শিরোনাম
◈ ২০ শতাংশ পাল্টা শুল্কের চাপ সামলাবে কে: যুক্তরাষ্ট্রের নতুন বাণিজ্যনীতিতে বাংলাদেশের চ্যালেঞ্জ ও সম্ভাবনা ◈ ডলারের বিশ্বায়ন: যেভাবে একটি মুদ্রা বিশ্ব অর্থনীতিকে শাসন করছে ◈ ট্রাম্পের কঠোর অভিবাসন নীতি: চার্টার্ড ফ্লাইটে যুক্তরাষ্ট্র থেকে ফেরত আসছেন আরও ৩০ বাংলাদেশি ◈ যশোরের মনিরামপুরে ডাকাতির প্রস্তুতিকালে যুবদলের চার কর্মী গ্রেফতার ◈ মিয়ানমারের রাজনীতিতে নতুন মোড়, জান্তার ক্ষমতা হস্তান্তর! ◈ ইসরায়েলি নাগরিক সাফাদির সাথে সাক্ষাৎ: স্বীকার করে চাঞ্চল্যকর তথ্য দিলেন নুর (ভিডিও) ◈ জিম্বাবুয়েকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনা‌লে বাংলা‌দেশ ◈ মির্জা আব্বাসের প্রশ্ন: অন্তর্বর্তীকালীন সরকার কি ‘জাতীয় নাগরিক পার্টির’ (এনসিপি) সরকার? ◈ ফার্মেসির পরামর্শে শিশুর ডায়রিয়ায় অ্যান্টিবায়োটিক, গবেষণায় বিপদের ইঙ্গিত ◈ মার্কিন শুল্ক কমলো, যেসব চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

প্রকাশিত : ০৬ জুন, ২০২৫, ১২:৪১ রাত
আপডেট : ২৭ জুলাই, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

সাবিলা “লিচুর বাগানে” দিয়ে কি যে আগুন লাগিয়ে দিল : শাকিব খান (ভিডিও)

মনিরুল ইসলাম: সাবিলা নূরের প্রশংসা করে সুপারষ্টার শাকিব খান এভাবেই বললেন, ‘সাবিলা তো শুরুতে এসেই “লিচুর বাগানে” দিয়ে কী যে আগুন লাগিয়ে দিল। আমরা সব সময় বলতাম একটা কথা। বলতাম—বাংলা সিনেমা আর একটা স্টার হিরোইন দরকার। সেই হিরোইন  পেয়ে গেল বাংলা সিনেমা। অসম্ভব ভালো অভিনয় করেছে সাবিলা। ইনশা আল্লাহ ভবিষ্যতেও আমরা একসঙ্গে কাজ করব।

সাবিলার প্রশংসা করার সময় সাবিলা চোখে- মুখে ছিলো আনন্দ উচ্ছাসের ছাপ। তন্ময় হয়ে শুনলেন শাকিব খানের বয়ান।

বৃহস্পতিবার সন্ধ্যায় গুলশানের এক অভিজাত হোটেলে আয়োজন করা হয় ঈদে মুক্তি প্রতীক্ষিত আলোচিত মুভি ' তান্ডব' মুক্তি নিয়ে এক সংবাদ সম্মেলনের। এতে বিনোদন সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন শাকিব খান। যাকে এখন মেগাষ্টার খেতাবে ভূষিত করা হচ্ছে। উপস্থিত ছিলেন মুভির নির্মাতা  এ সময়ের জনপ্রিয় পরিচালক রায়হান রাফী। ছবির আরেক অভিনেত্রী জয়া আহসান। সকলেই কথা বলেন। প্রশ্নের জবাব দেন।

২ দিন আগে তান্ডব ছবির একটি আইটেম সং প্রকাশ পেয়েছে। ' লিচুর বাগানে '...। এই সংটি ইউটিউবে প্রচার হবার পর থেকে ঝড় তুলেছে সাবিলা - শাকিবখানের আইটেম সংটি। সাথে আছে মোশাররফ করিম। এখন চারিদিকে এই সং নিয়েই চলছে আলোচনা - সমালোচনা। সিনেমা দর্শকরা অপেক্ষায় রয়েছে শনিবার কখন বড় পর্দায় দেখবেন সংটি।

সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে  শাকিব খান বলেন,  কে ছোট পর্দার আর কে বড় পর্দার এ বিষয়টা আসলে শুনতেই ভালো লাগে না। কেন প্রশ্ন উঠবে বড় পর্দা, ছোট পর্দা। আমরা অভিনেতা–অভিনেত্রী। সেটা যে অঙ্গনেই হোক । আমাদের কাজই হচ্ছে মানুষকে বিনোদন দেওয়া। এখন আসলে পৃথিবীতে এ বিষয়টাই চলে না, কোন পর্দার মানুষ। ভালো অভিনয়শিল্পী কি না, সেটা হলো দেখার বিষয়—সেটা যে অঙ্গনেই কাজ করুক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়