শিরোনাম
◈ বিচারকাজে বাধা ও হুমকি: শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ ◈ ২০২৪ সালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য প্রধান উপদেষ্টার ঘর হস্তান্তর: সেনাবাহিনীর দক্ষতায় অর্ধেক খরচে সফল বাস্তবায়ন ◈ সংশোধন হচ্ছে আইন: সরকারি কর্মচারীকে তদন্ত ছাড়া আট দিনে চাকরিচ্যুত করা যাবে ◈ মুক্তিযোদ্ধা’র সনদ বাতিলের তালিকায় হাসিনা সরকারের সাত মন্ত্রী এমপি’সহ আরো যারা আছেন ◈ বিএনপি নেতা আমানের ১৩ ও তার স্ত্রীর ৩ বছরের সাজা বাতিল ◈ চীন-পাকিস্তানকে মাথায় রেখেই কী রাফাল যুদ্ধবিমান কিনছে ভারত? ◈ রেফারির গা‌য়ে বরফ ছুঁ‌ড়ে মারায় ৬ ম্যাচ নিষিদ্ধ হ‌লেন ‌রিয়াল ফুটবলার রুডিগার ◈ রাষ্ট্র সংস্কার প্রশ্নে সংলাপ: রাজনৈতিক দলগুলো কোন প্রস্তাবেই শতভাগ একমত হয়নি ◈ আর্সেনালের বিরু‌দ্ধে পিএস‌জির ক‌ষ্টের জয় ◈ ২০২৮ সাল থে‌কে ৯৪ ম্যাচের আইপিএল আয়োজনের পরিকল্পনা বি‌সি‌সআি‌ইর

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০২৫, ১১:২৮ দুপুর
আপডেট : ৩০ এপ্রিল, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঁশখালীর ছনুয়ার সাগর পাড় থে‌কে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

কল‌্যাণ বড়ুয়া‌, বাঁশখালী (চট্টগ্রাম)প্রতি‌নি‌ধি : চট্টগ্রামের বাঁশখালীর ছনুয়া ইউনিয়নের খুদুকখালী লঞ্চঘাট এলাকার সাগর পাড় থেকে ৪০ থেকে ৪৫ বছর বয়সী এক অজ্ঞাত ব্যক্তির লাশ দেখ‌তে পে‌য়ে পু‌লিশ‌কে জানা‌লে তার উদ্ধার করে পুলিশ।

ধারণা করা হচ্ছে সাগরে ভাসতে ভাসতে এই মরদেহটি উপকূ্লে ভিড়েছে। তাছাড়া উদ্ধার হওয়া লাশের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন পুলিশ। মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে বঙ্গোপসাগরের ছনুয়া এলাকার পুরাতন লঞ্চঘাট এলাকার সাগর তীরের পাড় হতে লাশটি  স্থানীয় লোকজন সকালে সাগর পাড়ে মৃতদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় ।

লাশ উদ্ধার ও লা‌শের প‌রিচয় সনাক্ত করার জন‌্য স্থানীয় বিষয়ে সত্যতা নিশ্চিত করে থানার সেকেন্ড অফিসার এসআই কামরুল হাসান কায়কোবাদ বলেন, সাগর পাড় হতে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। পরিচয় শনাক্তে পুলিশ হেডকোয়ার্টারসহ  বিভিন্ন থানায় বার্তা পাঠানো হয়েছে। তাছাড়া স্থানীয়ভাবে খোঁজখবর নেওয়া হচ্ছে বলেও তিনি জানান।

এ ব‌্যাপা‌রে বাঁশখালী থানার অ‌ফিসার ইনচার্জ (ও‌সি )‌মোঃ সাইফুল ইসলাম ব‌লেন,ছনুয়া এলাকার পুরাতন লঞ্চঘাট এলাকার সাগর তীরের পাড় হতে লাশটি পোষ্ট মার্ডা‌মের জন‌্য চ‌মে‌কে প্রেরন করা হ‌য়ে‌ছে । এখনও প‌রিচয় সনাক্ত হয়‌নি ব‌লে তি‌নি জানান ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়