শিরোনাম
◈ যে ঘটনার কারণে রুশনারা আলী মন্ত্রিত্ব হারালেন! ◈ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়ক অবরোধ, দুর্ভোগে উত্তরাঞ্চলের মানুষ ◈ কক্সবাজারে মিথ্যা অপহরণ নাটকের মূলহোতা আটক করেছে ট্যুরিস্ট পুলিশ ◈ ইতিহাসের প্রথম পারমাণবিক হামলা সম্পর্কে আপনি কী জানেন? ◈ ফেব্রুয়ারির নির্বাচনের জন্য সংগ্রহ করা হচ্ছে ৪০,০০০ বডি ক্যামেরা ◈ এসএসসি ও সমমানের পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, যেভাবে দেখা যাবে ◈ ৪ বন্দর পেরিয়ে চট্টগ্রামে বাজল সংকেত, ব্রাজিল থেকে আসা কনটেইনারে পাওয়া গেছে তেজস্ক্রিয়তা! ◈ ৪০ বছর ধরে গর্ভে সন্তান নিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন বৃদ্ধা! ◈ এক বছরে দিল্লি ও ঢাকার সম্পর্ক রাতারাতি বদলে গেল কীভা‌বে? ◈ জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো নিউ জিল্যান্ড

প্রকাশিত : ০৬ আগস্ট, ২০২৫, ০৯:৫৭ রাত
আপডেট : ১০ আগস্ট, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেব-শুভশ্রীকে নিয়ে রাজের প্রাক্তন স্ত্রীর পোস্ট ভাইরাল

সোমবার (৪ আগস্ট) রাতে প্রায় এক যুগ পর সামনে এলেন দেব-শুভশ্রী। টালিউডের টক অব টাউন এখন মেতেছে তাদেরকে নিয়ে। সবাই নজর রাখছিল শুভশ্রীর স্বামী রাজ চক্রবর্তীর দিকে। আবার দেবের প্রেমিকা রুক্মিণী কিছু বলছেন কিনা সেদিকটাও খেয়াল রাখছেন নেটিজেনরা। তবে চমক দেখিয়ে পোস্ট দিয়েছেন রাজের প্রাক্তন স্ত্রী।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, সোমবার (৪ আগস্ট) নজরুল মঞ্চে 'ধূমকেতু'র ট্রেলার লঞ্চ অনুষ্ঠানের পর রাজ চক্রবর্তীর প্রাক্তন স্ত্রী শতাব্দী মিত্রর পোস্ট ভাইরাল হয়েছে।

সেই পোস্টে শতাব্দী লিখেছেন , ‘কিরে, কেমন লাগছে? আমারও ঠিক এরকমই লেগেছিল, ঠিক এইরকমই। বুঝলে তো? হিস্টোরি রিপিটস। বুকের বাঁদিকটা চিনচিন করছে তো.... আমারও করেছিল, ঠিক তেরো বছর আগে।’

২০০৬ সালে প্রথম বিয়ে হয় রাজের। স্ত্রীর নাম শতাব্দী মিত্র। সেই সময় সেভাবে সাফল্যের মুখ দেখেননি রাজ। যখন একটু একটু করে সামনের দিকে আগাচ্ছিলেন সেসময় অর্থাৎ ২০১১ সালে ডিভোর্স হয় রাজ-শতাব্দীর। এরপর রাজের জীবনে আসেন পায়েল, শুভশ্রী, মিমি! আর সবশেষে ২০১৮ সালে শুভশ্রীকে বিয়ে ও এখন তারা দুই সন্তানের মা-বাবা।

সোমবার রাতে ইন্টারনেট যখন দেব-শুভশ্রীকে নিয়ে উত্তাল, তখনই আসে শতাব্দীর পোস্ট। একটি কবিতা লেখা। ‘আজ তুই যে জায়গায় দাঁড়িয়ে, আমি অনেক আগেই হেঁটেছি সেই পথ ধরে। তোর এই বুকের বাঁদিকের চিনচিনে ব্যথা— আমারও খুব চেনা, ঠিক একই পথ ধরে।’

কোথাও কারও নাম নেই। কিন্তু দুইয়ে দুইয়ে চার মিলিয়ে নিয়েছেন নেটিজেনরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়