শিরোনাম

প্রকাশিত : ২৫ আগস্ট, ২০২৫, ১১:৩০ দুপুর
আপডেট : ২৬ আগস্ট, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘অশালীনভাবে’ কাজলকে ক্যামেরাবন্দি, যা বললেন এই অভিনেত্রী!

‘ট্রায়াল’র প্রচারে একটি কালো বডিকন ড্রেসে সেজে এসেছিলেন বলিউড অভিনেত্রী কাজল। আর সেই ভিডিও ইতিমধ্যেই নেটপাড়ায় ভাইরাল। আর তার পর থেকেই এই পোশাক পরার জন্য কাজলকে রীতিমতো ট্রলের শিকার হতে হচ্ছে। কাজলের সেই ভাইরাল হওয়া ভিডিও মূলত পাপারাজ্জিদের ক্যামেরাবন্দি করা।

যেখানে বিভিন্ন দিক থেকে কাজলের দিকে ক্যামেরা তাক করেছিলেন তারা। আর এর ফলেই নায়িকার শরীরের প্রতিটি ভাঁজ খুব স্পষ্টভাবে ফুটে ওঠে। আর এর জেরেই তাকে নিয়ে শুরু হয় ট্রল। এর জেরে এবার পাপারাজ্জিদের ওপর বেজায় চটলেন আরেক অভিনেত্রী মিনি মাথুর, ঝাড়লেন ক্ষোভ।

ঘটনার সমালোচনা করে মিনি বলেন, “খুব কাছ থেকে ইচ্ছা করেই পাপারাজ্জিরা এই ছবি তুলেছেন। এর ফলে কাজলের শরীরের বিভিন্ন অংশ সুস্পষ্টভাবে ক্যামেরায় ফুটে উঠেছে। আর তাই জন্যই কাজলকে এত কটাক্ষের শিকার হতে হচ্ছে। কাজলের শরীরের ওপর এভাবে জুম করে ছবি তোলা একেবারেই উচিত হয়নি।

কাকে কেমন দেখতে লাগবে সেটাও কি আপনারাই ঠিক করে দেবেন?” উল্লেখ্য, এদিন প্রচারের এই ছবি প্রকাশ্যে আসতেই নেটিজেনরা কাজলকে কটাক্ষ করে লেখেন, ‘মোটা হয়ে গিয়েছেন’, ‘আপনি কি অন্তঃসত্ত্বা?’ তবে এসবে একেবারেই কান দিতে নারাজ কাজল নিজেও। এসব আলোচনাকে বুড়ো আঙুল দেখিয়ে রীতিমতো প্রচারে মন দিয়েছেন পর্দার ‘নয়নিকা সেনগুপ্ত’ ওরফে কাজল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়