শিরোনাম
◈ ২০ শতাংশ পাল্টা শুল্কের চাপ সামলাবে কে: যুক্তরাষ্ট্রের নতুন বাণিজ্যনীতিতে বাংলাদেশের চ্যালেঞ্জ ও সম্ভাবনা ◈ ডলারের বিশ্বায়ন: যেভাবে একটি মুদ্রা বিশ্ব অর্থনীতিকে শাসন করছে ◈ ট্রাম্পের কঠোর অভিবাসন নীতি: চার্টার্ড ফ্লাইটে যুক্তরাষ্ট্র থেকে ফেরত আসছেন আরও ৩০ বাংলাদেশি ◈ যশোরের মনিরামপুরে ডাকাতির প্রস্তুতিকালে যুবদলের চার কর্মী গ্রেফতার ◈ মিয়ানমারের রাজনীতিতে নতুন মোড়, জান্তার ক্ষমতা হস্তান্তর! ◈ ইসরায়েলি নাগরিক সাফাদির সাথে সাক্ষাৎ: স্বীকার করে চাঞ্চল্যকর তথ্য দিলেন নুর (ভিডিও) ◈ জিম্বাবুয়েকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনা‌লে বাংলা‌দেশ ◈ মির্জা আব্বাসের প্রশ্ন: অন্তর্বর্তীকালীন সরকার কি ‘জাতীয় নাগরিক পার্টির’ (এনসিপি) সরকার? ◈ ফার্মেসির পরামর্শে শিশুর ডায়রিয়ায় অ্যান্টিবায়োটিক, গবেষণায় বিপদের ইঙ্গিত ◈ মার্কিন শুল্ক কমলো, যেসব চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

প্রকাশিত : ০৮ জুন, ২০২৫, ০৮:৪৬ রাত
আপডেট : ৩১ জুলাই, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘তাণ্ডব’ দেখতে গিয়ে সিনেমা হলে দর্শকদের তাণ্ডব

সুপার স্টার শাকিব খান অভিনীত ‘তাণ্ডব’ সিনেমা কারিগরি ত্রুটির কারণে প্রচারে বিলম্ব হওয়ায় সিনেমা হলে তাণ্ডব চালিয়েছে ক্ষুব্ধ দর্শকরা। গতকাল শনিবার ঈদের দিন সন্ধ্যা পৌনে ৬টার দিকে রাজবাড়ী শহরের সি কে ঘোষ রোড এলাকার কালুখালীতে বৈশাখী সিনেমা হলে এ ঘটনা ঘটে।

জানা যায়, ‘তাণ্ডব’ সিনেমা দেখতে ঈদের দিন থেকে সিনেমা হলে দর্শকের ভিড় দেখা যায়। বৈশাখী হলে ২৫০ জন দর্শক ধারণ ক্ষমতা রয়েছে। রাতের শো-তে প্রদর্শনীর সময় কারিগরি ত্রুটি দেখা যায়। এ সময় সিনেমা বন্ধ হয়ে যায়। এতে দর্শকেরা উত্তিজিত হয়ে বেশ কিছুচেয়ার, ফ্যান ও টিকিট কাউন্টার ভাংচুর করেন।

কয়েক জন দর্শক জানান, রাত সাড়ে ১০ টার সময় কারিগরি ত্রুটির কারণে সিনেমা বন্ধ হয়ে যায়। তখন প্রায় ৩০ মিনিটের বেশি সময় দর্শকরা অপেক্ষা করে। আধা ঘণ্টা অতিবাহিত হওয়ার পর হল কর্তৃপক্ষ সিনেমা প্রদর্শনীতে ব্যর্থ হয়। তখন দর্শকরা উত্তেজিত হয়ে পড়েন। এ সময় তারা টিকেটের টাকা ফেরৎ চায়। এ নিয়ে বাকবিতণ্ডা শুরু হয়। পরে ভাংচুর করে উত্তেজিত দর্শকরা। 

কালুখালীর বৈশাখী হলের ব্যবস্থাপক মো. মনিরুল ইসলাম বলেন, ‘আমার হলে ২৫০ জন দর্শক ধারণ ক্ষমতা রয়েছে। রাতের শো-তে সাড়ে ১০টার দিকে সার্ভার জটিতলা দেখা দেয়। প্রায় ৩০ মিনিটের মতো এই জটিলতা ছিল। তখন কিছু দর্শক উত্তেজিত হয়ে হলে ভাংচুর করেন। আমার প্রায় লক্ষাধিক টাকার মতো ক্ষতি হয়েছে।’

কালুখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ জামাল হোসেন বলেন, ‘এমন কোনো ঘটনা আমাদের জানা নেই। হল মালিক আমাদের কাছে অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়