মনিরুল ইসলাম : জরিনা শিকদার বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ মিলনায়তনে নাটকের মাধ্যমে নারী জীবনের বৈষম্যের চিত্র তুলে ধরা হয়েছে।
বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস) ঢাকা (পশ্চিম) কেন্দ্রের আয়োজনে ‘সাম্যের বাংলাদেশ চাই’ শীর্ষক এই গণসচেতনতামুলক নাটকে বিএনপিএস’র সাংস্কৃতিক দলের সদস্যরা অভিনয় করেন।
আজ বুধবার এই নাটকের মাধ্যমে বাল্যবিয়ের কুফল, সমমজুরি না পাওয়া, নারীর অধিকার, ন্যায্যতা, সমতা এবং সমাজে বিদ্যমান বৈষ্যম্যের চিত্র তুলে ধরা হয়।
নাটকটিতে নারী জীবনের নানা বৈষম্য ও বঞ্চনার চিহ্ন ফুটিয়ে তোলার পাশাপাশি তাদের ধীরে ধীরে প্রতিবাদী হয়ে ওঠার চিত্রও দেখানো হয়। যা শিক্ষক-শিক্ষার্থী, অবিভাবকসহ সর্বস্তরের দর্শকদের অনুপ্রাণিত করে।
স্কুল ও কলেজের শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, কর্মচারী ও এলাকায় গণ্যমান্য ব্যক্তি নাটকটি দেখেন। নারী জীবনের করুণ চিত্র দেখে তাদের কেউ কেউ কেঁদে ফেলেন। অনেকে এ নাটকটি বাস্তব জীবনের চিত্রবলে মন্তব্য করেন। কিছু দর্শক নাটকটি পুনরায় দেখানোর অনুরোধ করেন। অনেকে নাটকটি আরো বড় করার প্রস্তাব করেন।
নাটক প্রদর্শনীর শুরুতে শুভেচ্ছা বক্তৃতা করেন বিএনপিএস’র সহকারী সমন্বয়কারী সিঁথি ঘোষ।
এসময় উপস্থিত ছিলেন শাপলা একাডেমীর অধ্যক্ষ হাসিনা আক্তার, ঢাকা আইডিয়াল ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম এ মান্নান মনির, কমিউনিটি ফোরাম সদস্য ডাক্তার রোকনুজ্জামান, জরিনা সিকদার বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক একলাসুর রহমান, রায়ের বাজার উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক খলিলুর রহমান ও সহকারী শিক্ষক পরিমল মধু, বিএনপিএস’র পশ্চিম কেন্দ্রের ব্যবস্থাপক মো. হেলাল উদ্দিন প্রমূখ।