শিরোনাম
◈ মুক্তিযোদ্ধা’র সনদ বাতিলের তালিকায় হাসিনা সরকারের সাত মন্ত্রী এমপি’সহ আরো যারা আছেন ◈ বিএনপি নেতা আমানের ১৩ ও তার স্ত্রীর ৩ বছরের সাজা বাতিল ◈ চীন-পাকিস্তানকে মাথায় রেখেই কী রাফাল যুদ্ধবিমান কিনছে ভারত? ◈ রেফারির গা‌য়ে বরফ ছুঁ‌ড়ে মারায় ৬ ম্যাচ নিষিদ্ধ হ‌লেন ‌রিয়াল ফুটবলার রুডিগার ◈ রাষ্ট্র সংস্কার প্রশ্নে সংলাপ: রাজনৈতিক দলগুলো কোন প্রস্তাবেই শতভাগ একমত হয়নি ◈ আর্সেনালের বিরু‌দ্ধে পিএস‌জির ক‌ষ্টের জয় ◈ ২০২৮ সাল থে‌কে ৯৪ ম্যাচের আইপিএল আয়োজনের পরিকল্পনা বি‌সি‌সআি‌ইর ◈ কোরবানির ঈদেই আসছে নতুন নোট, থাকছে জুলাই অভ্যুত্থানের গ্রাফিতি ◈ বাংলাদেশে ভয়ংকর ফাঁদে তিন শ্রীলঙ্কান নাগরিক, যেভাবে অভিযান চালিয়ে উদ্ধার করেন পুলিশ ◈ ৬০ ঘণ্টার মধ্যে পাকিস্তানে ভারতীয় আক্রমণের আশঙ্কা (ভিডিও)

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২৫, ১১:৪০ রাত
আপডেট : ৩০ এপ্রিল, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : মনজুর এ আজিজ

অভিনেতা ইরেশ জাকেরের বিরুদ্ধে মামলা প্রসঙ্গে আইন উপদেষ্টা আসিফ নজরুল যা বললেন

মনজুর এ আজিজ: বর্তমান সরকারের অধীনে বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন বলে মনে করেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। যে কারণে উচ্চ আদালতে বিচারাধীন মামলার ওপর আইন মন্ত্রণালয়ের হস্তক্ষেপ করার কোনও সুযোগ নেই। সোমবার রাজধানীর ওসমানী মিলনায়তনে জাতীয় আইনগত সহায়তা দিবসের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

অভিনেতা ইরেশ জাকেরের বিরুদ্ধে মামলা প্রসঙ্গে আসিফ নজরুল বলেন, মামলা করতে তো কোন বাধা নেই। যে কেউ চাইলে মামলা করতে পারে। কিন্তু কেউ বাণিজ্যিক উদ্দেশ্যে মামলা করছে কিনা, বা মামলার বস্তুনিষ্ঠতা আছে কিনা, তা জানতে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।

আসিফ নজরুল বলেন, কোন মামলা কার্যতালিকার কত নম্বরে আসবে বা কবে শুনানি হবে, তা আদালত ঠিক করে। এ বিষয়ে আইন মন্ত্রণালয়ের কিছুই করার নেই। তিনি বলেন, আগে যে সরকার ছিল, সেটা একটা ফ্যাসিস্ট সরকার। তারা কোন নিয়মনীতি মানতো না। তারা একজন প্রধান বিচারপতিকে গলা ধাক্কা দিয়ে দেশ থেকে বের করে দিয়েছিল। আমরা তো সেই সরকার না। আমাদের কোন এখতিয়ার নেই উচ্চ আদালতের বিষয়ে হস্তক্ষেপ করার।

ঝিনাইদহে শিশু আছিয়া হত্যা মামলা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, মামলার বিচারকাজ শুরু হয়েছে। মামলার চার্জশিট পেতে একটু দেরি হয়েছিল। আদালত অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিচারকাজ পরিচালনা করছে। আমরা আশা করছি খুব দ্রুত রায় পাওয়া যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়