অবশেষে স্বস্তির খবর দিল আবহাওয়া অফিস। আজ ও তাপপ্রবাহ অব্যাহত থাকলেও আগামী মঙ্গলবার থেকে তা কমতে পারে। রোববার (১১ মে) সকালে ব্রিফিংয়ে আবহাওয়াবিদ ওমর ফারুক গণমাধ্যমকে এসব কথা জানান।
তিনি আরও বলেন, পরশুদিন থেকে সারাদেশে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত হতে পারে। যা ২০ মে পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এছাড়া বঙ্গোপসাগরে কোনো লঘুচাপ নেই, তবে এ মাসের শেষভাগে সাগরে লঘুচাপ তৈরি হয়ে ঘুর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে।
আর আবহাওয়ার বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৪ ঘণ্টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এছাড়া চুয়াডাঙ্গা, ঢাকা, টাঙ্গাইল, মানিকগঞ্জ, ফরিদপুর, রাজশাহী, সিরাজগঞ্জ ও যশোর জেলার ওপর দিয়ে তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। পাশাপাশি দেশের অন্যত্র মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। উৎস: চ্যানেল24