হাবিবুর রহমান সোহেল, কক্সবাজার: কক্সবাজারের ইনানীতে শুরু হওয়া তিন দিনব্যাপী আন্তর্জাতিক সংলাপের মূল অধিবেশনে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (২৫ আগস্ট) সকাল ১০টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান। পরে ইনানীর বে ওয়াচ হোটেলে আয়োজিত সম্মেলনে উদ্বোধনী বক্তব্য দেন তিনি।
এর আগে রবিবার বিকেল ৫টায় উদ্বোধনী অধিবেশন অনুষ্ঠিত হয়, যেখানে রোহিঙ্গা প্রতিনিধিদের সঙ্গে বিশেষ ইন্টারঅ্যাকটিভ সেশন হয়। আলোচনায় রোহিঙ্গারা অভিযোগ করেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতায় দীর্ঘদিন ধরে শরণার্থী জীবনে থাকতে বাধ্য হচ্ছেন তারা। এ সময় নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের উপায় নিয়ে আলোচনা হয়।
সম্মেলনে দেশি-বিদেশি বিশেষজ্ঞ, কূটনীতিক, রাজনীতিক, আন্তর্জাতিক সংস্থা, শিক্ষাবিদ ও রোহিঙ্গা প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। জাতিসংঘ, বিভিন্ন দেশের প্রতিনিধি, উন্নয়ন সহযোগী সংস্থা এবং সরকারের উচ্চপদস্থ নীতিনির্ধারকেরাও উপস্থিত আছেন।
মূল অধিবেশনে প্রধান অতিথি হিসেবে ড. ইউনূস রোহিঙ্গা সংকট নিরসনে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন এবং আন্তর্জাতিক সহযোগিতা আহ্বান করবেন।
স্টেকহোল্ডারদের নিয়ে এই সংলাপ আয়োজন করেছে রোহিঙ্গা ইস্যুবিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভের দফতর ও পররাষ্ট্র মন্ত্রণালয়। ২৪ আগস্ট শুরু হওয়া এই সম্মেলন চলবে ২৬ আগস্ট পর্যন্ত। আজ দুপুরে প্রধান উপদেষ্টার কক্সবাজার ত্যাগ করার কথা রয়েছে।