শিরোনাম
◈ ৬ জেলায় নতুন ডিসি নিয়োগ দিল সরকার ◈ তৌহিদ আফ্রিদিকে ৭ দিনের রিমান্ডে নিতে চাই সিআইডি ◈ ছাত্র-জনতার অবস্থান ফজলুর রহমানের বাসার সামনে, সেনা মোতায়েন ◈ রোহিঙ্গা সমস্যার উৎপত্তি মিয়ানমারে এবং এর সমাধানও মিয়ানমারে, প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব ◈ নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটের অফিসে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের হামলা, ভাঙচুর, বিক্ষোভ (ভিডিও) ◈ জাতিসংঘ সাধারণ পরিষদে একই দিনে বক্তব্য রাখবেন ইউনূস, মোদি ও শেহবাজ ◈ খুলনায় পিকআপ-ইজিবাইক সংঘর্ষে নিহত ৩ ◈ ইনানীতে রোহিঙ্গা সংকট সমাধান বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে প্রধান উপদেষ্টার অংশগ্রহণ ◈ বাংলাদেশ-পাকিস্তানের ‘ঘনিষ্ঠতাকে’ উদ্বেগের সঙ্গে দেখছে ভারত! ◈ স্বামী, শাশুড়ি ও দেবরকে আটক রেখে গৃহবধূকে গণধর্ষণের চেষ্টা, বাঁচতে দোতলা থেকে গৃহবধূর লাফ

প্রকাশিত : ২৫ আগস্ট, ২০২৫, ০২:৫২ দুপুর
আপডেট : ২৫ আগস্ট, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘আমাকে এখন কেউ কাজ দেয় না’ বলেই কান্নায় ভেঙে পড়লেন বর্ষা

মডেল ও ইনফ্লুয়েন্সার বর্ষা চৌধুরী এখন কাজ পান না, কেউ তাকে কাজ দেয় না। যারা বর্ষাকে কাজ দেবে তাদেরকে বয়কট করা হবে, এ কারণে তাকে কেউ কাজ দেয় না- এমনই অভিযোগ আলোচিত এই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের। 

ফেসবুকে লাইভে এসে কান্নায় ভেঙে পড়লেন বর্ষা। তিনি বলেন, আমি বারবার মাফ চেয়েছি, আপনারা আমাকে কেন মাফ করছেন না।

এবার একটু থামেন প্লিজ। আমার এই দুই কাঁধে অনেক দায়িত্ব, অনেক দায়িত্ব।
অপর এক পোস্টে বর্ষা লিখেছেন, একটা মেয়ে কি থেকে কি হয়ে গেলো একটু তাকিয়ে দেখুন তো আপনারা। কতোটা পরিবর্তন মাত্র ৯ মাসে।

এই মেয়েটা সবার কাছে বার বার ক্ষমা চাইছে। তবুও আপনারা সেইটা নিয়ে ও মজা নিচ্ছেন। এই মেয়েটাকেই তো আপনারা একসময় আইডল ভাবতেন। এখন সে কাজ পায়না।

আমাকে যে কাজ দিবে তাকে আপনারা বয়কট করবেন। তাই ভয়ে কেউ  কাজ দেয়না। 
 
তিনি বলেন, একবার আমার জায়গায় নিজেকে দাঁড় করিয়ে দেখুন।। কি পরিস্থিতিতে আমি আছি।

আর কতো ক"ষ্ট দিবেন আপনারা।। আল্লাহর কাছে ক্ষমা চাইলে ক্ষমা পাওয়া যায়। কিন্তু আপনারা কেনো ক্ষমা করতে পারেননা। 

ফেসবুকে একই দিন দেওয়া আরেকটি পোস্টে লিখেছেন, আগের আমি আর এই আমির মাঝে অনেক পার্থক্য, এখন আমার ওজন মাত্র ৪০ কেজি।  শরীরের অবস্থা একটু ও ভালো না। কতক্ষণ টিকে থাকবো জানিনা। চারিদিকে এমন ভাবে ছোট করে ফেলেছে আমাকে সবাই।। কেউ কাজ ও দেয়না। সবাই বয়কট করেছে। এভাবে কতক্ষণ আমি ও মানুষ। আমারও বাচ্চা আছে সংসারে অসুস্থ বাবা মা আছে। সবাই আমাকে ক্ষমা করে দিয়েন পারলে।। আমার যখন তখন যা কিছু হয়ে যেতে পারে। আর নিতে পারছিনা। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়