১ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জ্বালাপোড়া ও ঘনঘন প্রস্রাব হয় যে কারণে

অনেকেই প্রস্রাবের জ্বালাপোড়ায় ভোগেন। ঘনঘন প্রস্রাব করেন। বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ না নিয়ে কেউ কেউ ফার্মেসি থেকে ওষুধ খান। আমরা একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে এ সম্পর্কে জানব।

প্রস্রাবে জ্বালাপোড়া ও ঘনঘন প্রস্রাব হওয়ার কারণ এবং করণীয় সম্পর্কে বলেছেন আনোয়ার খান মর্ডান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে ইউরোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. আফজার উদ্দীন শেখ। 

অধ্যাপক ডা. মো. আফজার উদ্দীন শেখ বলেন, প্রস্রাবে জ্বালাপোড়া খুব কমন বা সাধারণ প্রবলেম। আমার ধারণা, প্রত্যেকেই হয়তো তাদের জীবনে এক-দুবার ফেস করেছেন। প্রস্রাবে জ্বালাপোড়া হলেই যে ইনফেকশন, এটা কিন্তু না। একটা ধারণা আছে যে প্রস্রাবে জ্বালাপোড়া হলেই ইনফেকশন হয়। ইনফেকশন ছাড়াও অনেক কারণে জ্বালাপোড়া হতে পারে।

অধ্যাপক ডা. মো. আফজার উদ্দীন শেখ আরও বলেন, প্রস্রাবে জ্বালাপোড়া হলে প্রথমে যে জিনিসটি বলব, আপনারা অ্যান্টিবায়োটিক খাওয়া শুরু করবেন না। আগে পরীক্ষা করতে হবে, রুটিন এক্সামিনেশন করতে হয়। তার পর প্রয়োজন হলে কালচার করতে হবে। তার পরে অ্যান্টিবায়োটিক শুরু করতে হবে। তার আগে অ্যান্টিবায়োটিক শুরু করা ঠিক হবে না।

প্রস্রাবে জ্বালাপোড়া ও ঘনঘন প্রস্রাব হয় যে কারণে 

অধ্যাপক ডা. মো. আফজার উদ্দীন শেখ আরও বলেন, ইনফেকশন ছাড়াও অনেক কারণে জ্বালাপোড়া হয় এবং এগুলো খুব কমন, বিশেষ করে ইয়াং ছেলেদের প্রস্টিটাইটিস হলে জ্বালাপোড়া হয়। মেয়েদের সিস্টাইটিস হয় অনেক সময়। প্রস্রাবের থলির টিউমারের কারণে হতে পারে। স্টোন হলে অনেক সময় হয়। কী কারণে হয়েছে, এটা জেনে তার পরে চিকিৎসা শুরু করতে হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়