শিরোনাম
◈ স্বাভাবিক ছিল না চব্বিশের বন্যা : প্রধান উপদেষ্টা ◈ সংশোধন হচ্ছে আইন: সরকারি কর্মচারীকে তদন্ত ছাড়া আট দিনে চাকরিচ্যুত করা যাবে ◈ মুক্তিযোদ্ধা’র সনদ বাতিলের তালিকায় হাসিনা সরকারের সাত মন্ত্রী এমপি’সহ আরো যারা আছেন ◈ বিএনপি নেতা আমানের ১৩ ও তার স্ত্রীর ৩ বছরের সাজা বাতিল ◈ চীন-পাকিস্তানকে মাথায় রেখেই কী রাফাল যুদ্ধবিমান কিনছে ভারত? ◈ রেফারির গা‌য়ে বরফ ছুঁ‌ড়ে মারায় ৬ ম্যাচ নিষিদ্ধ হ‌লেন ‌রিয়াল ফুটবলার রুডিগার ◈ রাষ্ট্র সংস্কার প্রশ্নে সংলাপ: রাজনৈতিক দলগুলো কোন প্রস্তাবেই শতভাগ একমত হয়নি ◈ আর্সেনালের বিরু‌দ্ধে পিএস‌জির ক‌ষ্টের জয় ◈ ২০২৮ সাল থে‌কে ৯৪ ম্যাচের আইপিএল আয়োজনের পরিকল্পনা বি‌সি‌সআি‌ইর ◈ কোরবানির ঈদেই আসছে নতুন নোট, থাকছে জুলাই অভ্যুত্থানের গ্রাফিতি

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২৫, ০১:২০ দুপুর
আপডেট : ৩০ এপ্রিল, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সন্ধ্যার মধ্যে তীব্র বজ্রপাত ও শক্তিশালী কালবৈশাখীর আশঙ্কা

ঢাকাসহ দেশের ৩ বিভাগের ওপর দিয়ে তীব্র বজ্রপাতসহ শক্তিশালী কালবৈশাখী ঝড় অতিক্রম করার প্রবল আশঙ্কা রয়েছে। বিশেষ করে চট্টগ্রাম বিভাগের সব জেলার ওপর দিয়ে তীব্র বজ্রপাতসহ শক্তিশালী কালবৈশাখী ঝড় অতিক্রম করার আশঙ্ক শতভাগ।

আজ সোমবার (২৮ এপ্রিল) দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এসব তথ্য জানান কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ।

তিনি বলেন, আজ দুপুর ১২টার পর থেকে সন্ধ্যা ৭টার মধ্যে ঢাকা বিভাগের দক্ষিণের জেলাগুলো এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগের সব জেলার ওপর দিয়ে তীব্র বজ্রপাতসহ শক্তিশালী কালবৈশাখী ঝড় অতিক্রম করার আশঙ্কা করা যাচ্ছে। বিশেষ করে চট্টগ্রাম বিভাগের সব জেলার ওপর দিয়ে তীব্র বজ্রপাতসহ শক্তিশালী কালবৈশাখী ঝড় অতিক্রম করার আশঙ্কা শতভাগ।

এই আবহাওয়াবিদ কোন জেলায় কোন সময়ের মধ্যে কালবৈশাখী ঝড় অতিক্রম করতে পারে সেই সময়ও উল্লেখ করে দিয়েছেন তার পোস্টে।

ঢাকা বিভাগ: শরিয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ ও মুন্সিগঞ্জ। বরিশাল জেলা: এরইমধ্যে বরিশাল বিভাগের কোনো কোনো জেলার ওপরে বজ্রপাত শুরু হয়েছে। দুপুর ১২টার পর থেকে বিকেল ৫টার মধ্যে বরিশাল বিভাগের সব জেলার ওপরে হালকা বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত অতিক্রমের আশঙ্কা করা যাচ্ছে।
 
পোস্টে তিনি আরও জানিয়েছেন, এরইমধ্যে ব্রাক্ষণবাড়িয়া, ও কুমিল্লা উত্তর জেলার ওপর দিয়ে কলাবৈশাখী ঝড় অতিক্রম করছে। দুপুর ১২টার পর থেকে ২টার মধ্যে কুমিল্লা, চাঁদপুর, লক্ষ্মীপুর, খাগড়াছড়ি, উত্তর চট্টগ্রাম, রাঙ্গামাটি জেলার ওপর দিয়ে কালবৈশাখী ঝড় অতিক্রম করার আশঙ্কা করা যাচ্ছে। এছাড়া দুপুর ১টার পর থেকে বিকেল ৫টার মধ্যে কুমিল্লা দক্ষিণ, ফেনী, নোয়াখালী মধ্য ও দক্ষিণ চট্টগ্রাম, রাঙ্গামাটি, বান্দরবন, কক্সবাজার জেলার ওপর দিয়ে কালবৈশাখী ঝড় অতিক্রম করার আশঙ্কা করা যাচ্ছে। বেলা ১১টার পর থেকে দুপুর ৩টার মধ্যে এবং দক্ষিণ চট্টগ্রাম, বান্দরবন ও কক্সবাজার জেলার ওপর দিয়ে দুপুর ২টার পর থেকে বিকেল ৬টার মধ্যে বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি অতিক্রমের আশঙ্কা রয়েছে।

এদিকে তিনি আরও জানিয়েছেন, রাজশাহী বিভাগে দুপুর ৩টার পর থেকে রাত ১২টার মধ্যে, রাজশাহী বিভাগের বেশিভাগ জেলার ওপর দিয়ে হালকা বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি অতিক্রমের আশঙ্কা রয়েছে। রংপুর বিভাগে বিকেল ৫টার পর থেকে রাত ৩টার মধ্যে রংপুর বিভাগের জেলাগুলোর ওপর দিয়ে তীব্র বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি অতিক্রমের আশঙ্কা করা যাচ্ছে।

খুলনা বিভাগে দুপুর ৩টার পর থেকে রাত ১২টার মধ্যে খুলনা বিভাগের বিভিন্ন জেলাগুলোর ওপর দিয়ে বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি অতিক্রমের আশঙ্কা করা যাচ্ছে। ময়মনসিংহ বিভাড়ে রাত ৯টার পর থেকে আগামীকাল মঙ্গলবার (২৯ এপ্রিল) ভোর ৫টার মধ্যে ময়মনসিংহ বিভাগের জেলাগুলোর ওপর দিয়ে তীব্র বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি অতিক্রমের আশঙ্কা করা যাচ্ছে। আর সিলেট বিভাড়ে রাত ১০টার পর থেকে মঙ্গলবার সকাল ৮টার মধ্যে, ময়মনসিংহ বিভাগের জেলাগুলোর ওপর দিয়ে তীব্র বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি অতিক্রমের আশঙ্কা করা যাচ্ছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়