শিরোনাম
◈ পেলেকে ছাড়িয়ে গে‌লেন, রেকর্ড ১৮ কোটি ২৬ লাখ টাকায় বিক্রি মেসির কার্ড ◈ মন্ত্রীপাড়া থেকে গ্রেফতার সেই বাংলাদেশি বংশোদ্ভূতমার্কিন নাগরিক এনায়েত রিমান্ডে ◈ কোটিপতি তানিয়া বিয়ে করতে চান বেকার ছেলে, স্বামীকে বসিয়ে খাওয়াবেন সারাজীবন ◈ কাতার একা নয়, তাদের পাশে আছে পুরো আরব ও ইসলামি বিশ্ব: আরব লীগ ◈ ওসি নিয়োগে নতুন নীতিমালা: যোগ্যতা, স্বচ্ছতা ও সীমাবদ্ধতা নির্ধারণ ◈ পুলিশে ফের বড় রদবদল ◈ সীমানা পুনর্বিন্যাসে ভাঙ্গায় সহিংসতা: থানাঘেরাও, গাড়ি ভাঙচুর ◈ ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা ◈ প্রবাসীরা পোস্টাল ব্যালটে কীভাবে ভোট দেবেন, জানালেন ইসি ◈ তারুণ্যের শক্তি আমাদের জাতির চালিকাশক্তি : প্রধান উপদেষ্টা

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০২৫, ১০:৪৮ দুপুর
আপডেট : ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জয়শঙ্কর এবং শাহবাজের সঙ্গে ফোনে কথা বললেন গুতেরেস 

আনন্দবাজার: পহেলগাঁওয়ে জঙ্গি হামলার নিন্দা জানানোয় জাতিসংঘের মহাসচিবকে ধন্যবাদ জানিয়েছেন জয়শঙ্কর। অন্য দিকে, ভারতের অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে দাবি করে নয়াদিল্লির নামে নালিশ ঠুকেছেন শাহবাজ।

পহেলগাঁও কাণ্ডের আবহে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফের সঙ্গে কথা বললেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিয়ো গুতেরেস। মঙ্গলবার দুই দেশের দুই সরকারের দুই শীর্ষস্থানীয় প্রতিনিধির সঙ্গে গুতেরেসের কী কথা হয়েছে, আনুষ্ঠানিক ভাবে তা জানায়নি রাষ্ট্রপুঞ্জ। তবে রাষ্ট্রপুঞ্জের প্রধানের সঙ্গে কী কথা হয়েছে, তা সমাজমাধ্যমে জানিয়েছেন জয়শঙ্কর, শাহবাজ় দু’জনেই।

পহেলগাঁওয়ে জঙ্গি হামলার নিন্দা জানানোয় সমাজমাধ্যমে রাষ্ট্রপুঞ্জের মহাসচিবকে ধন্যবাদ জানিয়েছেন জয়শঙ্কর। অন্য দিকে, ভারতের অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে দাবি করে গুতেরেসের কাছে নয়াদিল্লির নামে নালিশ ঠুকেছেন শাহবাজ়। কেবল তা-ই নয়, জম্মু ও কাশ্মীরের সমস্যা সমাধানের জন্য নিরাপত্তা পরিষদের প্রস্তাব মেনে পদক্ষেপ করার জন্য আর্জি জানিয়েছেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিবের কাছে।

জয়শঙ্কর সমাজমাধ্যমে লেখেন, “রাষ্ট্রপুঞ্জের মহাসচিবের ফোন পেয়েছি। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার দ্ব্যর্থহীন নিন্দা করার জন্য তাঁকে ধন্যবাদ জানাই।” তার পরেই জয়শঙ্কর জানান যে, এই জঙ্গি হামলার নেপথ্যে যে ষড়যন্ত্রকারীরা আছে, তাদের বিচারের আওতায় নিয়ে আসবে ভারত। কারও নাম না-করলেও মনে করা হচ্ছে, ইসলামাবাদকেই নিশানা করেছেন ভারতের বিদেশমন্ত্রী।

গুতেরেসের সঙ্গে কথা বলার পর পাক প্রধানমন্ত্রী শাহবাজ় লেখেন, “আজ সন্ধ্যায় রাষ্ট্রপুঞ্জের মহাসচিবের সঙ্গে কথা হল। আমি জানালাম যে, পাকিস্তান সব ধরনের সন্ত্রাসবাদের নিন্দা জানায়। একই সঙ্গে ভারতের ভিত্তিহীন অভিযোগকে খারিজ করলাম।”

প্রসঙ্গত, পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর কূটনৈতিক ভাবে কোণঠাসা পাকিস্তান নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়ে আসছে। রাষ্ট্রপুঞ্জের মহাসচিবের সঙ্গে ফোন কথোপকথনেও বিষয়টি এসেছে বলে জানিয়েছেন শাহবাজ়। তিনি বলেন, “আমি পহেলগাঁও কাণ্ড নিয়ে স্বচ্ছ এবং নিরপেক্ষ তদন্তের কথা জানিয়েছি। জম্মু ও কাশ্মীরের সমস্যা সমাধানে নিরাপত্তা পরিষদের প্রস্তাব মেনে পদক্ষেপ করার আর্জি জানিয়েছি রাষ্ট্রপুঞ্জকে। একই সঙ্গে শাহবাজ় জানিয়েছেন, পাকিস্তান শান্তির পক্ষে। কিন্তু সে দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হলে তার জবাব দেওয়া হবে। প্রকারান্তরে তিনি ভারতের দিকেই ইঙ্গিত করেছেন বলে মনে করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়