শিরোনাম
◈ ২০ শতাংশ পাল্টা শুল্কের চাপ সামলাবে কে: যুক্তরাষ্ট্রের নতুন বাণিজ্যনীতিতে বাংলাদেশের চ্যালেঞ্জ ও সম্ভাবনা ◈ ডলারের বিশ্বায়ন: যেভাবে একটি মুদ্রা বিশ্ব অর্থনীতিকে শাসন করছে ◈ ট্রাম্পের কঠোর অভিবাসন নীতি: চার্টার্ড ফ্লাইটে যুক্তরাষ্ট্র থেকে ফেরত আসছেন আরও ৩০ বাংলাদেশি ◈ যশোরের মনিরামপুরে ডাকাতির প্রস্তুতিকালে যুবদলের চার কর্মী গ্রেফতার ◈ মিয়ানমারের রাজনীতিতে নতুন মোড়, জান্তার ক্ষমতা হস্তান্তর! ◈ ইসরায়েলি নাগরিক সাফাদির সাথে সাক্ষাৎ: স্বীকার করে চাঞ্চল্যকর তথ্য দিলেন নুর (ভিডিও) ◈ জিম্বাবুয়েকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনা‌লে বাংলা‌দেশ ◈ মির্জা আব্বাসের প্রশ্ন: অন্তর্বর্তীকালীন সরকার কি ‘জাতীয় নাগরিক পার্টির’ (এনসিপি) সরকার? ◈ ফার্মেসির পরামর্শে শিশুর ডায়রিয়ায় অ্যান্টিবায়োটিক, গবেষণায় বিপদের ইঙ্গিত ◈ মার্কিন শুল্ক কমলো, যেসব চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

প্রকাশিত : ০৯ জুন, ২০২৫, ০৬:২৬ বিকাল
আপডেট : ০২ আগস্ট, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঈদের আগের রাতে হাসপাতালে ভর্তি জাহিদ হাসান, চাইলেন সবার কাছে দোয়া

জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান ঠান্ডাজনিত সমস্যায় আক্রান্ত হলে তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। হঠাৎ অসুস্থতা বোধ করলে ঈদের আগের দিন তাকে নিয়ে যাওয়া হয়। জাগো নিউজকে জাহিদ হাসান নিজেই আজ (৯ জুন) বিকেল ৫টার দিকে এ কথা জানিয়েছেন।

জাহিদ হাসান বলেন, ‘আমি এখনো হাসপাতালে আছি। আমার শারীরিক অবস্থা উন্নতির দিকে। ঠান্ডায় আক্রান্ত হলে মনে করেছিলাম অন্য কোনো সমস্যা থাকতে পারে। কিন্তু হাসপাতালে এসে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানিয়েছেন আমার কোভিড কিংবা ডেঙ্গু কোনোটাই হয়নি। তবে আরও কয়েকদিন হাসপাতালে থাকতে হবে।’

তিনি আরও বলেন, ‘ঈদের আগের রাতে হাসপাতালে ভর্তি হয়েছি। জীবনে এই প্রথম একটি ঈদ করলাম হাসপাতালের রোগীদের সঙ্গে। এটি আমার জন্য নতুন অভিজ্ঞতা। এমন অভিজ্ঞতাও আল্লাহপাক আমাকে দেখিয়ে নিলেন। কেউ যেন আমাকে নিয়ে দুশ্চিন্তা না করেন। আমি সবার কাছে দোয়া চাই।’

জাগো নিউজের মাধ্যমে তিনি তার অনুরাগীদের আরও বলেন, ‘আমাকে এই মুহূর্তে ফোন দেওয়ার প্রয়োজন নেই। হাসপাতালে বিশ্রামে আছি, তাই কথা কম বলতে চাইছি।’

এবারের ঈদে মুক্তি পেয়েছে জাহিদ হাসান অভিনীত সিনেমা ‘উৎসব’। তানিম নূর নির্মিত এ সিনেমায় আরও অভিনয় করেছেন আফসানা মিমি, অপি করিম, চঞ্চল চৌধুরী, জয়া আহসান প্রমুখ। সিনেমাটি পারিবারিক গল্প নিয়ে নির্মিত হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়