শিরোনাম
◈ ২০ শতাংশ পাল্টা শুল্কের চাপ সামলাবে কে: যুক্তরাষ্ট্রের নতুন বাণিজ্যনীতিতে বাংলাদেশের চ্যালেঞ্জ ও সম্ভাবনা ◈ ডলারের বিশ্বায়ন: যেভাবে একটি মুদ্রা বিশ্ব অর্থনীতিকে শাসন করছে ◈ ট্রাম্পের কঠোর অভিবাসন নীতি: চার্টার্ড ফ্লাইটে যুক্তরাষ্ট্র থেকে ফেরত আসছেন আরও ৩০ বাংলাদেশি ◈ যশোরের মনিরামপুরে ডাকাতির প্রস্তুতিকালে যুবদলের চার কর্মী গ্রেফতার ◈ মিয়ানমারের রাজনীতিতে নতুন মোড়, জান্তার ক্ষমতা হস্তান্তর! ◈ ইসরায়েলি নাগরিক সাফাদির সাথে সাক্ষাৎ: স্বীকার করে চাঞ্চল্যকর তথ্য দিলেন নুর (ভিডিও) ◈ জিম্বাবুয়েকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনা‌লে বাংলা‌দেশ ◈ মির্জা আব্বাসের প্রশ্ন: অন্তর্বর্তীকালীন সরকার কি ‘জাতীয় নাগরিক পার্টির’ (এনসিপি) সরকার? ◈ ফার্মেসির পরামর্শে শিশুর ডায়রিয়ায় অ্যান্টিবায়োটিক, গবেষণায় বিপদের ইঙ্গিত ◈ মার্কিন শুল্ক কমলো, যেসব চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

প্রকাশিত : ২৬ মার্চ, ২০২৫, ০৩:০৭ দুপুর
আপডেট : ২৬ জুন, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গোপন ছবি ফাঁসের হুমকিতে আতঙ্কে দিন কাটাচ্ছেন অভিনেত্রী

সাইবার জালিয়াতির কবলে পড়েছেন ইরানি অভিনেত্রী এলনাজ নরৌজি। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ব্যক্তিগত ছবি ফাঁস করে দেওয়া হবে, এমনই হুমকি দিয়েছেন এক ব্যক্তি। বাধ্য হয়ে সেই ব্যক্তির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন এলনাজ। 

ঘটনার সূত্রপাত গত ১৮ জানুয়ারি। একটি ই-মেইল আসে অভিনেত্রীর ইনবক্সে। সেই মেইলে ক্লিক করার পর থেকেই সমস্যা শুরু হয়। 

অভিনেত্রী বলেছেন, ‘এ ধরনের মেইলে আমরা সাধারণত ক্লিক করি না। কিন্তু ই-মেইলের সাবজেক্ট লাইনে আমার পাসওয়ার্ড লেখা ছিল। তাই কৌতূহলী হয়ে মেইলটি খুলে দেখতে যাই। সেখানে দেখতে পাই আমার ব্যক্তিগত ছবি জুড়ে দেওয়া রয়েছে।

মেইলে লেখা ছিল, “আমার কাছে তোমার সব ব্যক্তিগত ছবি রয়েছে। এই ছবিগুলো যাতে প্রকাশ্যে না আসে, তার জন্য আমাকে দ্রুত উত্তর দাও। যদি এমন না করো, তাহলে পরে আরও একটা লিঙ্ক পাঠাব। সেখানে ক্লিক করে দেখবে, সব ছবি আমি ফাঁস করে দিয়েছি।”

এর পরপরই এলনাজ সাইবার অপরাধ দমন শাখার সঙ্গে যোগাযোগ করে। পুরো ঘটনার কথা জানিয়ে অভিযোগ দায়ের করে। 

এলনাজ আরও বলেছেন, “তদন্ত থেকে বোঝাই যায়, এই মেইলে নেপথ্যে যিনি রয়েছেন, তিনি ভালো করেই জানেন কীভাবে পালিয়ে বাঁচতে হয়। ওই ব্যক্তি সম্পর্কে আর কোনও তথ্য পাওয়া যায়নি। তবে ওই অ্যাকাউন্টটি সাইবার অপরাধ দমন বিভাগ বাতিল করে দিয়েছে। কিন্তু আমার ভয় হচ্ছে, ও যদি নতুন অ্যাকাউন্ট থেকে আমার সঙ্গে যোগাযোগ করে।”

ঘটনা নিয়ে বর্তমানে বেশ ভীত অভিনেত্রী। তার কথায়, “এই ঘটনার পর থেকে আমার নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ব্যবহার করতেও ভয় হচ্ছে। রাতে ঘুমনোর সময়ও চিন্তা হচ্ছে। মনোবিদের সাহায্য নিতে হয়েছে আমাকে। মনে হচ্ছে, সব সময় আমার উপর নজর রাখা হচ্ছে। প্রতিটা মুহূর্ত আতঙ্কে কাটাচ্ছি।”

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়