বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী শাবানা দীর্ঘ বিরতির পর আবারও ঢাকায় ফিরেছেন। প্রায় পাঁচ বছর পর দেশে এলেও আলোচনায় আসেননি তিনি। গণমাধ্যম এড়িয়ে চলছেন, থাকছেনও নীরবে রাজধানীর বারিধারা ডিওএইচএসের নিজস্ব বাসায়। শাবানা না থাকলে এই বাড়ি বেশিরভাগ সময়ই খালি পড়ে থাকে।
২০২০ সালের আগে সর্বশেষ ২০১৭ সালে বাংলাদেশে এসেছিলেন তিনি। স্বামী ওয়াহিদ সাদিককে নিয়ে মাঝেমধ্যেই দেশে আসলেও এবারও গণমাধ্যমে সরব হতে চাননি এই জনপ্রিয় অভিনেত্রী। কয়েক বছর আগে দেশে এসে তিনি জানিয়েছিলেন— সুযোগ হলে আবারও চলচ্চিত্রে কাজ করতে চান। স্বামীও জানিয়েছিলেন প্রযোজনায় আগ্রহের কথা। তবে অনুকূল পরিবেশ না পেয়ে তখন দু’জনকেই ফিরে যেতে হয় যুক্তরাষ্ট্রে।
শাবানার চলচ্চিত্র জীবন শুরু হয়েছিল ষাটের দশকে শিশুশিল্পী হিসেবে। এহতেশাম পরিচালিত নতুন সুর ছবিতে তার প্রথম অভিনয়। এরপর নায়িকা হিসেবে অভিষেক ঘটে ‘চকোরী’ চলচ্চিত্রে, যেখানে নায়ক ছিলেন নাদিম। এরপর থেকেই একের পর এক সফল ছবি উপহার দিয়ে শাবানা হয়ে ওঠেন ঢাকাই সিনেমার তুমুল জনপ্রিয় নায়িকা।
ক্যারিয়ারের সেরা সময়ে, প্রায় ২৫ বছর আগে তিনি অভিনয় থেকে সরে দাঁড়ান এবং পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। বর্তমানে তিনি স্বামী, সন্তান ও নাতি-নাতনিদের নিয়ে নিউ জার্সিতে থাকেন। তবে সময়-সুযোগ পেলে মাঝে মাঝে বাংলাদেশে ফিরে আসেন।
এবারও পাঁচ বছর পর দেশে ফিরলেও শাবানা রয়েছেন সম্পূর্ণ অন্তরালে— আলোচনার আড়ালে।