শিরোনাম
◈ ২০ শতাংশ পাল্টা শুল্কের চাপ সামলাবে কে: যুক্তরাষ্ট্রের নতুন বাণিজ্যনীতিতে বাংলাদেশের চ্যালেঞ্জ ও সম্ভাবনা ◈ ডলারের বিশ্বায়ন: যেভাবে একটি মুদ্রা বিশ্ব অর্থনীতিকে শাসন করছে ◈ ট্রাম্পের কঠোর অভিবাসন নীতি: চার্টার্ড ফ্লাইটে যুক্তরাষ্ট্র থেকে ফেরত আসছেন আরও ৩০ বাংলাদেশি ◈ যশোরের মনিরামপুরে ডাকাতির প্রস্তুতিকালে যুবদলের চার কর্মী গ্রেফতার ◈ মিয়ানমারের রাজনীতিতে নতুন মোড়, জান্তার ক্ষমতা হস্তান্তর! ◈ ইসরায়েলি নাগরিক সাফাদির সাথে সাক্ষাৎ: স্বীকার করে চাঞ্চল্যকর তথ্য দিলেন নুর (ভিডিও) ◈ জিম্বাবুয়েকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনা‌লে বাংলা‌দেশ ◈ মির্জা আব্বাসের প্রশ্ন: অন্তর্বর্তীকালীন সরকার কি ‘জাতীয় নাগরিক পার্টির’ (এনসিপি) সরকার? ◈ ফার্মেসির পরামর্শে শিশুর ডায়রিয়ায় অ্যান্টিবায়োটিক, গবেষণায় বিপদের ইঙ্গিত ◈ মার্কিন শুল্ক কমলো, যেসব চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

প্রকাশিত : ০৭ জুন, ২০২৫, ০৬:০৭ বিকাল
আপডেট : ০১ আগস্ট, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আল্লু অর্জুনের বিপরীতে অ্যাটলির নতুন সিনেমায় দীপিকা, ফিরছেন মা হওয়ার পর

সম্প্রতি মা হয়েছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। সন্তান জন্মদানের পর পুরোদমে সন্তান পালনে নিজেকে ব্যস্ত রেখেছেন। এমনকী কাজও নিয়ে এসেছেন নির্দিষ্ট গণ্ডির মধ্যে। ৮ ঘণ্টার বেশি শুটিং না করার শর্ত বলিউডের আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন এ অভিনেত্রী।

যে শর্তের কারণে সন্দ্বীপ রেড্ডি ভাঙ্গার আসন্ন সিনেমা ‘স্পিরিট’ থেকে বাদ পড়েন দীপিকা। সেই সিনেমায় দীপিকার বদলে সন্দীপ নিয়েছেন তৃপ্তি দিমরিকে। এরপর নাগ অশ্বিনের ‘কল্কি’র সিক্যুয়াল থেকেও বাদ পড়েছেন দীপিকা, এমনটা শোনা যাচ্ছে। 

 তবে এতসব হতাশার খবরের মাঝে দীপিকা ভক্তদের জন্য এলো দারুণ এক সুখবর।

প্রভাসের সঙ্গে দুটি সিনেমা বাদ পড়লেও দক্ষিণের আরেক সুপারস্টার আল্লু অর্জুনের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন দীপিকা পাড়ুকোন। যে সিনেমাটি পরিচালনা করতে যাচ্ছে বিখ্যাত পরিচালক অ্যাটলি।

অ্যাটলির সিনেমায় আল্লুর সঙ্গে জুটি বাঁধার গুঞ্জন ছিল দীপিকার। তবে গুঞ্জনকে সত্যি করলো প্রযোজনা সংস্থার ঘোষণা।

শনিবার সকালে প্রযোজনা সংস্থা ‘সান পিকচার্স’-এর অফিশিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে শেয়ার করা ভিডিও সেই গুঞ্জনে সিলমোহর দিয়েছে। টিমের পক্ষ থেকেও দীপিকা পাড়ুকোনের লুক প্রকাশ্যে আনা হয়েছে ৷ আগামী দিনে মৃণাল ঠাকুর এবং জাহ্নবী কাপুরের মতো অভিনেত্রীদের লুকও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে।

 এপ্রিলের শুরুতে আল্লুর জন্মদিনে এই সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা হয়েছিল। তবে এই প্রজেক্টে আল্লুর বিপরীতে কোন অভিনেত্রীকে দেখা যাবে, তা নিয়ে নানা চর্চা তৈরি হয়েছিল। বহু আলোচনা, অনুমানের পর অবশেষে স্পষ্ট হলো বিষয়টি।

মা হওয়ার আগে ২০২৩ সালে অ্যাটলি পরিচালিত 'জওয়ান'-এ শেষ বার দেখা গিয়ে ছিল দীপিকাকে। মাঝের ২ বছর পর্দা থেকে বিরতি নেওয়ার পর সেই অ্যাটলির হাত ধরেই প্রত্যাবর্তন হচ্ছে দীপিকার।

এখন পর্যন্ত পাওয়া তথ্যমতে, এটি হতে যাচ্ছে ভারতের অন্যতম ব্যয়বহুল সিনেমা। এই সিনেমায় শুধু অ্যাকশন নয়, সাইন্স ফিকশন ধরা পড়তে চলেছে অন্যরকম পিরিয়ড ফ্যান্টাসি। হলিউডের প্রখ্যাত ভিএফএক্স প্রতিষ্ঠান এর জন্য কাজ করবে। জানা গেছে, আল্লু অর্জুনকে এই সিনেমায় দ্বৈত ভূমিকায় দেখা যাবে ৷ দীপিকা ছাড়াও এতে তিন থেকে পাঁচজন প্রধান অভিনেত্রী থাকবেন বলে জানা গেছে। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়