শিরোনাম
◈ ২০ শতাংশ পাল্টা শুল্কের চাপ সামলাবে কে: যুক্তরাষ্ট্রের নতুন বাণিজ্যনীতিতে বাংলাদেশের চ্যালেঞ্জ ও সম্ভাবনা ◈ ডলারের বিশ্বায়ন: যেভাবে একটি মুদ্রা বিশ্ব অর্থনীতিকে শাসন করছে ◈ ট্রাম্পের কঠোর অভিবাসন নীতি: চার্টার্ড ফ্লাইটে যুক্তরাষ্ট্র থেকে ফেরত আসছেন আরও ৩০ বাংলাদেশি ◈ যশোরের মনিরামপুরে ডাকাতির প্রস্তুতিকালে যুবদলের চার কর্মী গ্রেফতার ◈ মিয়ানমারের রাজনীতিতে নতুন মোড়, জান্তার ক্ষমতা হস্তান্তর! ◈ ইসরায়েলি নাগরিক সাফাদির সাথে সাক্ষাৎ: স্বীকার করে চাঞ্চল্যকর তথ্য দিলেন নুর (ভিডিও) ◈ জিম্বাবুয়েকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনা‌লে বাংলা‌দেশ ◈ মির্জা আব্বাসের প্রশ্ন: অন্তর্বর্তীকালীন সরকার কি ‘জাতীয় নাগরিক পার্টির’ (এনসিপি) সরকার? ◈ ফার্মেসির পরামর্শে শিশুর ডায়রিয়ায় অ্যান্টিবায়োটিক, গবেষণায় বিপদের ইঙ্গিত ◈ মার্কিন শুল্ক কমলো, যেসব চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

প্রকাশিত : ২১ মে, ২০২৫, ১২:২৮ দুপুর
আপডেট : ০১ আগস্ট, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘তোমাকে কম্প্রোমাইজ করতে হবে’, তিক্ত অভিজ্ঞতা জানালেন সায়ামি খের

বলিউড অভিনেত্রী সায়ামি খের। মুম্বাইয়ের শোবিজ অঙ্গনের খুব প্রভাব জমাতে না পারলেও দর্শকদের কাছে বেশ জনপ্রিয় তিনি। সম্প্রতি সানি দেওলের ‘জাট’ সিনেমায় দেখা গেছে অভিনেত্রীকে। তবে ক্যারিয়ারের শুরু থেকেই বেশ স্ট্রাগল করার পর মিলেছে বড়পর্দার সুযোগ।

আর এই স্ট্রাগলিং পিরিয়ডে কাস্টিং কাউচের সমস্যায়ও পড়তে হয়েছিল তাকে। সেটিও মাত্র ১৯ বছর বয়সেই। সেই অজানা কাহিনি জানালেন সায়ামি নিজেই। 

সম্প্রতি বলিউড বাবলকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী সায়ামি খের জানান, একজন কাস্টিং ডিরেক্টর নাকি একবার তাকে তেলুগু সিনেমায় একটি চরিত্রের কাজ পাওয়ার জন্য বাজে ইঙ্গিত করেছিলেন।

কাস্টিং কাউচের অভিজ্ঞতার প্রসঙ্গ উঠতেই নায়িকা বলেন, ‘আমার বয়স যখন ১৯-২০ বছর, তখন একজন এজেন্ট আমাকে তেলুগু সিনেমার জন্য ডেকেছিলেন। তিনি বলেছিলেন, তুমি জানো, তোমাকে কম্প্রোমাইজ করতে হবে। এটা একজন মহিলা, অন্য মহিলাকে বলছেন। যা আমার মনে গভীর ভাবে দাগ কেটে গিয়েছিল।

সায়ামি বলেন, ‘আমি তখন তাকে খানিক পরীক্ষা করার জন্যই বলি, আপনি কি বলছেন ম্যাডাম, আমি বুঝতে পারছি না। আমি বারবার এটাই বলতে থাকি। তারপর অবশেষে তিনি বলেন, দেখো, তোমাকে বুঝতে হবে। আমি বলি, আমি দুঃখিত যে আপনি আমাকে ভুল ভেবেছেন। আপনি ভেবেছেন আমি এই পথে হাঁটব।

কিন্তু সব কিছুর একটা নির্দিষ্ট সীমা আছে। যা আমি আমার জীবনে কখনও অতিক্রম করিনি। কিন্তু সেই বার আমাকে এই ঘটনা খুব ভাবিয়েছিল। একজন মহিলা আমাকে কীভাবে এই প্রশ্ন করতে পারেন।’

রাকেশ ওমপ্রকাশ মেহরার ‘মির্জিয়া’র হাত ধরে বলিউডে অভিষেক হয় সায়ামির। এরপর অনুরাগ কাশ্যপের ‘চোকড’, ‘আনপজড’ এবং ‘নাগার্জুন ওয়াইল্ড ডগ’ এবং ‘হাইওয়ে’র মতো সিনেমায় অভিনয় করেছেন। আর. বাল্কির স্পোর্টস ড্রামা ‘ঘোমার’-এ অভিনয়ের জন্য প্রশংসিত হয়েছেন বেশ। তাকে সর্বশেষ দেখা গেছে সানি দেওলের ‘জাট’ সিনেমায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়