শিরোনাম
◈ তৌহিদ আফ্রিদিকে ৭ দিনের রিমান্ডে নিতে চাই সিআইডি ◈ ছাত্র-জনতার অবস্থান ফজলুর রহমানের বাসার সামনে, সেনা মোতায়েন ◈ ফেব্রুয়ারিতে ভোটের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে: প্রধান উপদেষ্টা ◈ নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটের অফিসে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের হামলা, ভাঙচুর, বিক্ষোভ (ভিডিও) ◈ জাতিসংঘ সাধারণ পরিষদে একই দিনে বক্তব্য রাখবেন ইউনূস, মোদি ও শেহবাজ ◈ খুলনায় পিকআপ-ইজিবাইক সংঘর্ষে নিহত ৩ ◈ ইনানীতে রোহিঙ্গা সংকট সমাধান বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে প্রধান উপদেষ্টার অংশগ্রহণ ◈ বাংলাদেশ-পাকিস্তানের ‘ঘনিষ্ঠতাকে’ উদ্বেগের সঙ্গে দেখছে ভারত! ◈ স্বামী, শাশুড়ি ও দেবরকে আটক রেখে গৃহবধূকে গণধর্ষণের চেষ্টা, বাঁচতে দোতলা থেকে গৃহবধূর লাফ ◈ লা লিগায় রিয়াল মা‌দ্রিদের টানা দ্বিতীয় জয়

প্রকাশিত : ২৫ আগস্ট, ২০২৫, ১১:৫২ দুপুর
আপডেট : ২৫ আগস্ট, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেরপুরে বন্ধু কে বাড়ীতে ডেকে এনে খুন

তপু সরকার হারুন, জেলা প্রতিনিধি শেরপুরঃ-শেরপুরের নালিতাবাড়ীতে  ঘনিষ্ঠ বন্ধু তুলা মিয়া কে বাড়ীতে ডেকে এনে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। রবিবার (২৪শে আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের মরাখলা ছালাতলা গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, তুলা মিয়ার ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত নাজমুল হোসেন তাকে নিজের বাড়িতে ডেকে নিয়ে যান। সেখানে তাদের মধ্যে কোনো একটি বিষয় নিয়ে তীব্র বাগবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে নাজমুল ধারালো অস্ত্র দিয়ে তুলা মিয়াকে এলোপাতাড়ি কোপাতে শুরু করেন। গুরুতর জখম অবস্থায় তুলা মিয়া মাটিতে লুটিয়ে পড়লে নাজমুল ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

পরে খবর পেয়ে এলাকাবাসী রক্তাক্ত অবস্থায় তুলা মিয়াকে উদ্ধার করে দ্রুত নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয় বলে কর্তব্যরত চিকিৎসক নিশ্চিত করেন।

এদিকে, এই হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে পুরো এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

হত্যাকাণ্ডের নেপথ্যে ঠিক কী কারণ রয়েছে এবং এর সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, তা এখনো নিশ্চিতভাবে জানা যাচ্ছে না। ঘটনার মূল রহস্য উদঘাটন এবং অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশি অভিযান ও তদন্ত কার্যক্রম চলছে বলেও জানিয়েছে পুলিশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়