ঢালিউড ইন্ডাস্ট্রিতে দীর্ঘদিন ধরে রাজত্ব করে যাচ্ছেন শাকিব খান। তাকে বলা হয় ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার। তার অভিনীত সিনেমা মানেই প্রেক্ষাগৃহ দর্শকে পরিপূর্ণ। আর দর্শক ও সমালোচকমহলের প্রশংসা তো রয়েছেই। তবে সিনেমার বাইরে ব্যক্তিজীবন নিয়ে যেমন মাঝে মধ্যেই আলোচনায় থাকেন তিনি, একইভাবে সম্প্রতি রাজনৈতিক ইস্যু নিয়েও সমালোচনার মুখে পড়েছেন এ অভিনেতা।
গত জুলাই অভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর ক্ষমতাসীনদের হামলা ও গুলি ছোঁড়া এবং এতে নিরস্ত্র মানুষের মৃত্যুর ঘটনায় তাদের পক্ষে কথা বলেছিলেন শাকিব খান। ওই সময় তিনি ছাড়াও শোবিজ ইন্ডাস্ট্রির অনেক তারকাই ছাত্র-জনতার পাশে দাঁড়িয়েছিলেন। পরবর্তীতে আওয়ামী লীগ সরকার পতনের পর নতুন সরকার ক্ষমতায় আসে এবং রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্র সংস্কার কার্যক্রম শুরু হয়।
এদিকে গত ১৫ আগস্ট সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফায়েড পেজে শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে শোক জানিয়ে পোস্ট দেন শাকিব খান। যা নিয়ে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এ ব্যাপারে বুধবার (২০ আগস্ট) দৈনিক সমকালের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কথা বলেন এই নায়ক।
ঢালিউড সুপারস্টার সাক্ষাৎকারে জানান, আমাদের দেশে তো সব সেক্টরে সংস্কার কাজ চলছে। বিশ্বাস ছিল আমাদের ভাবনাতেও সংস্কার প্রতিফলিত হবে। এমন প্রেক্ষাপটে দলমত নির্বিশেষে, জুলাই গণঅভ্যুত্থানে সব শহিদদের যেমন স্মরণ করা উচিত, একইভাবে দেশের জন্য অতীতে যারা ত্যাগ স্বীকার করেছেন, তাদেরও সম্মান জানানো উচিত। তাদের স্মরণে শ্রদ্ধা প্রদর্শন করা কোনো রাজনৈতিক দলের সীমাবদ্ধতায় আবদ্ধ থাকা ঠিক নয়।
শাকিব খান বলেন, দুঃখজনকভাবে অনেক সময় আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তানদের নাম, সম্মান ও ত্যাগ শুধু রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়। এ থেকে বিরত থাকা উচিত। যারা এই দেশ ও মানুষের জন্য জীবনের সর্বস্ব দিয়েছেন, তাদের প্রতি সম্মান প্রদর্শন করা সবার নৈতিক দায়িত্ব।
এ সময় রাজনৈতিক দলর সঙ্গে নিজের সংশ্লিষ্ট না থাকার ব্যাপারেও কথা বলেন শাকিব খান। তিনি বলেন, আমি শাকিব খান কখনো কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত ছিলাম না। আমার কোনো রাজনৈতিক পদ বা দায়িত্ব নেই। বিগত সময় আমাকে রাজনীতিতে জড়ানোর প্রস্তাব দেয়া হয়েছে, শুধু সিনেমার কথা ভেবে সচেতনভাবে এড়িয়ে গেছি আমি। এমনকি কোনো রাজনৈতিক সুযোগ-সুবিধাও নেইনি। বরং অনেক সময় আমাকেই কাজ থেকে ব্যক্তিজীবনে রাজনৈতিক মানুষের মাধ্যমে নানা বাধার মুখোমুখি হতে হয়েছে। যা সংবাদমাধ্যমের কল্যাণে কারও অজানা থাকার কথা নয়।
এছাড়াও এ তারকা বলেন, আমার সম্প্রতি দেয়া পোস্ট কাউকে মনঃক্ষুণ্ন করার উদ্দেশ্য ছিল না। এ নিয়ে যারা বিভিন্ন ন্যারেটিভ খুঁজছেন, তা একদমই গ্রহণযোগ্য নয়। আমার শ্রদ্ধা, ভালোবাসা ও কর্ম সবসময় দেশ ও দেশের মানুষের জন্য।