শিরোনাম
◈ ২০ শতাংশ পাল্টা শুল্কের চাপ সামলাবে কে: যুক্তরাষ্ট্রের নতুন বাণিজ্যনীতিতে বাংলাদেশের চ্যালেঞ্জ ও সম্ভাবনা ◈ ডলারের বিশ্বায়ন: যেভাবে একটি মুদ্রা বিশ্ব অর্থনীতিকে শাসন করছে ◈ ট্রাম্পের কঠোর অভিবাসন নীতি: চার্টার্ড ফ্লাইটে যুক্তরাষ্ট্র থেকে ফেরত আসছেন আরও ৩০ বাংলাদেশি ◈ যশোরের মনিরামপুরে ডাকাতির প্রস্তুতিকালে যুবদলের চার কর্মী গ্রেফতার ◈ মিয়ানমারের রাজনীতিতে নতুন মোড়, জান্তার ক্ষমতা হস্তান্তর! ◈ ইসরায়েলি নাগরিক সাফাদির সাথে সাক্ষাৎ: স্বীকার করে চাঞ্চল্যকর তথ্য দিলেন নুর (ভিডিও) ◈ জিম্বাবুয়েকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনা‌লে বাংলা‌দেশ ◈ মির্জা আব্বাসের প্রশ্ন: অন্তর্বর্তীকালীন সরকার কি ‘জাতীয় নাগরিক পার্টির’ (এনসিপি) সরকার? ◈ ফার্মেসির পরামর্শে শিশুর ডায়রিয়ায় অ্যান্টিবায়োটিক, গবেষণায় বিপদের ইঙ্গিত ◈ মার্কিন শুল্ক কমলো, যেসব চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

প্রকাশিত : ৩১ মে, ২০২৫, ০৩:১২ রাত
আপডেট : ২৯ জুলাই, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অপু বিশ্বাসকে শাহরিয়ার নাজিম জয়, ধর্ম নিয়ে মিথ্যা কথা বলা যায় না

অপু বিশ্বাস বরাবরই ঢাকাই চলচ্চিত্রের এক আলোচিত নাম। তাকে নিয়ে উত্তেজনার পারদও সর্বদা তুঙ্গে থাকে। তিনি ২০০৮ সালে ভালোবেসে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন ঢাকাই চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে। যদিও বিয়ের কথা দুইজনেই গোপন রেখেছিলেন।

এরপর কলকাতায় তাদের সন্তানের জন্ম হয়; আর সে বছরেই বিচ্ছেদ ঘটে তাদের। এই তারকা যুগলের দাম্পত্য নিয়ে বিতর্ক কম নয়। ২০১৭ সালে ছেলে আব্রাম খান জয়কে নিয়ে একটি বেসরকারি চ্যানেলের লাইভ অনুষ্ঠানে হাজির হন অপু বিশ্বাস। তখনই শাকিবের সঙ্গে ঘটে যাওয়া এ সকল অতীতের কথা জনসম্মুখে আনেন অপু বিশ্বাস। এরপর যদিও তাদের সংসার আর টেকেনি।

এরপর শোনা যায়, বিয়ের পর সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন তিনি। এরপর পুরোনো এক সাক্ষাৎকার ভাইরাল হতেই নতুন করে আলোচনায় এই নায়িকা। সেই সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, বিয়ের পর সনাতন ধর্ম ত্যাগ করে অপু বিশ্বাস ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন- এ বিষয়টি মিথ্যা; তিনি হিন্দু ধর্মেই আছেন। এও জানান, নিজের ক্যারিয়ার এবং সন্তানের জন্য ক্যামেরার সামনে মিথ্যা বলেছিলেন তিনি।

