শিরোনাম
◈ টি-টো‌য়ে‌ন্টি র‌্যাঙ্কিংয়ে আয়ারল্যান্ডের নিচে বাংলাদেশ নারী দল ◈ সোমবার নয় মঙ্গলবার দেশে ফিরবেন খালেদা জিয়া ◈ জাতীয় নির্বাচন: দলগুলোর নানা মত, ইসির ডিসেম্বরের প্রস্তুতি ◈ তারেক রহমানের ফেসবুক পোস্ট: প্রশংসনীয় এই মানসিকতা অব্যাহত থাকুক  ◈ শেখ হাসিনার শাসনামলের গুম, খুন, অর্থপাচার: আল জাজিরার তথ্যচিত্রে বিস্ফোরক তথ্য ◈ পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ফেসবুক পেজ হ্যাকড ◈ এবার রিপাবলিক বাংলা বন্ধ ও ময়ূখকে গ্রেফতারের দাবিতে পশ্চিমবঙ্গে বি'ক্ষো'ভ (ভিডিও) ◈ দেশে জঙ্গি ঢুকিয়ে দিয়ে যুদ্ধের নাটক করছে বিজেপি: কীর্তি আজাদ ◈ ডেটিং নিয়ে দ্বন্দ্ব: তিন কলেজেই মেয়েরা ডেট করে, তাই হয় মারামারি', বললেন সিটি কলেজের ছাত্রীরা ◈ দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরি কত?

প্রকাশিত : ১৫ ডিসেম্বর, ২০২৪, ০৬:৩৯ সকাল
আপডেট : ২৫ এপ্রিল, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাসপাতালে ফারিণ-পাভেল, দোয়া চেয়ে যা বললেন নির্মাতা

ফারিণ ও পাভেল

শুটিং করতে গিয়ে গতকাল শুক্রবার দুর্ঘটনার শিকার হন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব, তাসনিয়া ফারিণ ও সাইদুর রহমান পাভেল। তারা কাজ করছিলেন কাজল আরেফিন অমি ওয়েব ফিল্ম ‘হাউ সুইট’র। গতকাল দুপুরে একটি ড্রাইভিং দৃশ্যে শুট চলাকালে দুর্ঘটনার শিকার হন তারা। এরপর তাদের নিয়ে যাওয়া হয় হাসপাতালে। বিষয়টি নিশ্চিত করে গতকালই ফেসবুকে পোস্ট দেন নির্মাতা অমি।

হাসপাতালের বিছানায় ফারিণ ও পাভেলে শুয়ে থাকা দুটি ছবি ফেসবুকে পোস্ট করে নির্মাতা লিখেছেন, ‘খুব আনন্দ নিয়ে মজা করে শুট করছিলাম আমরা হাউ সুইট। দুর্ভাগ্যবশত আজকে আমাদের একটি দৃশ্য শুটিং এর সময় স্কুটি দিয়ে দুর্ঘটনা ঘটে। অপূর্ব ভাই আল্লাহ’র রহমতে বড় কোনো ইনজুরড হয়নি, কিন্তু আমাদের পাভেল আর ফারিন ইনজুরড।’

তিনি আরও বলেন, ‘ডাক্তার জানায় খুব দ্রুত ওরা সুস্থ হয়ে স্বাভাবিক কাজে ফিরতে পারবে। ওদের জন্য সবাই দোয়া রাখবেন যাতে ওরা দ্রুত সুস্থ হয়ে যায়। আমরা অনেক কষ্ট করে একটা সুন্দর কাজ বানাই, এই কাজটার জন্য আমরা কত কষ্ট করেছি। আর করছি সেটা আপনারা কাজটা দেখলে বুঝতে পারবেন। আমি সত্যিই কৃতজ্ঞ আমার টিমের সকলের প্রতি, যারা আমার উপর আস্থা রেখে নিজের সবটুকু দিয়ে চেষ্টা করছেন একটি সুপার কাজ দর্শকদের উপহার দিতে।’

আসন্ন ওয়েব কনটেন্টটি প্রসঙ্গে টেনে অমি বলেন, ‘হাসপাতালের বেডে শুয়েও আমার আর্টিস্টরা ভাবছে কীভাবে বাকি কাজগুলো সুন্দর করে শেষ করা যাবে।প্রতিটা ডিপার্টমেন্টের সবাইকে অনেক অনেক ভালোবাসা।’ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়