শিরোনাম
◈ ২৯ জুলাই বাংলাদেশকে চূড়ান্ত শুল্ক আলোচনায় বসার আমন্ত্রণ যুক্তরাষ্ট্রের ◈ বিমান দুর্ঘটনায় দগ্ধদের চিকিৎসা দিতে চীনা মেডিকেল টিম ঢাকায় ◈ ৩৭তম বিয়ে করতে এসে ধরা পড়লেন এক প্রতারক, তারপর যা ঘটল ◈ সায় ছিলো না ভারতের, বাতিল হলো দিল্লিতে পলাতক আওয়ামী নেতাদের সংবাদ সম্মেলন! ◈ এফ-১৬ যুদ্ধবিমান দিয়ে কম্বোডিয়ায় হামলা চালাল থাইল্যান্ড ◈ দুদককে চ্যালেঞ্জ দিয়ে জয় বললেন: মিথ্যা অভিযোগে ভয় পাই না, আইনিভাবে মোকাবিলা করব ◈ ৩০ বিলিয়ন ডলারের ঘরে বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ ◈ জাতিসংঘ কার্যালয় স্বার্থ বিবেচনায় স্থাপন, চীনের প্রকল্পে আতঙ্কিত হওয়ার কিছু নেই, ভারতের সঙ্গেও সম্পর্ক স্বাভাবিক: পররাষ্ট্র উপদেষ্টা ◈ বাংলা‌দেশ-পা‌কিস্তান তৃতীয় ম‌্যা‌চের টিকিট বিক্রির টাকা বিমান দূর্ঘটনায় আহতদের দিচ্ছে বিসিবি ◈ বাংলা‌দে‌শের অবিশ্বাস্য ব্যাটিং ধ্বস, হোয়াইটওয়াশের লজ্জা এড়ালো পাকিস্তান

প্রকাশিত : ২৩ জুলাই, ২০২৫, ০৭:১২ বিকাল
আপডেট : ২৫ জুলাই, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লাশ গুম হইছে বুঝলাম, অভিভাবকরাও কি গুম হয়ে গেছে?: প্রশ্ন প্রিন্স মাহমুদের

এবার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা নিয়ে নানা গুজব ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, এ দুর্ঘটনায় এ পর্যন্ত ৩১ জনের মৃত্যু নিশ্চিত হওয়া গেছে। আহত হয়েছেন অন্তত ১৬৫ জন, যাদের মধ্যে অনেকেই রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তবে একদল দাবি করছে, নিহতের এই সংখ্যাটি সঠিক নয়। কেউ কেউ আবার তথাকথিত ‘লাশ গুম’ করারও অভিযোগ তুলেছেন। বিষয়টি নিয়ে এবার মুখ খুলেছেন দেশের জনপ্রিয় গীতিকার ও সুরকার প্রিন্স মাহমুদ। এক ফেসবুক স্ট্যাটাসে তিনি সরাসরি প্রশ্ন তুলেছেন ‘লাশ গুম’ বিতর্ক প্রসঙ্গে।

যেখানে তিনি প্রশ্ন ছুড়ে দিয়ে বলেছেন, ‘যে সব অভিভাবক সন্তানের লাশ পায়নি, তাদের তালিকা দেন। লাশ গুম হইছে বুঝলাম, অভিভাবকরাও কি গুম হয়ে গেছে?’ গায়কের এই স্ট্যাটাসে বিষয়টি স্পষ্ট, তিনি ‘লাশ গুম’ বিতর্ক প্রসঙ্গে প্রচণ্ড বিরক্ত। কারণ শিল্পী মনে করেন, কেউ যদি সত্যিই নিখোঁজ হয়ে থাকে, তাহলে তাদের পরিবারের লোকজন কোথায়? তারা প্রকাশ্যে আসছেন না কেন? এ নিয়ে জনমনে সন্দেহ ও গুজব ছড়ানো কতটা যৌক্তিক?

মাইলস্টোনের নিহত শিক্ষার্থীদের সংখ্যা নিয়ে একই অবস্থান দেখা গেছে অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীরও। এক ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেছেন, “মাইলস্টোনের ক্লাসে কারা ছিল, কারা প্রাণ হারিয়েছে, কারা চিকিৎসাধীন-এই সবই তো রেকর্ডেড। সুতরাং দয়া করে ভুয়া হেডলাইন দেওয়া লেখা শেয়ার করে মানুষকে আরও ট্রমাটাইজড করবেন না। জাতি শিল্পীদের কাছে আরেকটু দায়িত্বশীলতা আশা করে।”

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়