শিরোনাম
◈ পছন্দের ঠিকাদারকে কাজ না দেওয়ায় বিশৃঙ্খলা করছেন নুর, অভিযোগ ডিএনসিসির ◈ উপদেষ্টা আসিফ ও মাহফুজকে পদত্যাগ করতে হবে: ইশরাক (ভিডিও) ◈ নতুন পররাষ্ট্র সচিব হচ্ছেন আসাদ আলম ◈ ভারত পুশ-ইনের ঘটনায় চিঠির জবাব দেয়নি: তৌহিদ হোসেন ◈ যে কারণে এই ৩৩ দেশে সন্ত্রাসবিরোধী প্রচার চালাবে ভারত ◈ বিএনপি-এনসিপি বাকযুদ্ধ, রাজনৈতিক দ্বন্দ্ব কি বাড়ছে? ◈ অটোপাসের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের ওপর হামলার অভিযোগ ◈ এনবিআর বিলুপ্তির সিদ্ধান্তে তীব্র প্রতিক্রিয়া; চেয়ারম্যানের অপসারণ দাবি ◈ টিসিবি‘র তেল, ডাল ও চিনির নতুন দাম নির্ধারণ ◈ ১ শতাংশ হিসাবধারীর দখলে দেশের ৪২ শতাংশ আমানত : পিআরআই

প্রকাশিত : ২১ মে, ২০২৫, ১২:২৮ দুপুর
আপডেট : ২১ মে, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘তোমাকে কম্প্রোমাইজ করতে হবে’, তিক্ত অভিজ্ঞতা জানালেন সায়ামি খের

বলিউড অভিনেত্রী সায়ামি খের। মুম্বাইয়ের শোবিজ অঙ্গনের খুব প্রভাব জমাতে না পারলেও দর্শকদের কাছে বেশ জনপ্রিয় তিনি। সম্প্রতি সানি দেওলের ‘জাট’ সিনেমায় দেখা গেছে অভিনেত্রীকে। তবে ক্যারিয়ারের শুরু থেকেই বেশ স্ট্রাগল করার পর মিলেছে বড়পর্দার সুযোগ।

আর এই স্ট্রাগলিং পিরিয়ডে কাস্টিং কাউচের সমস্যায়ও পড়তে হয়েছিল তাকে। সেটিও মাত্র ১৯ বছর বয়সেই। সেই অজানা কাহিনি জানালেন সায়ামি নিজেই। 

সম্প্রতি বলিউড বাবলকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী সায়ামি খের জানান, একজন কাস্টিং ডিরেক্টর নাকি একবার তাকে তেলুগু সিনেমায় একটি চরিত্রের কাজ পাওয়ার জন্য বাজে ইঙ্গিত করেছিলেন।

কাস্টিং কাউচের অভিজ্ঞতার প্রসঙ্গ উঠতেই নায়িকা বলেন, ‘আমার বয়স যখন ১৯-২০ বছর, তখন একজন এজেন্ট আমাকে তেলুগু সিনেমার জন্য ডেকেছিলেন। তিনি বলেছিলেন, তুমি জানো, তোমাকে কম্প্রোমাইজ করতে হবে। এটা একজন মহিলা, অন্য মহিলাকে বলছেন। যা আমার মনে গভীর ভাবে দাগ কেটে গিয়েছিল।

সায়ামি বলেন, ‘আমি তখন তাকে খানিক পরীক্ষা করার জন্যই বলি, আপনি কি বলছেন ম্যাডাম, আমি বুঝতে পারছি না। আমি বারবার এটাই বলতে থাকি। তারপর অবশেষে তিনি বলেন, দেখো, তোমাকে বুঝতে হবে। আমি বলি, আমি দুঃখিত যে আপনি আমাকে ভুল ভেবেছেন। আপনি ভেবেছেন আমি এই পথে হাঁটব।

কিন্তু সব কিছুর একটা নির্দিষ্ট সীমা আছে। যা আমি আমার জীবনে কখনও অতিক্রম করিনি। কিন্তু সেই বার আমাকে এই ঘটনা খুব ভাবিয়েছিল। একজন মহিলা আমাকে কীভাবে এই প্রশ্ন করতে পারেন।’

রাকেশ ওমপ্রকাশ মেহরার ‘মির্জিয়া’র হাত ধরে বলিউডে অভিষেক হয় সায়ামির। এরপর অনুরাগ কাশ্যপের ‘চোকড’, ‘আনপজড’ এবং ‘নাগার্জুন ওয়াইল্ড ডগ’ এবং ‘হাইওয়ে’র মতো সিনেমায় অভিনয় করেছেন। আর. বাল্কির স্পোর্টস ড্রামা ‘ঘোমার’-এ অভিনয়ের জন্য প্রশংসিত হয়েছেন বেশ। তাকে সর্বশেষ দেখা গেছে সানি দেওলের ‘জাট’ সিনেমায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়