শিরোনাম
◈ ২০ শতাংশ পাল্টা শুল্কের চাপ সামলাবে কে: যুক্তরাষ্ট্রের নতুন বাণিজ্যনীতিতে বাংলাদেশের চ্যালেঞ্জ ও সম্ভাবনা ◈ ডলারের বিশ্বায়ন: যেভাবে একটি মুদ্রা বিশ্ব অর্থনীতিকে শাসন করছে ◈ ট্রাম্পের কঠোর অভিবাসন নীতি: চার্টার্ড ফ্লাইটে যুক্তরাষ্ট্র থেকে ফেরত আসছেন আরও ৩০ বাংলাদেশি ◈ যশোরের মনিরামপুরে ডাকাতির প্রস্তুতিকালে যুবদলের চার কর্মী গ্রেফতার ◈ মিয়ানমারের রাজনীতিতে নতুন মোড়, জান্তার ক্ষমতা হস্তান্তর! ◈ ইসরায়েলি নাগরিক সাফাদির সাথে সাক্ষাৎ: স্বীকার করে চাঞ্চল্যকর তথ্য দিলেন নুর (ভিডিও) ◈ জিম্বাবুয়েকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনা‌লে বাংলা‌দেশ ◈ মির্জা আব্বাসের প্রশ্ন: অন্তর্বর্তীকালীন সরকার কি ‘জাতীয় নাগরিক পার্টির’ (এনসিপি) সরকার? ◈ ফার্মেসির পরামর্শে শিশুর ডায়রিয়ায় অ্যান্টিবায়োটিক, গবেষণায় বিপদের ইঙ্গিত ◈ মার্কিন শুল্ক কমলো, যেসব চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

প্রকাশিত : ০৬ জুন, ২০২৫, ১১:০৭ রাত
আপডেট : ০২ আগস্ট, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

কান থেকে ফিরেই ব্যস্ত জেবিন, পাঁচ দিন ঈদ সঞ্চালনায়

মনিরুল ইসলাম: কান চলচ্চিত্র উৎসবের ৭৮-তম আসর কভার করে দেশে ফিরেই শাহরিন জেবিন ব্যস্ত হয়ে পড়েছেন রুটিন কাজে। ঈদ উৎসবে বরাবরের মতো জেবিনের সঞ্চালনায় চ্যানেল টুয়েন্টি ফোরে থাকছে বেশ কয়েকটি অনুষ্ঠান।

জেবিন  ঈদের অনুষ্ঠান প্রসঙ্গে জানান, ২৮ মে দেশে ফিরেই ঈদের অনুষ্ঠান নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি। প্রস্তুতির সুযোগও মিলেনি। ঈদের পাঁচ দিন সন্ধ্যা ৬টায় প্রচার হবে ‘ঈদ তারকা সন্ধ্যা’। অতিথি হিসেবে থাকছেন দোলা – লুইপা, কনা – সামিরা খান মাহি, নীরব – ইমন, আরিফিন রুমি – কর্ণিয়া, চাষী আলমা – নাবিলা ইসলাম। ঈদের পাঁচদিন রাত ৯টায় প্রচার হবে ‘যে কথা হয়নি বলা’। এতে অতিথি হয়ে এসেছেন আজিজুল হাকিম – জিনাত হাকিম, আরজে নিরব – লাবণ্য, বাপ্পা মজুমদার – তানিয়া হোসেন, সালহা খানম নাদিয়া – সালমান আরাফাত, জামিল হোসেন – মুনমুন। এ ছাড়া থাকছে কালার্স টুয়েন্টি ফোর’র বিশেষ আয়োজন। ঈদের আগের রাতে ৮টা ৩০ মিনিটে আজমেরী হক বাঁধন ও পূজা ক্রুজ আসবেন অতিথি হয়ে। ঈদের পরের শুক্রবার অতিথি হয়েছেন শবনম বুবলি।সেলিব্রিটি চয়েজ ও বিশ্বরঙ থেকে ঈদের অনুষ্ঠানের পোশাক নিয়েছি। 

সবশেষে ঈদ প্রসঙ্গে তিনি বললেন, ঈদে অফিস করবো। ঈদে দর্শকদের বিনোদনের আপডেট দিতে হবে। ভালোবাসা থেকেই অফিস করি। কোরবানি দিচ্ছি নানু বাড়িতে। কোরবানি দিয়েই দুপুরে অফিসে আসব। ঈদের পরদিন রান্না করবো। গরুর ভাজা শুটকির মতো আইটেম প্রতি কোরবানি ঈদে রান্না করি। বিরিয়ানি পছন্দ করি। ওটা থাকবে রান্নার মেন্যুতে। এ ছাড়া গরু ও খাসির আইটেম রান্না করতে হয়। 

প্রসঙ্গত, চ্যানেল টুয়েন্টি ফোরের বিনোদন বিভাগে সাংবাদিকতা ও অনুষ্ঠান সঞ্চালনার পাশাপাশি বিভিন্ন কর্পোরেট ইভেন্ট উপস্থাপনা করছেন কুষ্টিয়ার মেয়ে জেবিন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়