শাকিব খানের আসন্ন ঈদুল ফিতরের ছবি ‘প্রিন্স’-এ চিত্রগ্রহণ পরিচালক (ডিওপি) হিসেবে কাজ করবেন বলিউডের খ্যাতনামা সিনেমাটোগ্রাফার অমিত রায়। ‘অ্যানিমেল’, ‘ডানকি’, ‘সরকার’সহ একাধিক আলোচিত ছবির জন্য পরিচিত এই ডিওপিকে যুক্ত করার খবরটি নিশ্চিত করেছে প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস। তারা জানায়, ‘প্রিন্স এখন কিংবদন্তীর লেন্সে; যা দর্শকদের জন্য হবে এক ভিন্ন ভিজ্যুয়াল অভিজ্ঞতা।”
ঘোষণার পর থেকেই ঢালিউডে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন অমিত রায়। তিনি কত টাকায় এই ছবির সঙ্গে যুক্ত হয়েছেন, তা নিয়ে কৌতূহলও তুঙ্গে। বলিউড সূত্রে জানা গেছে, সিনেমার ধরন ও বাজেট ভেদে অমিত রায়ের পারিশ্রমিক ২০ লাখ থেকে এক কোটি রুপি পর্যন্ত হয়ে থাকে।
‘প্রিন্স’ সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রায় ৪০ দিনের শিডিউলের জন্য তিনি নিচ্ছেন বাংলাদেশি টাকায় প্রায় এক কোটি টাকা।
বলিউডে অমিত রায়ের যাত্রা শুরু ২০০০ সালে, নির্মাতা রামগোপাল ভার্মার হাত ধরে। ২০০৩ সালে ‘দরনা জরুরি হ্যায়’ ছবির একটি পর্বে তার নির্মিত দৃশ্য মুগ্ধ করেছিল রামগোপাল ভার্মা ও সাজিদ খানকে। মাত্র ৩০০ টাকার একটি ফিল্টার ব্যবহার করে তিনি এমন এক ভিজ্যুয়াল তৈরি করেছিলেন, যা পোস্ট-প্রোডাকশনে ব্যয়সাপেক্ষভাবে করার কথা ছিল। সেই মুহূর্ত থেকেই বলিউডে নিজের জায়গা পাকাপোক্ত করেন তিনি।
এরপর আর পেছনে তাকাতে হয়নি। ‘সরকার’, ‘সরকার রাজ’, ‘লাভ আজকাল’, ‘দম মারো দম’, ‘ডানকি’ থেকে শুরু করে সাম্প্রতিক সুপারহিট ‘অ্যানিমেল-সবখানেই তিনি দেখিয়েছেন তার ভিজ্যুয়াল ম্যাজিক। এমন একজন ডিওপিকে ঢালিউডে যুক্ত হওয়া শিল্পের জন্য বড় সংযোজন বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।
শাকিব খানের ‘প্রিন্স’নির্মাণ করছেন আবু হায়াত মাহমুদ। শিরিন সুলতানার প্রযোজনায় ছবিটিতে থাকছেন তিন নায়িকা-দুটি পরিচিত মুখ ও একটি নতুন মুখ। গল্প লিখেছেন মেজবাহ উদ্দিন সুমন, চিত্রনাট্য ও সংলাপ করেছেন সুমন ও মোহাম্মদ নাজিম উদ্দিন। আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পাবে ‘প্রিন্স’। উৎস: সমকাল।