যে সাক্ষাৎকারে অপু বিশ্বাস এ কথাটি বলেছিলেন, তার সঞ্চালনায় ছিলেন দেশের আলোচিত অভিনেতা শাহরিয়ার নাজিম জয়। বিষয়টি নিয়ে আবারও সংবাদ ও বিতর্ক তৈরি হতেই সামাজিক মাধ্যমে অপুর উদ্দেশ্যে আন্তরিক হয়ে একটি পোস্ট দিলেন তিনি।

সেখানে তিনি উল্লেখ করেন, ‘প্রিয় অপু বিশ্বাস। ধর্ম নিয়ে মিথ্যা কথা বলা যায় না। ধর্ম নিয়ে মিথ্যে মানে তুমি একবার বিশ্বাস করছো আল্লাহকে। আরেকবার বলছো বিশ্বাস করো না। মুসলমান ভাই বোনেরা তোমার এই মিথ্যাতে কষ্ট পেয়েছে। একইভাবে তোমার ধর্মের মানুষও তাতে বিব্রত হয়েছে। ক্যারিয়ার স্বামী সন্তান সব কিছুকে ব্যালেন্স করতে গিয়ে তুমি যে মিথ্যার আশ্রয়টি নিয়েছো তা তোমাকে আশ্রয়হীন বানিয়ে দিয়েছে। তোমার নিঃশর্ত ক্ষমা চাওয়া উচিত। ক্ষমা চাওয়া এবং ক্ষমা করে দেওয়া এই দুটোই অনেক বড় মহত্ত্বের কাজ। তুমি মহৎ হও অন্যরাও তোমার সাথে মহত্ত্বের পরিচয় দেবে।’

সেই পুরোনো সাক্ষাৎকারে অপু বলেছিলেন, ‘সত্যি কথা বলতে বিয়ের পরও আমি পুরোনো ধর্ম নিয়েই ছিলাম। ক্যামেরার সামনে অনেক মিথ্যা বলেছি। কিছু কিছু জিনিসের কারণে। প্রথম দিকে নিজের ক্যারিয়ার জন্য মিথ্যা বলেছিলাম। তাছাড়া ওই সময় শাকিব আমার স্বামী ছিল। তাকে সাপোর্ট করাটা আমার দায়িত্ব ছিলো। আমরা অনেক প্রোগ্রামে বা শুটিংয়ে একজন অন্যজনকে প্রশ্ন করতাম কবে বিয়ে করছ। সেও আমাকে উল্টো প্রশ্ন করত আমার বিয়ে কবে হচ্ছে। অনুষ্ঠান শেষে রাতে বাড়ি ফিরে রান্না করে খাওয়াচ্ছি। আমরা তখন রানিং স্বামী-স্ত্রী।’

সেসময় অপু আরও বলেছিলেন, ‘আমার ছেলেকে নিয়ে যখন লাইভে আসলাম তখন সবাই জানতে পারল আমি বিবাহিত। সবাই মনে করত আমি যেহেতু একজন মুসলিম ধর্মাবলম্বী ছেলেকে বিয়ে করেছি আমিও মুসলমান হয়েছি। কিন্তু আমি বিয়ের পর থেকেই হিন্দু। কারণ হিন্দু থেকে মুসলিম হওয়ার জন্য প্রক্রিয়াধীন কাজগুলো হয় তার একটাও তারা (শাকিবের পরিবার) করেননি। বিয়ের সময় মুসলিম ধর্মে এসে এখন হিন্দু ধর্মে ফিরে গেছি বিষয়টা তা না।’

ধর্ম নিয়ে দর্শকদের মিথ্যা বলেছেন- অনুষ্ঠানের উপস্থাপক জয়ের এমন প্রশ্নের জবাবে অপু বলেছিলেন, ‘আমার ছেলের জন্য মিথ্যা বলেছি। সেই সময় যেহেতু আমার বাচ্চা হয়ে গেছে। আর শাকিবকে বিয়ে করেছি সে মুসলিম। সেই জায়গায় থেকে ভেবেছি সংসার ঠিকঠাক থাকুক। যেমনটা বিয়েকে আড়াল করেছিলাম।’

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়