শিরোনাম
◈ বাংলাদেশের জন্য যে কারণে গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠছে চীনের কুনমিং শহর ◈ এবার জুয়া কাণ্ড নিয়ে যা বললেন অপু বিশ্বাস! ◈ জন্ম ভারতে, ক্রিকেট খেলেছেন পাকিস্তানের হয়ে, ক্রিকেট বিশ্বে এমন নজির বিরল ◈ সরকারি সফরে চীন গেলেন সেনাবাহিনী প্রধান ◈ রাজ‌নৈ‌তিক দলগু‌লোর মতপার্থক্যের ম‌ধ্যে জুলাই সনদ নিয়ে মীমাংসা কি সম্ভব? ◈ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে উল্টে গেল প্রাইভেটকার, নিহত ৩ ◈ যে কারণে পা‌কিস্তা‌নের কিংবদন্তী ক্রিকেটার ওয়া‌সিম আক্রামের জেল হ‌তে পা‌রে! ◈ এশিয়া কাপ থেকে নাম তুলে নিলো পাকিস্তান, টুর্নামেন্ট শুরুর আগেই ধাক্কা ◈ বাংলা‌দেশ ক্রিকেট বো‌র্ডের আগামী নির্বাচনে অংশ নেবেন না মাহবুব আনাম ◈ ইইউ বাজারে ১৭.৯% রপ্তানি প্রবৃদ্ধি, বাংলাদেশের আয় ১০.২৯ বিলিয়ন ইউরো

প্রকাশিত : ২১ আগস্ট, ২০২৫, ১০:৩৬ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারত প্রবেশকালে শার্শা সীমান্ত আটক ৮ বাংলাদেশিকে আদালতে সোপর্দ

আইরিন হক, বেনাপোল(যশোর):  যশোরের শার্শা সীমান্ত পথে  অবৈধভাবে ভারতে যাওয়ার সময় আটক  ৮ বাংলাদেশি নারী,পুরুষকে আদালতে সোপর্দ করা হয়েছে।আটককৃতদের মধ্যে ৫ নারী ও ৩ জন পুরুষ রয়েছেন। 

বুধবার(২০ আগস্ট)  শার্শা থানা পুলিশ তাদের যশোর আদালতে সোপর্দ করে।ধৃত আসামীরা স্বীকার করেছেন যে তারা বৈধ কাগজপত্র বা পাসপোর্ট ছাড়া ভারতে যাওয়ার চেষ্টা করছিল। 

এর আগে গত মঙ্গলবার রাতে শার্শার গোগা সীমান্ত পথে অবৈধ ভাবে ভারতে প্রবেশের চেষ্টা কালে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) তাদের আটক করে পুলিশে সোপর্দ করে। 

আটককৃতরা হলেন, মাদারীপুরের  জান্নাতুল ফেরদৌস (৩৯), ফাহিমা খাতুন (২২), ঢাকার মমিনা বেগম (৩৫), যশোরের সুবাশ বিশ্বাস (৬০),  পিতো বিশ্বাস (৬২),অর্পনা বিশ্বাস (৪৩), সাধনা বিশ্বাস (৫৫) ও হাবিবুর রহমান (৩৩)।

শার্শা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এ কে এম রবিউল ইসলাম জানান,আটককৃতদের বিরুদ্ধে বিজিবি সদস্যরা অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে পুলিশে সোপর্দ করলে পুলিশ বুধবার তাদের আদালতে পাঠায়। 

এদিকে এর আগে গত মঙ্গলবার শার্শা সীমান্তের শিকারপুর এলাকা দিয়ে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে  একজন নারী ও ২ যুবককে আটক করে বিজিবি।

আটককৃতরা হলেন, ময়মনসিংহের নতুন হাট গ্রামের নাছির উদ্দিনের স্ত্রী পান্না আক্তার (৩৮), গোপালগঞ্জের উত্তর হাজিরা বাড়ী গ্রামের বিনোদ গাইনের ছেলে বিপব গাইন (২১) ও খুলনার পশ্চিম বিল পাবলা গ্রামের পঙ্কজ মল্লিকের ছেলে কল্লোল মল্লিক (১৭)।

  • সর্বশেষ
  • জনপ্রিয়